নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেহালুয়া

লেহালুয়া › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রীও ছেলেবেলায় বেসবল খেলতেন!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

ইহা আমি কি শুনিলাম!!?



এই মাঠে আমরা হাডুডু খেলেছি, কাবাডি খেলেছি, বেসবল খেলেছি....



গতকাল আজিমপুর গার্লস স্কুলে ভাষনদানকালে এমনটাই বলেছেন আমাদের প্রধানমন্ত্রী!!



গুল গপ্পো তিনি মারতেই পারেন ...তাই বলে এইভাবে????



ফেসবুক ভাষায় আমাকে বলতেই হয় 'মাইরালা আমারে মাইরালা'

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

বাতায়ন এ আমরা কজন বলেছেন: বিবেক মরিয়াছে বহু আগে, রহিয়া গিয়াছে যাহা তাহা শুধুই আবেগ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪

ওয়াচডগ৫৭ বলেছেন: আসলে উনার মুখে কিছু সমস্যা আছে।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

ঢাকাবাসী বলেছেন: ... সারাক্ষন অনর্গল মিথ্যে বলতে পারেন।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০০

লুক্কায়িত বলেছেন: ঢাকাবাসী বলেছেন: ... সারাক্ষন অনর্গল মিথ্যে বলতে পারেন।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১০

ননদালীনাজ বলেছেন: ঢাকাবাসী বলেছেন: ... সারাক্ষন অনর্গল মিথ্যে বলতে পারেন। আবার তিনি নাকি যেমন খুশি তেমন সাজ-তে ফাষ্ট হয়েছিলেন !
তাহলে এতদিনে আম-জনতার কাছে বিশাল রহস্য উন্মুচিত হলো যা মতিউর রহমান রেন্টুরও জানা ছিল না !

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

একজন ঘূণপোকা বলেছেন: ফেসবুক ভাষায় আমাকে বলতেই হয় 'মাইরালা আমারে মাইরালা'

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
মাদ্রাসার পোলাপানদের বলছি -

আজিমপুর গার্লস স্কুলের সাথে বিশাল খেলার মাঠ ছিল, এখনো তাই আছে।
মেয়েদের খেলাধুলা করতে কোন বাধা নেই, আগেও ছিলনা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

লেহালুয়া বলেছেন: মাঠ আছে তাতে তো সমস্যা নাই।সমস্যাতো গুল মারাতে...উনি বেসবল খেলতো এটাতো বংগবন্ধুর স্বপ্নেও আসার কথা না।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

আল ইফরান বলেছেন: ওনার আবার বলতে মুখে কিছু বাধে না বলেই জানি ;)

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

নানাভাই বলেছেন: চাপা, মিথ্যায় নুবেল প্রাইজ দেওয়া হউক।
যেমন খুশি তেমন সাজ-তে তিনি সবসময়ই ফাষ্ট হন ।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

সাদা ঘোটক বলেছেন: উপরে একজন বিশাল মাঠের কাহিনী লইয়া আইছে :)

সবসময় দালালী করার জন্য এক পা বাড়াইয়া থাকা দেখলেও আমার বলতে ইচ্ছা করে "মাইরালা আমারে মাইরালা"

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

জহির উদদীন বলেছেন: "পৃথিবীতে যত প্রধান-মন্ত্রী আছেন তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলেন বাংলাদেশের 'শেখ হাসিনা' !!!"
- বঙ্গবীর কাদের সিদ্দিকী

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

ফেরদাউস দেশী বলেছেন: এই সুযোগে বেসবল জাতীয় খেলা করার উদ্যোগ নেয়া যায় না --

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

স্বাধীন বিদ্রোহী বলেছেন:

কেউ কি আমারে একটু বলবেন বেসবল খেলা কি জিনিস ? কেমনে খেলে ? :D :D :D

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

সবখানে সবাই আছে বলেছেন: বেসবল খেলা যদি খেলে থাকেন তাতে সমস্যা কি? আমি ১৯৯২ তে রাগবি খেলেছি বাংলাদেশে। স্কুলে নতুন খেলার টিচার আসল, উনি বই পত্র খুজে বের করল কিভাবে রাগবি খেলতে হয়।এরপরে নিজেই নিয়ম কানুন পরিবর্তন করে দিল যাতে খেলতে গিয়ে মারামারিতে মাথা না ফাটাই, এরপরে স্পতাহ দুই উত্তেজনা নিয়ে খেললাম। কিন্তু পরে আবার সেই ফুটবল, ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। শেখ মুজিব পাকিস্তান সরকারের মন্ত্রী ছিলেন। কোন এক বিদেশ সফরে হয়তবা খেলার সাথে পরিচয় হয়েছিল শেখ হাসিনার। এই কারনে কৌতুহল বশত খেলে থাকলে তো দোষের কিছু নাই। শেখ ফ্যামিলি অনেক আগে থেকেই খেলা ধুলার ফ্যান। শেখ কামালের বৌ সুলতানা কামাল ছিলেন ততকালীন লং জাম্প আর দৌড়ে জাতীয় চ্যাম্পিয়ন। আপনাদের পোস্ট দেখে মনে হচ্ছে বেসবল খেলা ১৯৬২ এর পরে আবিষ্কৃত হয়েছে????

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

লেহালুয়া বলেছেন: আপনি একজন ইতিহাসবিদ এবং বালপ্রেমী - প্রমানিত

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

ভাল্লুক আকবর বলেছেন: @ সবখানে সবাই আছে......শেখ কামাল সুলতানা কামালরে কেমনে বিয়া করসে এটার ইতিহাস মানুষ জানে। এখন সুলতানা কামালের নাম ভাঙ্গায়া কইতাসেন যে শেখ পরিবার খেলাধুলার ফ্যান!!!
আর হাসান কালবৈশাখী ভাই আপনে পারেনও বটে।

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫

সবখানে সবাই আছে বলেছেন: @ভাল্লুক সাহেবঃ সুলতানা কামাল কে কেমনে বিয়ে করসে এই ব্যাপারে একটু আপনার তথ্যটা শুনি। যাই হোক আমার খালা ছিল সুলতানা কামালের সহপাঠি। আর ডলি জহুর এর সাক্ষাতকারো রেডি আছে আমার কাছে। আপনার স্টেটমেন্ট শুনি এর পরে রেফারেন্স নিয়ে আসব।আর আবাহনীর প্রতিষ্ঠাতা ছিল শেখ কামাল, এইটা আপনি কেমনে ভুলে গেলেন। আর আমি আর হাসান কালবৈশাখী সম্পূর্ন ভিন্ন দুই ব্যক্তি।

১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

ভাল্লুক আকবর বলেছেন: আমার জানা যদি ভুল না হয় তাহলে শেখ কামাল সুলতানা কামালকে জোরপূর্বক বিয়ে করেছিলেন। এছাড়াও ওনার সম্পর্কে খুব একটা ভাল কথা কাউকে বলতে শুনি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.