নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেহালুয়া

লেহালুয়া › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী, জি আপনাকেই বলছি।

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৫



আমার লেখা আপনি পড়বেন না জানি তারপরও যারা এটা পড়বে তারাই বলুক কোথাও কোন ভুল আছে কিনা।



আপনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন কিন্তু আপনি পারেন নাই সেই সম্মান অর্জন করতে। এর প্রধান কারণ গত ৫ বছরে আপনার কার্যকলাপ এবং আচরণ।



আপনি নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবেন এটা আপনি নিজেই কি বিশ্বাস করেন? আপনার শাসন আমলে নির্বাচন সুষ্ঠু হয় বলে গলা ফাটাচ্ছেন। আসলেই কি তাই? ভোলার নির্বাচন কি সেই কথা বলে? ধরলাম আপনার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হলো এবং আপনার দল হেরে গেল। পরের টার্মের নির্বাচনে কি আপনি খালেদা জিয়ার অধীনে নির্বাচনে যাবেন? নাকি তখন নতুন ফর্মুলা আবিষ্কার করবেন?



আপনি নাকি দুর্নীতি কে প্রশ্রয় দেন না। তাহলে লাখ লাখ মানুষকে যারা শেয়ার বাজারে পথে বসালো তাদের বিচার করলেন না কেন? কেন পদ্মা সেতু, হলমার্ক এসব দুর্নীতির সাথে আপনার দলের লোকদের যোগসাজগ পাওয়া যায়? কিভাবে আপনার দলের মন্ত্রী, এমপি থেকে শুরু করে দলের পাতি নেতারা পর্যন্ত আংগুল ফুলে কলাগাছ হয়ে গেল? আপনার ছাত্রলীগ বাহিনী খুন,লুটপাট, টেন্ডারবাজি কোনকিছুই বাদ রাখে নাই সেই ছাত্রলীগ নেতাদের আপনি দেশের প্রতিনিধি হিসেবে জাতিসংঘ অধিবেশনে নিয়ে গেলেন জনগনের টাকায়! টাকার বস্তাসহ ধরা পড়ার পরও সুরন্জিতবাবু মন্ত্রী থাকেন কিভাবে?



সন্ত্রাসীদের জায়গা নাকি আপনার দলে নাই। তাহলে শামীম ওসমানের মত এত ভয়ংকর সন্ত্রাসী কিভাবে ত্বকির মত নিরিহ একটা ছেলেকে খুন করার পরেও বহাল তবিয়তে ঘুরে বেড়ায়? কি করে পুরো প্রশাসনকে জিম্মি করে রাখে? করেছেন তাদের বিচার? কেন ভোলার উপনির্বাচনে নুরুন্নবী শাওনের মত কুখ্যাত সন্ত্রাসী মনোনয়ন পায়? যার গাড়িতে আপনার দলের কর্মীর লাশ পাওয়া যায় কই তার বিচার তো আপনি করেন নাই।বদি'র মত এমপি আপনার দলে পুলিশ থেকে শুরু করে কতজনকে পেটালো তার বিচার কি আপনি করেছেন?



আপনি তো মানবতাবাদী এক নেত্রী। তবে বলুন কেন সাগর রুনি কে মরতে হলো? কি ছিল তাদের অপরাধ?



আপনি পরমত সহিষ্নু নেত্রী। কেন আপনি সমালোচনা সহ্য করতে পারেন না? কেন ফেসবুকে স্ট্যাটাস দিলে জেলে যেতে হবে? কেন বিরোধীদলকে জোর করে দমন পীড়ন করতে হয়? ময়লার গাড়িতে আগুন দেয়ার মত হাস্যকর মামলায় বিরোধীদলের মহাসচিব কে মামলা দিয়ে জেলে পাঠান। এটাই কি পরমতসহিষ্নুতা?



জামাত শিবির যদি এতই ভয়ংকর হয় তবে কেন তাদের নিষিদ্ধ করছেন না? সংসদে মাত্র ২ মিনিটের কাজ। কিন্তু সেটা আপনি করবেন না। কারণটা সবাই বুঝে।



দেশকে অস্হিতিশীল পরিবেশে ঠেলে দেবেন না প্লিজ।



ফটোশপ করা ছবি দিয়ে বিলবোর্ড আর গায়ের জোরে আর যাই হোক জনপ্রিয় হওয়া যায় না। জনপ্রিয় হতে যোগ্যতা লাগে। সেই যোগ্যতা আগে অর্জন করুন।জি, আপনাকেই বলছি।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১

ছাসা ডোনার বলেছেন: সহমত আপনার সাথে। আর খালেদা জিয়াও একই পথের পথিক। দুজনই যদি রাজনীতি ছেড়ে চলে যান, তাহলে দেশের মানুষ হাফ ছেড়ে বাঁচতো। আল্লাহ এদের সুমতি দাও।

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৪

হাসিব০৭ বলেছেন: @ছাসা ডোনার বলেছেন: সহমত আপনার সাথে। আর খালেদা জিয়াও একই পথের পথিক। দুজনই যদি রাজনীতি ছেড়ে চলে যান, তাহলে দেশের মানুষ হাফ ছেড়ে বাঁচতো। আল্লাহ এদের সুমতি দাও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.