নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ইসরায়েলের আয়রন ডোমে ফুটা আছে

২১ শে জুন, ২০২৫ রাত ১১:৫১



ইসরায়েলের ভূমিতে মিচাইল পড়া থেকে বুঝা যাচ্ছে ইসরায়েলের আয়রন ডোমে ফুটা আছে। এ ফুটা দিয়েই শত্রুরা ইসরায়েলকে ধ্বংসস্তুপে পরিণত করবে।দুই কোটি ইসরাইলীর দুইশত কোটি শত্রু। তারা মেরে-কেটে কত শেষ করবে? আগে তারা বলেছে গাজার শিশুরা তাদের শত্রু। এখন হয়ত বলবে ইরানের শিশুরা তাদের শত্রু। তাহলে বুড়ো খামেনীকে মেরে তাদের কি লাভ? তারপর সারা বিশ্বের শিশুরা তাদের শত্রুতে পরিণত হবে।কত শিশুকে তারা না খাইয়ে মারবে? সব শিশুর খাবার তারা বন্ধ করতে পারবে কি? নারীরা শিশুদেরকে ইসরাইলী রাক্ষসের গল্প শুনাবে। শিশুরা বড় হয়ে ইসরাইলী রাক্ষস মারার শপথ নিবে। তারা সারা বিশ্বে ইসরাইলী রাক্ষস মেরে বিশ্বকে ইসরাইলী রাক্ষস মুক্ত করবে।

সব মানুষই মরে। খামেনীর মৃত্যু হবে গর্বের। কারণ তিনি রাক্ষসদের কাছে আত্মসমর্পন করেননি। অন্যায়ের কাছে আত্মসমর্পন করেও কি কেউ বেঁচে থাকে? তারচেয়ে অন্যায়ের কাছে আত্মসমর্পন না করে মরে যাওয়া উত্তম। খামেনী সে পথ বেছে নিয়েছেন।

বিশ্বে এখন অনেক মানুষ। তার থেকে কিছু মরে গেলে সমস্যা নাই। কিছু মানুষ মরেও যদি বিশ্ব জঞ্জাল মুক্ত হয় সেটা বিশ্বের জন্য মঙ্গল জনক হবে। বিশ্বের সবাই পরমাণূ অস্ত্র বানাতে পারে। একলা ইরান সেটা বানালে দোষ হবে কেন? হামাস মরেছে এবং মরছে। কিন্তু তারা মাথা উঁচু রাখছে। যারা মাথা নীচু করে তারাও কি বেঁচে থাকে?

আগে আক্রমন করা ঠিক না। তবে হামাসের আক্রমণ ছিল নির্যাতনের প্রতিবাদ। শাসক জাতি হিসাবে ইসরায়েল সবচেয়ে নিকৃষ্ট। তাদের যুদ্ধনীতি কেউ সমর্থন করছে না। তাদের কারণে তাদের বন্ধুরাও নিকৃষ্ট তালিকায় স্থান পাচ্ছে।

প্রতিবাদীকে ছোট করে দেখার সুযোগ নাই। কারণ প্রতিবাদীদের জয়ের ইতিহাস খুব ছোট নয়।ব্লগার ফারমারকে প্রকিবাদীর বিরুদ্ধে উল্টা-পাল্টা কথা বলতে দেখা যায়। প্রতিবাদী মোল্লাদেরকে ফারমার সম্মান করে না। অথচ এরাই আমেরিকা-ইসরায়েলকে পরোয়া করে না।ফারমার নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করে যা সমর্থন করে রানু। রানুও এলোমেলো কথা বলে। রানু বিএনপির কমর ভাঙ্গার সংবাদ দেওয়ার পরেই দেখাগেল বিএনপি কোমর সোজা করে দাঁড়িয়ে গেছে। ফারমার ও রানুর অনেক কথায় লজিক থাকে না। তথাপি নিজেদের বিবেচনায় তারা নিজেরাই সেরা। হাসিনার দল নিজেরা নিজেদেরকে ভোট দিয়ে জয়ী করে আনতো।ফারমার ও রানু আবার তাদের পক্ষে অনেক কথা বলে। একই রকম বলেই হয়ত ফারমার ও রানু নিজেরা নিজেদেরকে ভোট দেয়। এরা অপরের দোষ ছাড়া গুন দেখে না।

মন্তব্য ৫০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২৫ রাত ১২:১৪

সৈয়দ কুতুব বলেছেন: এখানে ন্যায়ের , অন্যায়ের যুদ্ধ হচ্ছে না। সবার হাতেই রক্ত লেগেছে। কিন্তু আমরা চাই ইসরায়েল নিপাত যাক, কারণ তারা বেশি হিংস্র। তবে ইরানের প্রতিপক্ষ পশ্চিমা শক্তির কূটকৌশল আমাদের চেয়ে সেরা। ইরান গত এক দশকে এমন কিছু কাজ করেছে যা পশ্চিম পছন্দ করে না।

