![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের পরিক্রমায় আবারও আর একটি ফুটবল বিশ্বকাপ আমাদের ঘরের দুয়ারে দাড়িয়ে। ফুটবল বিশ্বকাপ এর জ্বরে সারা পৃথিবীর মত কাঁপছে বাংলাদেশও। সারা বছর ক্রিকেটের ভিড়ে ফুটবল আড়ালে থাকলেও ফুটবল বিশ্বকাপ এলে বাঙ্গালীর ফুটবল প্রেম কিংবা উন্মাদনা চোখে পরার মত। প্রতিটি পাড়ায় মহল্লায় ইতিমধ্যেই তাদের পছন্দের দল এর সমর্থক গোষ্ঠী গড়ে উঠেছে। নিজের পছন্দের দলের গুণগান করার পাশাপাশি প্রতিপক্ষ দলের দুর্নাম করায় ব্যস্ত সবাই। বিশেষ করে আর্জেন্টিনা আর ব্রাজিল সমর্থকদের মধ্যকার শীতল যুদ্ধ উপভোগ্য। আর মাত্র কয়েকদিন পরেই ব্রাজিলে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ২০ তম আসর। বিশ্বকাপের পূর্বের আসরগুলোতে জড়িয়ে আছে হাসি- কান্না , সাফল্য - ব্যর্থতার মুহূর্ত। আসুন ফিরে দেখি বিশ্বকাপ ফুটবলের কিছু বিতর্কিত, কলঙ্কিত এবং স্মরণীয় মুহূর্ত।
ইউটিউব লিংকঃ Sheikh Fahad Al-Ahmad Al-Sabah ১৯৮২ বিশ্বকাপ
বিশ্বকাপ ফুটবল এর ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ঘটনার অন্যতম ১৯৮২ সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপে ফ্রান্স এবং কুয়েতের মধ্যকার ম্যাচ। ২১শে জুন ১৯৮২ প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। খেলার দ্বিতীয়ার্ধে ফ্রান্স মিডফিল্ডার Alain Giresse এর গোলকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। কুয়েত খেলোয়াড়দের দাবী তারা বাঁশির আওয়াজ শুনে খেলা থামিয়ে দেয়। আর সেই সময় Alain Giresse গোলটি করেন। তারা গোল বাতিলের দাবী জানায় রেফারিকে। গ্যালারীতে বসে থাকা তৎকালীন কুয়েত ফুটবল ফেডারেশন এর প্রেসিডেন্ট Sheikh Fahad Al-Ahmad Al-Sabah কুয়েতের খেলোয়াড়দের মাঠ থেকে বেড়িয়ে আসতে নির্দেশ দেন। পরবর্তীতে নিজেই গ্যালারী ছেড়ে মাঠে প্রবেশ করেন এবং রেফারির সঙ্গে তর্কে লিপ্ত হন। রেফারি Miroslav Stupar দীর্ঘ সময় আলোচনার পর উক্ত গোলটি বাতিল করেন। উক্ত ঘটনার জন্য রেফারি Miroslav Stupar তার আন্তর্জাতিক রেফারি সনদ হারান এবং Sheikh Fahad Al-Ahmad Al-Sabah কে মাত্র ১০০০০ ডলার জরিমানা গুনতে হয়।
ইউটিউব লিংকঃ নেদারল্যান্ড বনাম পর্তুগাল ২০০৬ বিশ্বকাপ
বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে কলঙ্কিত ম্যাচের একটি ছিল ২০০৬এ জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে নেদারল্যান্ড ও পর্তুগালের মধ্যকার ম্যাচটি। রাউন্ড অফ সিক্সটিন এ এই দু দল মুখোমুখি হয়। ২৫ শে জুন ২০০৬এ ম্যাচটির দায়িত্বে ছিলেন রাশিয়ান রেফারি Valentin Ivanov। ম্যাচ শেষ হবার আগ পর্যন্ত রেফারিকে দুই দলের খেলোয়াড়দের মোট ১৬ টি হলুদ কার্ড এবং ৪ বার লাল কার্ড দেখাতে হয়েছে। নেদারল্যান্ড এবং পর্তুগাল দু দলেরই ফেয়ার প্লের জন্য সুনাম রয়েছে কিন্তু বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে কলঙ্কিত ম্যাচের কালিমা এই দুই দেশই বহন করে চলছে। খেলা শেষে অবশ্য কেউ কেউ ম্যাচটাকে রাঘবি ম্যাচের সাথে তুলনা করেছে। ফিফা প্রেসিডেন্ট Sepp Blatter এই ম্যাচের সম্পর্কে বলেন, ম্যাচে দুর্বল পারফরমেন্স এর জন্য রাশিয়ান রেফারি Valentin Ivanov এর উচিত ছিল নিজেকে নিজেই হলুদ কার্ড দেখানো।
ইউটিউব লিংকঃ ১৯৭৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা
বিতর্ক এবং আর্জেন্টিনায় অনুষ্ঠিত ১৯৭৮ সালের বিশ্বকাপ একই সূত্রে গাঁথা। বিশ্বকাপের দু বছর আগে সামরিক ক্যু এর মাধ্যমে সামরিক বাহিনীর ক্ষমতা দখল বিশ্বকাপ আয়োজনে সংশয় দেখা দেয়। প্রথম রাউন্ডে আর্জেন্টিনার প্রতিটি খেলা রাতে অনুষ্ঠিত হওয়া নিয়ে প্রথম বিতর্কের সৃষ্টি। সব বিতর্ককে পেছনে ফেলে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা বনাম পেরুর ম্যাচে। ফাইনালে যাবার জন্য আর্জেন্টিনার ৪-০ গোলে জিততে হত, নয়ত ব্রাজিল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আর্জেন্টিনা ঐ ম্যাচে ৬-০ গোলে জয় লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা লাভ করে। প্রথম অর্ধে ২-০ গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আরো ৪ টি গোল করে। দ্বিতীয়ার্ধে পেরুর খেলোয়াড়দের বডি ল্যাংগুয়েজ অনেক প্রশ্নের জন্ম দেয়। ঐ ম্যাচটি নিয়ে পরবর্তীতে অনেক গল্প কথা চালু হয়। কারো কারো মতে তৎকালীন সামরিক জান্তার হুমকির মুখে পেরুর খেলোয়াড়রা ম্যাচটিতে ইচ্ছাকৃতভাবে বিশাল ব্যবধানে হেরে যায়। আবার কারো মতে আর্জেন্টিনা থেকে অর্থনৈতিক ও বানিজ্য সুবিধার বিনিময়ে পেরু ম্যাচটাতে হার মানে। যদিও এ ধরণের অভিযোগের কোন তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। তারপরও বিশ্বকাপের বিতর্কিত ম্যাচের তালিকায় স্থান করে নিয়েছে এই ম্যাচটি।
ইউটিউব লিংকঃ জিনেদিন জিদান
জার্মানিতে অনুষ্ঠিত ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফ্রান্স এবং Zinedine Zidane ভক্তদের জন্য এক মর্মপীড়াদায়ক ম্যাচ। ১৯৯৮ এর ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নায়ক Zinedine Zidane একাই দলকে টেনে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। খেলার প্রথমার্ধে ৭ মিনিটেই প্যানাল্টি থেকে গোল করেন Zinedine Zidane। ১২ মিনিটের ব্যবধানে Marco Materazzi গোলে সমতায় ফিরে ইতালি। নির্ধারিত ৯০ মিনিট আর কোন গোল না হওয়ায় ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। অতিরিক্ত সময়ে Zinedine Zidane এর একটি হেড ইতালির গোলরক্ষক বুফনের হাতে লেগে ক্রসবারে আঘাত হানে। Zinedine Zidane দলকে জয় এর দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ১০৭ মিনিটে Zinedine Zidane এর সেই বিখ্যাত হেড অবাক করে বিশ্ববাসীকে। এবারের হেডটি বলে নয় সরাসরি মারলেন ইতালির Marco Materazzi এর বুকে। সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান ফ্রান্সের আশার প্রদীপ Zinedine Zidane। প্যানাল্টি শুট আউটে ৫-৩ গোলে ইতালির কাছে হেরে যায় ফ্রান্স। মুহূর্তেই হিরো থেকে ভিলেনে পরিণত হন Zinedine Zidane।
ইউটিউব লিংকঃ ব্যাটেল অফ সান্তিয়াগো
চিলিতে অনুষ্ঠিত ১৯৬২ সালের বিশ্বকাপে ইতালি এবং চিলির মধ্যকার ম্যাচটি বিশ্বকাপের আর একটি কলঙ্কিত ম্যাচ। ম্যাচটিকে অবশ্য ফুটবল ম্যাচ না বলে মার্শাল আর্টস এর প্রদর্শনী বলাই ভাল। ফ্লাইং কিক, কিল - ঘুষি কি ছিল না সেই ম্যাচে। কাউকে কাউকে কাবাডি খেলতেও দেখা যায় সেই ম্যাচে। মাঠের যুদ্ধাবস্থা নিয়ন্ত্রনের জন্য তিনবার পুলিশের সাহায্য নিতে হয় রেফারিকে। ২রা জুন ১৯৬২ সালের ঐ ম্যাচটি ব্যাটেল অফ সান্তিয়াগো নামে পরিচিত। ম্যাচ শেষে ইতালি টিমকে পুলিশের প্রোটেকশনে মাঠ থেকে বেরুতে হয়। উক্ত ম্যাচের দায়িত্ব পালনকারি ডাচ রেফারি Leo Horn ঐ ম্যাচ সম্পর্কে বলেন , “I wasn’t reffing a football match, I was acting as an umpire in military maneuvers.”