২২ শে জুন, ২০২৫ রাত ১২:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: পশ্চিমারা চায় ইরান তাদের সামনে হাটু গেঁড়ে বসে থাকুক। ইরান তা চায় না। সুতরাং পশ্চিমারা কি চায় ইরান এর পরোয়া করে না। পশ্চিমারা সমাজতন্ত্রও পছন্দ করে না, সেজন্য সমাজতন্ত্রীরা পশ্চিমাদেরকে পছন্দ করে না। পশ্চিমারা তাদের খামখেয়ালিপনা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়। এটা বিশ্বশান্তির অন্তরায়।

২| ২২ শে জুন, ২০২৫ রাত ১২:১৫

কাঁউটাল বলেছেন: ফারমার ছাগলের মাথা গরম হয়ে গেছে। ব্লগে এসে নৃত্যকলা আরম্ভ করেছে। উহা ইহুদি ব্যংকারদের নিমক খাওয়া ছাগল।

২২ শে জুন, ২০২৫ রাত ১২:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ফারমার এটা বুঝতে চান না যে রানু ছাড়া অন্য কেউ তাঁর সব কথা সমর্থন করেন না। মডু এসব দেখে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেন, তখন ফারমার বলেন তাঁর বিরুদ্ধে অন্যায় হচ্ছে।

৩| ২২ শে জুন, ২০২৫ রাত ১২:২০

সৈয়দ কুতুব বলেছেন: ফারমার এবং রানু আবার আপনাকে লাইক করে। তাদের চোখে আপনি নিরাপদ মোল্লা। তারা আপনার স্বগোত্রীয়দের থেকে আপনার পোস্টে বেশি কমেন্ট করে। অনেক নাস্তিকও আপনার পোস্টে কমেন্ট করে, কিন্তু আপনি রাগ হন না ।

২২ শে জুন, ২০২৫ রাত ১২:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি অপরের মত প্রকাশকে সম্মান করি। সেজন্য এ ক্ষেত্রে আমার রাগের বিষয়টি থাকে না।

৪| ২২ শে জুন, ২০২৫ রাত ১২:২৮

কাঁউটাল বলেছেন:

২২ শে জুন, ২০২৫ রাত ১২:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইরানের কারণে বিশ্ব ইসরায়েলের আরন ডোমের ফুটো বিষয়ে অবগত হতে পেরেছে। ব্লগের কিছু বেকুব আয়রন ডোম নিয়ে উত্তেজিত ছিলো। এখন আমি বুঝতে পারছি ইসরায়েলকে ধ্বংসস্তুপে পরিণত করা সম্ভব।

৫| ২২ শে জুন, ২০২৫ রাত ১২:৩৮

কাঁউটাল বলেছেন: ফারমার চাঘলের পভুপাদ ন্যতানিয়াহুর দেশ ইসরাইলের আয়রন ডোম এফিসিয়েন্সি ৯০% থেকে কমে ৬৫% হয়ে গেছে। ইহুদির বাচ্চারা ইন্দুরের মত বাংকারের মধ্যে ধুকে ধুকে মরছে।

২২ শে জুন, ২০২৫ রাত ১২:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইসরায়েল কঠিন পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। বিপদ যখন বেশী কঠিন হবে তখন বন্ধুরা তাদেরকে ছেড়ে চলে যাবে।

৬| ২২ শে জুন, ২০২৫ রাত ১২:৫৩

কাঁউটাল বলেছেন: অলরেডি ট্রাম্প তালবাহানা করছে। ত্যানানিয়াহু বিষয়টা নুঝতে পেরেছে। ইসরাইল নাকি একাই আক্রমন করতে থাকবে। হেহ।

২২ শে জুন, ২০২৫ রাত ১:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইসরাইলের লোকেরাও বুঝতে পেরেছে তাদের দেশ অজেয় নয়।

৭| ২২ শে জুন, ২০২৫ রাত ১২:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: ফারমার কিছু লিখছে না। কারণ উহা এখন আমেরিকা বাংকার বোমা বহনকারি বিমান ইরানের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে। হামলা হবে মনে হয় আমেরিকার । |-)

২২ শে জুন, ২০২৫ রাত ১:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইরানের অস্ত্র ধ্বংস করলেও তাদের বন্ধুদের কাছে অস্ত্র থেকে যাবে। সুতরাং আমেরিকার সহজ জয় হয়ত হচ্ছে না।