ইউটিউব লিংকঃ ম্যারাডোনা- হ্যান্ড অফ গড
ডিয়াগো ম্যারাডোনা ফুটবলের একজন জীবন্ত কিংবদন্তী। সাফল্যের পাশাপাশি বিতর্কও ম্যারাডোনার পিছু ছাড়ে নি। মাদকাসক্ত এবং নারী কেলেঙ্কারি নিয়ে বিতর্ক ছিল ম্যারাডোনার নিত্য দিনের সঙ্গী। কিন্তু ম্যারাডোনার ফুটবল দক্ষতা নিয়ে কারো প্রশ্ন তোলার অবকাশ ছিল না। সেই ম্যারাডোনাই জন্ম দেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বিতর্কের। ম্যারাডোনার একটি গোল যা " হ্যান্ড অফ গড" নামে পরিচিত। মেক্সিকোতে অনুষ্ঠিত ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। প্রথমার্ধ গোল শূন্য ড্র এর পর দ্বিতীয়ার্ধের ছয় মিনিটের মাথায় ইংল্যান্ড এর ডিবক্সের ভিতর উড়ে আসা বলকে হেড দিতে লাফিয়ে উঠেন ম্যারাডোনা এবং ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিল্টন। আশ্চর্যজনক ভাবে পিটার শিল্টন এর থেকে ৮ ইঞ্চি খাটো ম্যারাডোনা লাফিয়ে হেড দিয়ে গোল করেন। যদিও স্পষ্টই দেখা যাচ্ছিল ম্যারাডোনা হাত দিয়ে বল জালে পাঠাচ্ছেন কিন্তু রেফারি কিংবা লাইন্সম্যান দেখতে ব্যর্থ হন। ম্যারাডোনার এই গোলটি বিশ্বকাপ ফুটবলের অন্যতম বিতর্কিত গোল হিসাবে টিকে আছে।
ইউটিউব লিংকঃ লুইস সুয়ারেজ
সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ঘানা এবং উরুগুয়ে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। ম্যাচ গড়ায় অতিরিক্ত মিনিটে। আফ্রিকার শেষ প্রতিনিধি ঘানা দাপটের সাথেই মোকাবেলা করছিল ল্যাটিন আমেরিকার জায়ান্ট উরুগুয়ের সাথে। ভাগ্য সুপ্রশন্য থাকলে ঘানা চলে যেতে পারত সেমিফাইনালে। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ান লুইস সুয়ারেজ, না ফুটবল নৈপুণ্যে নয়। তার কাপুরুষোচিত আচরণে উরুগুয়ে চলে যায় সেমিফাইনালে। অতিরিক্ত মিনিটের শেষ মিনিটে ঘানার স্ট্রাইকার ডমিনিক আদিয়াস এর হেড থেকে বল যখন নিশ্চিত গোল লাইন অতিক্রম করছিল। তখন সুয়ারেজ ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ঠেকান। যার ফলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ থেকে বেড়িয়ে যেতে হয় তাঁকে। কিন্তু পেনাল্টি থেকে ঘানা গোল করতে ব্যর্থ হয়। এবং পরবর্তীতে টাইব্রেকারে উরুগুয়ের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে ঘানা বিদায় নেয়।
শত বিতর্ক থাকলেও বিশ্বকাপ ফুটবল এর আবেদন দিন দিন বেড়েই চলছে। বিশ্বকাপ ফুটবলের জনপ্রিয়তা এখন গ্রীষ্মকালীন অলিম্পিকের চেয়ে কোন অংশে কম নয়। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় আমাদের ঘরোয়া ফুটবলও ফিরে পাক তার পুরনো ঐতিহ্য। আর্জেন্টিনা- ব্রাজিল এর মত মোহামেডান - আবাহানির সমর্থকরা যেন আবার মেতে উঠতে পারি সমর্থন যুদ্ধে।
৩০ শে মে, ২০১৪ রাত ১২:৩৯
প্রবাসী পাঠক বলেছেন: মন্তব্য এবং প্লাস এর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ কান্ডারি অথর্ব ভাই।
২| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:৩২
এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট।
ভালোলাগা।
++++++
৩০ শে মে, ২০১৪ রাত ১২:৪১
প্রবাসী পাঠক বলেছেন: ভালোলাগা এবং মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইল এহসান সাবির ভাই।
৩| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:৫০
দালাল০০৭০০৭ বলেছেন: নাইস ও সুন্দর পোস্ট +++++++++++
৩০ শে মে, ২০১৪ রাত ১:০৮
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ আপু।
৪| ৩০ শে মে, ২০১৪ রাত ১:০৫
সাইলেন্স বলেছেন: খুব ভালো লাগলো।
৩০ শে মে, ২০১৪ রাত ১:১৩
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা সাইলেন্স ভাই।
৫| ৩০ শে মে, ২০১৪ রাত ২:৪৯
স্বপ্ন দুঃস্বপ্ন বলেছেন: ভাল লাগলো,আগে অনেক কিছু জানা ছিল না
৩০ শে মে, ২০১৪ রাত ২:৫৭
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ স্বপ্ন দুঃস্বপ্ন ।
৬| ৩০ শে মে, ২০১৪ রাত ৩:৪৮
খেয়া ঘাট বলেছেন: বিশ্বকাপ সামনে রেখে চমৎকার একট ভিন্ন রকমের পোস্ট।
+++++++++++++্
৩০ শে মে, ২০১৪ ভোর ৪:০৮
প্রবাসী পাঠক বলেছেন: মন্তব্য ও প্লাসের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় খেয়া ঘাট।
৭| ৩০ শে মে, ২০১৪ ভোর ৪:১৯
নষ্ট ছেলে বলেছেন: ১৯৭৮ সালের বিশ্বকাপের বিতর্ক নিয়ে আরো কিছু তথ্যঃ
ফাইনালে নেদারল্যান্ড ও আর্জেন্টিনার ম্যাচটি প্রথম ৯০ মিনিটে ১-১ থাকে। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা ২ গোল দিয়ে ৩-১ এ ম্যাচ জিতে।
সো নেদারল্যান্ডকে শক্তিশালী দলই ছিল।
গ্রুপ পর্বে পেরু আর এই নেদারল্যান্ড একই গ্রুপে ছিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল পেরু। পেরু-নেদারল্যান্ডের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
সো পেরু আর নেদারল্যান্ডের শক্তিমত্তার পার্থক্য খুব বেশি ছিল না।
বিশ্বকাপের তিন মাস আগে পেরু আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়ে ছিল।
হঠাৎ পেরুর কি হয়ে গেল যে ৬-০ তে হেরে গেল যেখানে আর্জেন্টিনার ৪-০ গোলে জিতার দরকার ছিল।
৩০ শে মে, ২০১৪ ভোর ৪:৫৩
প্রবাসী পাঠক বলেছেন: তথ্য দিয়ে পোস্টটাকে সমৃদ্ধ করার জন্য কৃতজ্ঞ নষ্ট ছেলে ।
বিশ্বকাপের তিন মাস আগে পেরু আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়ে ছিল।
এই তথ্যটা সম্পর্কে আমি সিউর না। আমি জানতাম আর্জেন্টিনা ঐ ম্যাচটা ৩-১ গোলে জিতেছিল লিমাতে। তবে দ্বিতীয় রাউন্ডে পেরুর পারফরমেন্স আশানুরুপ ছিল না। আর পেরু তখন পর্যন্ত আর্জেন্টিনার সাথে পেরুর বাইরে কোন ম্যাচ জিততে পারে নি। এই দুইটা কারণে তখন ম্যাচ ফিক্সিং এর গুজবটা খুব বেশি গ্রহণযোগ্যতা পায় নি।
৮| ৩০ শে মে, ২০১৪ ভোর ৫:১০
সকাল হাসান বলেছেন: জিদানের ঐ হেডের পরে তাকে লাল কার্ড দেওয়ায় কেঁদেছিলাম আমি।
যদিও ওর লাল কার্ড পাওয়াটা উচিতই ছিল - কিন্তু কেন যেন ঐদিন মানতে পারিনি।
মনে প্রানে সমর্থন করছিলাম ফ্রান্সকে - চাইছিলাম ট্রফিটা জিদানের হাতে উঠুক, কিন্তু হল না।
[আমি ফ্রান্সের বা জিদানের ফ্যান না - কিন্তু জিদানের খেলায় ঐদিন মুগ্ধ হয়ে পড়েছিলাম]