৮| ২২ শে জুন, ২০২৫ রাত ১:১০

সৈয়দ কুতুব বলেছেন: কারো জয় হবে না; সিভিল ওয়ার হবে ।

২২ শে জুন, ২০২৫ ভোর ৫:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইরানে কি হবে সেটা পরে দেখা যাবে। তবে ইসরাইলী দানব হত্যা যে অসম্ভব নয় এটা ইরান দেখিয়ে দিয়েছে। শিশুদের শত্রু এ দানব থেকে একদিন মানব মুক্তি পাবে- ইনশাআল্লাহ।

৯| ২২ শে জুন, ২০২৫ রাত ১:২০

কাঁউটাল বলেছেন: সিভিল ওয়ার হবে না। ইসরাইল আগে এটাক দিছে। ইরানের মোরাল হাই।

২২ শে জুন, ২০২৫ ভোর ৫:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সিভিল ওয়ার পরের গল্প। আপাতত চলমান গল্প নিয়ে আলাপ করা যেতে পারে।

১০| ২২ শে জুন, ২০২৫ রাত ১:২৪

কাঁউটাল বলেছেন: আমেরিকার যুদ্ধ করার ইচ্ছা নাই। নেতানিয়াহু চিপায় আছে। ট্রাম্পের কোন ঠেকা পড়ে নাই ত্যানানিয়াহুর রাজনৈতিক মিশনে যোগ দেয়ার।

২২ শে জুন, ২০২৫ ভোর ৫:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ট্রাম্প আপাতত নোভেলের স্বপ্নে বিভোর। পাক-ভারত যুদ্ধে আমেরিকা-ইসরায়েল ছিল ভারতের পক্ষে। আর এখন ট্রাম্প দাওয়াত দিয়ে খাওয়ায় পাকিস্তানী ফিল্ডমার্শালকে। সিনারীটা বেশ অদ্ভুত।

১১| ২২ শে জুন, ২০২৫ রাত ১:৪৮

এইচ এন নার্গিস বলেছেন: ভালো বলেছেন ।

২২ শে জুন, ২০২৫ ভোর ৫:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিশ্ব শান্তির জন্য ইসরায়েলকে থামাতে হবে। এ জাতি ও তাদের বন্ধুদের মাঝে কোন নীতি-নৈতিকতা নাই।

১২| ২২ শে জুন, ২০২৫ রাত ২:০২

সৈয়দ কুতুব বলেছেন: কাউটাল@আপনার অধিকাংশ মন্তব্য অন্যের জ্ঞান থেকে ধার করা। আমেরিকাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মেসেজ দিয়েছে যে তারা আলোচনায় বসতে চায়। তাই ট্রাম্প দুই সপ্তাহ ডিলে করেছে। ইসরায়েলের অস্ত্রের ঘাটতি দেখা দিতে দিতে আমেরিকা-জার্মানি বিমানে করে অস্ত্র পাঠাচ্ছে। ইসরায়েল কে আমেরিকা মধ্যপ্রাচ্যে হারতে দিবে না। কারণ এতে নিয়ন্ত্রণ হাত ছাড়া হয়ে যাবে।

আমেরিকা ইনভলভ হলেই সিভিল ওয়ারের বন্দোবস্ত শুরু হবে। সীমান্ত দিয়ে ইরানে অস্ত্র ঢুকাবে খোমেনী রেজিমের বিরুদ্ধে লড়াই করার জন্য। এভাবে অঞ্চল গুলোকে আলাদা আলাদা করবে। আমেরিকা দশ বছর এভাবে চালিয়ে যেতে পারবে। মাঝে দিয়ে তেল/গ্যাস সব পাচার করে নিজ দেশে নিবে। রাশিয়া ও চীন কে দূর্বল করবে।

২২ শে জুন, ২০২৫ ভোর ৫:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সব সময় আমেরিকার ইচ্ছা বাস্তবায়িত হয় না।

১৩| ২২ শে জুন, ২০২৫ সকাল ১০:০৩

জ্যাক স্মিথ বলেছেন: ইরানের সমস্ত পারমানবিক স্থাপনা সফলভাবে ধ্বংস করা হয়েছে।



ভুল গোষ্ঠীর কাছে পারমানবিক অস্ত্র থাকা অত্যন্ত বিপজ্জনক, আশা করা যাচ্ছে এখন থেকে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে।

২২ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: মধ্যপ্রাচ্য গিলে খাওয়ার আগ পর্যন্ত আমেরিকার মনে শান্তি ফিরে আসবে না।