নাইস পোষ্ট +++
৩০ শে মে, ২০১৪ রাত ৮:৩৮
প্রবাসী পাঠক বলেছেন: আমি নিজেও ফ্রান্সের ফ্যান না কিন্তু জিদানের ফ্যান ছিলাম। জিদান ছিলেন আমার দেখা সেরা মিড ফিল্ডারদের একজন। তাঁর বলের উপর নিয়ন্ত্রণ, ড্রিবলিং আর গোল করার ক্ষমতা মুগ্ধ হবার মতন। মনে প্রাণে আমিও চাচ্ছিলাম ফ্রান্স জিতুক।
ফিফার রুলস অনুযায়ী জিদান এর লাল কার্ড দেখা নিশ্চিত ছিল। মনে একটু আশা ছিল ২০০২ বিশ্বকাপে প্রায় একই ধরনের অপরাধে লুইস ফিগোকে হলুদ কার্ড দেখানো হয়েছিল। কিন্তু রেফারি সরাসরি লাল কার্ডই দেখালেন।
৯| ৩০ শে মে, ২০১৪ ভোর ৬:০২
নষ্ট ছেলে বলেছেন: আমারো ভুল হতে পারে।
৩০ শে মে, ২০১৪ রাত ৮:৪২
প্রবাসী পাঠক বলেছেন: নষ্ট ছেলে ভাই আপনার অথবা আমার যে কোন একজনের ভুল হচ্ছে। এখন আমাদের তৃতীয় কারো রায়ের প্রয়োজন। দেখা যাক কারো কাছ থেকে সঠিক তথ্যটি জানা যায় কিনা।
১০| ৩০ শে মে, ২০১৪ সকাল ৭:৫৮
দুঃখ বিলাস বলেছেন: ভালো একটা পোস্ট দিয়েছেন।
৩০ শে মে, ২০১৪ রাত ৯:২২
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ দুঃখ বিলাস ।
১১| ৩০ শে মে, ২০১৪ সকাল ৮:২৩
আছিফুর রহমান বলেছেন: আর্জেন্টিনার দুইটি বিশ্বকাপ জয়ই বির্তকিত। সুন্দর পোস্ট
৩০ শে মে, ২০১৪ রাত ৯:৫৭
প্রবাসী পাঠক বলেছেন: আর্জেন্টিনা যেমন বিতর্কিত সিদ্ধান্তে বিশ্বকাপ জিতেছে ঠিক তেমনি রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ১৯৯০ সালের বিশ্বকাপও কিন্তু হেরেছে।
ইউটিউব লিংকঃ ১৯৯০ বিশ্বকাপ আর্জেন্টিনা বনাম ওয়েস্ট জার্মানি
১৯৬৬ সালের ইংল্যান্ড এর একমাত্র বিশ্বকাপ জয়ও বিতর্কের বাইরে ছিল না। নির্ধারিত সময় ২-২ গোলে সমতা থাকার পর অতিরিক্ত মিনিটে খেলা গড়ায়। অতিরিক্ত মিনিটের খেলায় জিওফ হারস্ট এর করা গোলটি ওয়েস্ট জার্মানির গোল লাইন অতিক্রম করেনি। কিন্তু লাইন্সম্যান রেফারিকে গোলের সংকেত দেন।
ইউটিউব লিংকঃ ১৯৬৬ বিশ্বকাপ ইংল্যান্ড বনাম ওয়েস্ট জার্মানি
১২| ৩০ শে মে, ২০১৪ সকাল ১০:৫১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিশ্বকাপ ফুটবলের অনেক জানা অজানা বিতর্ক, কলঙ্ক ও স্মরণীয় মুহূর্তের কথা জানতে পারলাম। খুব ভালো লাগলো।
ধন্যবাদ, প্রবাসী পাঠক।
৩০ শে মে, ২০১৪ রাত ১০:২৪
প্রবাসী পাঠক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই।
১৩| ৩০ শে মে, ২০১৪ দুপুর ১:০৮
িটউব লাইট বলেছেন: আহ্ আবাহনি-মোহামেডান. কতদিন তাদের খেলা দেখিনা।
৩০ শে মে, ২০১৪ রাত ১১:৫২
প্রবাসী পাঠক বলেছেন: স্টেডিয়ামে বসে শেষবার মোহামেডান - আবাহানির খেলা দেখেছিলাম ২০০৪ সালে। এরপর আর যাওয়া হয়নি স্টেডিয়াম পারায়। সেই ৯০ এর দশকে মোহামেডান - আবাহানির মধ্যকার খেলার উত্তেজনা, উন্মাদনা এখনকার আর্জেন্টিনা - ব্রাজিলের উন্মাদনার চেয়ে অনেক অনেক গুন বেশি ছিল।
১৪| ৩০ শে মে, ২০১৪ বিকাল ৩:১৭
মিনুল বলেছেন: ভালো লাগলো।
৩০ শে মে, ২০১৪ রাত ১১:৫৩
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ মিনুল ভাই।
১৫| ৩০ শে মে, ২০১৪ রাত ১০:৪৯
এহসান সাবির বলেছেন: ভাইয়া আপনার পোস্টের কিছু লাইন আমার পোস্টে ইউজ করেছি। আমি লিংক দিয়ে এসেছি। আশা করি আপনি মুছতে বলবেন না।
লাইন গুলো ভালো লেগেছে তাই।
৩০ শে মে, ২০১৪ রাত ১১:৫৫
প্রবাসী পাঠক বলেছেন: মুছতে বলারতো প্রশ্নই আসে না সাবির ভাই। আমিও আসছি আপনার পোস্টে আড্ডা দিতে।
১৬| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৫৭
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ ভাই।
৩১ শে মে, ২০১৪ রাত ১২:১১
প্রবাসী পাঠক বলেছেন: আপনাকেও ধন্যবাদ সাবির ভাই।
১৭| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:০১
হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট।
৩১ শে মে, ২০১৪ রাত ১২:১৩
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই।
১৮| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৩১
খাটাস বলেছেন: পোস্টে প্লাস। পার্সোনালি ধন্যবাদ
৩১ শে মে, ২০১৪ রাত ১২:৪৪
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ খাটাস ভাই। পার্সোনালি ধন্যবাদ পার্সোনালি গ্রহণ করলাম ভাই।
১৯| ৩১ শে মে, ২০১৪ রাত ১:১৬
পংবাড়ী বলেছেন: ভালো লেগেছে।
৩১ শে মে, ২০১৪ রাত ১:৩২
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ পংবাড়ী।
২০| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৮
সময়ের ডানায় বলেছেন: চমৎকার পোস্ট।
০১ লা জুন, ২০১৪ রাত ১২:০৫
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ সময়ের ডানায় ।
২১| ০১ লা জুন, ২০১৪ রাত ১২:০৪
এহসান সাবির বলেছেন: লিরিকস আপনার পোস্ট ফেবু তে শেয়ার দিতে চায়। আপনার অণুমতি প্রাথর্না করেছে।
০১ লা জুন, ২০১৪ রাত ১২:২০
প্রবাসী পাঠক বলেছেন: ব্লগার লিরিকস পোস্টটি ফেসবুকে শেয়ার করতে পারেন। আমার পক্ষ থেকে কোন সমস্যা নেই। ব্লগার লিরিকস আমার লেখা শেয়ার করলে বরং নিজেকে সাম্মানিত বোধ করব।
২২| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:৫৬
দুঃখ বিলাস বলেছেন: খুব সুন্দর পোস্ট।
০২ রা জুন, ২০১৪ রাত ১২:২২
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ দুঃখ বিলাস।
২৩| ০২ রা জুন, ২০১৪ দুপুর ১:৩২
মামুন রশিদ বলেছেন: আহাহা, হারিয়ে গেলাম যেন! চমৎকার পোস্টে সপ্তম ভালোলাগা ।
০২ রা জুন, ২০১৪ রাত ৯:০৫
প্রবাসী পাঠক বলেছেন: বিশ্বকাপ ফুটবলের আর একটি কলঙ্কিত ইতিহাস। ২০০৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়া বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ইংলিশ রেফারি গ্রাহাম পুল ক্রোয়েশিয়ান খেলোয়াড় জসিপ সিমুনিককে লাল কার্ড দেখানোর আগে ভুল ক্রমে তিন বার হলুদ কার্ড দেখান। ৬১ মিনিটে গ্রাহাম পুল জসিপ সিমুনিককে প্রথম হলুদ কার্ড দেখান। এরপর ৯০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখান কিন্তু লাল কার্ড দেখান নি। পরবর্তীতে ৯৩ মিনিটে তৃতীয় হলুদ কার্ড দেখানোর পরে জসিপ সিমুনিককে লাল কার্ড দেখান।
ইউটিউব লিংকঃ তিন হলুদ কার্ডের পর লাল কার্ড
২৪| ০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৫৩