১৪| ২২ শে জুন, ২০২৫ সকাল ১০:৪০

নূর আলম হিরণ বলেছেন: আপনি বলছেন, বিপদ বেশি হলে ইসরাইলের বন্ধুরা তাকে ছেড়ে যাবে, বাস্তবে রাশিয়া, চিন, তুরস্ক, পাকিস্তান ইরানকে ছেড়ে দিয়েছে! আসলে বাস্তব না বুঝে এনালাইসিস করলে সেই এনালাইসিসে ভুল থাকবে।
ইসরাইল, এমেরিকা, সৌদিআরব, ইউরোপ এদের সাথে যুদ্ধ করার মত শক্তি এখনো ইরানের হয়ে উঠিনি। এটা মেনেই এনালাইসিস করুন দেখবেন আপনার এনালাইসিস ভালো হবে।

২২ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইরান আমেরিকা ও ইসরায়েলের বিপদ সেইভাবে তৈরী করতে পারেনি সেজন্য তাদের বন্ধুরা তাদেরকে ছেড়ে যায়নি। ইরানের কারণে ইসরায়েলের কিছুটা সমস্যা হলেও আমেরিকার তেমন সমস্যা হচ্ছে না।

১৫| ২২ শে জুন, ২০২৫ সকাল ১১:৫২

কথামৃত বলেছেন: Apparently the only qualification for being president of the United States, no matter the party, is an unquenchable thirst for Middle Eastern blood.

২২ শে জুন, ২০২৫ রাত ৮:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এরা আধুনিক রাক্ষস!

১৬| ২২ শে জুন, ২০২৫ দুপুর ১:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

২২ শে জুন, ২০২৫ রাত ৮:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: এটাই সবার কাম্য হোক।

১৭| ২২ শে জুন, ২০২৫ দুপুর ২:১২

জ্যাক স্মিথ বলেছেন: তো মিস্টার মহাজাগতিক, ইরান এখন পর্যন্ত কতশত মিসাইল ইসরাইলে নিক্ষেপ করছে আর কয়টি আঘাত হেনেছে সে হিসবে আছে আপনার কাছে?

ইসরায়েলের খোলায় জায়গায় মিসাইল পরলেও তা আপনাদের কাছে মহা নিউজ হয়ে যায় আর তাই আপনাদের মনে হচ্ছে ইসরাইল ঝাঝড়া হয়ে যাচ্ছে, এসব মনে করে মনে মনে শান্তি পেতে থাকুন। এক বিদ্যুৎ স্থাপনা ছাড়া এখন পর্যন্ত ইরানের একটি মিসাইলও ইসরায়েলের গুরুত্বপূর্ণ কোন স্থাপনা ধ্বংস করতে পারেনি।

সাধারণ মানুষের ঘরবাড়ি, হাসাপাতল এসব জায়গা হামলা করেই ইরান কাজ সরেছে। =p~

২২ শে জুন, ২০২৫ রাত ৮:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো ইসরায়েল অজেয় নয়। যুদ্ধ অনেক সময় সম্পূর্ণ উল্টা দিকে মোড় নেয়। সুতরাং বেশী উত্তেজিত না হয়ে শান্ত থাকার চেষ্টা করুন।

১৮| ২২ শে জুন, ২০২৫ দুপুর ২:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এইবার ইরানী মোল্লাদের খবর আছে।

২২ শে জুন, ২০২৫ রাত ৮:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: মোল্লাদের খবর একবার আফগানে দেখেছি। ইরানেতো মাত্র শুরু হলো। এখনো অনেক কিছু দেখার বাকী আছে।

১৯| ২২ শে জুন, ২০২৫ রাত ৮:১২

জ্যাক স্মিথ বলেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাহায্যের জন্য আজ রাশিয়া যাচ্ছে- পুতিন ইরানকে ঘোড়ার ডিম উপহার দিবে।

যুদ্ধ অনেক সময় সম্পূর্ণ উল্টা দিকে মোড় নেয়। - এই সব কাল্পনিক চিন্তাভানা ছেড়ে ইরানের উচিৎ আলোচনার টেবিলে বসা। শত্রু যখন শক্তিশালী হয় তাখন তাকে শক্তি প্রদর্শন না করে কৌশল অবলম্বন করতে হয়। বিশ্বের একটি দেশও যেখানে শক্তভাবে ইরানের পক্ষে দাঁড়ায়নি সেখানে তারা কিসের জোড়ে এমন হম্বি তম্বি করছে?
ইরানের যে প্রক্সি গ্রুপ- হেজবুল্লাহ, হুতি এরাও এখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
এইসব বিষয় ইরানের বুঝতে হবে।