পংবাড়ী বলেছেন: Zinedine Zidane ছিল মগজহীন ভালো খেলোয়াড়।
০৫ ই জুন, ২০১৪ রাত ১:০২
প্রবাসী পাঠক বলেছেন: জিনেদিন জিদান ভালো খেলোয়াড়, কিংবদন্তি যাই হোক না কেন আমার ব্যক্তিগত মতামত সবার প্রথমে তিনি একজন মানুষ। মানুষ হয়ে জন্মানোর কারণে মানবিক গুণাবলী ( আবেগ ) উনার মধ্যেও বিদ্যমান। আবেগ কখনো কখনো মানুষের স্বাভাবিক চিন্তা শক্তিকে ছাপিয়ে যায়।
২৫| ০৬ ই জুন, ২০১৪ ভোর ৪:০৬
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো পোস্ট
কিছু ছবি যোগ করে দিলে মন্দ হতো না বোধহয় ...
যাহোক, ভালোলাগা জানিয়ে গেলাম ...
০৬ ই জুন, ২০১৪ ভোর ৫:০২
প্রবাসী পাঠক বলেছেন: সব কয়টি ঘটনার ভিডিও লিংক এড করায় ছবি দেই নি। কিন্তু ছবি প্রথম থেকেই ছবি এড করে দিলে আরও ভালো হত।
ছবি এখন এড করে দিয়েছি।
মন্তব্য এবং পরামর্শের জন্য কৃতজ্ঞতা মুনতাসির নাসিফ ভাই।
২৬| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৫:০০
অারিফুজ্জামান বলেছেন: ভালো লাগলো
০৬ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৩
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ আরিফুজ্জামান ভাই।
২৭| ০৮ ই জুন, ২০১৪ রাত ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট ।
০৮ ই জুন, ২০১৪ রাত ১১:০৭
প্রবাসী পাঠক বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।
২৮| ১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৫২
আমি তুমি আমরা বলেছেন: ভালো লাগলো।
১৭ ই জুন, ২০১৪ রাত ২:২৯
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা ।
২৯| ২৮ শে জুন, ২০১৪ রাত ১:২৫
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: এখন পোস্টটা পূর্ণাঙ্গতা পেল...
সুন্দর তথ্যবহুল পোস্ট এখন সামুতে তূলনামূলক কমে গেছে বলতে গেলে ...
পোস্ট প্রিয়তে গেল ...
সবরকম ভালোলাগা জানবেন ...
২৮ শে জুন, ২০১৪ রাত ৯:৩৫
প্রবাসী পাঠক বলেছেন: ফিরতি মন্তব্য এবং প্রিয়তে নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ মুনতাসির নাসিফ ভাই।
৩০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব ভালো লাগলো। ফুটবল ইতিহাসের কিছু অজানা অঘটন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৭
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা।
৩১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২১
জাহাঙ্গীর.আলম বলেছেন:
সমাধানকৃত ৷ আগের মন্তব্য মুছে দিতে পারেন ৷
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩
প্রবাসী পাঠক বলেছেন: মন্তব্য মুছে দিয়েছি ভাই।
৩২| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:০১
বুবলা বলেছেন: ইউটিউব লিন্ক গুলো কাজ করছে না
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৫
প্রবাসী পাঠক বলেছেন: সম্ভবত লিংক রিমুভ করে দিয়েছে ইউটিউব।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৪ রাত ১২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
নাইস পোস্ট +++