২২ শে জুন, ২০২৫ রাত ৮:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আলোচনার টেবিলে বসে ইরান কিছুই পাবে না। সব যখন যাবেই তবে লড়াই করে দেখুক কিছু পায় কিনা। একদা তালেবানের যুদ্ধকে আমি বেহুদা কাজ মনে করতাম। কিন্তু অবশেষে তারা তাদের হারানো দেশ ফিরে পেয়েছে। ইরানও লড়াই অব্যাহত রাখলে হয়ত তাদের দেশ শত্রুমুক্ত হবে।

২০| ২২ শে জুন, ২০২৫ রাত ৮:২৮

আঁধারের যুবরাজ বলেছেন: জ্যাক স্মিথ বলেছেন: ইরানের উচিৎ আলোচনার টেবিলে বসা।

- এই লোক ইচ্ছে করেই বাস্তবতা লুকাচ্ছে। যেদিন ইসরায়েল ইরানের ওপর অন্যায় আক্রমণ চালায়, ঠিক সেদিন ফ্রান্সসহ কয়েকটি দেশের একটি বৈঠক ছিল। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী মাসে জাতিসংঘে ইসরায়েলের গাজা ধ্বংস এবং মানবতাবিরোধী অপরাধের জন্য একটি বৈঠক হওয়ার কথা ছিল, যা সম্ভবত সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে অনুষ্ঠিত হবার ছিল। এইসব ভণ্ডদের জন্যই সেই আক্রমণ সংঘটিত হলো। সব মানবতাবাদী মানুষ সোচ্চার—ইসরায়েল ও আমেরিকার ভণ্ডামি এবং অন্যায়ের বিরুদ্ধে। এমনকি খোদ আমেরিকান ও ইহুদিরাও প্রতিবাদ করছে, আর এই লোক ইহুদিদের চেয়েও বড় ‘ইহুদি’, আমেরিকানদের চেয়েও বড় ‘আমেরিকানের’ ভেক ধারণ করছে!

২২ শে জুন, ২০২৫ রাত ৯:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি আলোচনার টেবিল থেকে ইরানের কোন প্রাপ্তি যোগ দেখছি না। এদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের পরাজয় মেনে নেওয়া। যেন ইসরায়েল-আমেরিকা অন্য মুসলিমদেশ জয়ে মনযোগ দিতে পারে। তারচে এদেরকে এখানে ব্যস্ত রাখাই ভালো।

২১| ২৩ শে জুন, ২০২৫ সকাল ১১:৪৮

নতুন বলেছেন: এই বি-২ বিমানের আক্রমন পারমানবিক বোমার মতন। এই আক্রমন থেকে বাচার কোন অস্র ইরানের নাই।

ইরান আমেরিকার কোন ঘাটিতে আক্রমন করলে বড় ভুল করবে। তখন আমেরিকা আরো আক্রমন করবে। এমনকি খামেনিকেও তারা হত্যা করতে পারে।

ইরানে এই সরকারের পতন হবে, নতুন রেজা শাহ কে ক্ষমতায় বসাবে আমেরিকা।

তবে ট্রাম্প ইসরাইলের সাথে যুদ্ধে যোগ দিলো কেন বুঝলাম না। লেজ শেষপযন্ত কুকুরকে নাড়িয়ে দিলো। আমেরিকার মাঝে ইসরাইলীদের কতটা ক্ষমতা সেটার প্রমান এটা। অবশ্য ইসরাই্ল হেরে গেলে আমেরিকারও বিরাট ক্ষতি হয়ে যাবে।

ফরিদভাই। কোন দোয়া নাই যেটা পড়ে মিসাইল মারলে আইরোন ডোম ঐটাকে ডিটেক্ট করতে পারবেনা?

২৩ শে জুন, ২০২৫ রাত ৮:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: নেতা মেরে মৌলবাদী দলকে দমানো যায় না। বাংলাদেশে জামায়াতকে নেতা মেরে দমানো যায়নি। আফগানে নেতা মেরে তালেবানকে দমানো যা্য়নি। হামাস এখনো নতি স্বীকার করেনি। আমেরিকা ভিয়েতনামে পরাজিত হয়েছে। তারা আফগান ছেড়ে যেতে বাধ্য হয়েছে। গাজার যুদ্ধই তিন বছরে শেষ হয়নি। আমেরিকার হেরে যাওয়া তাদের সাবজেক্ট। বড় মিয়ারা যুদ্ধে লিপ্ত থাকলে ছোট মিয়াদের জন্য ভালো। যুদ্ধবাজরা জয়ী হলেই সমস্যা। এরা এক স্থানে জয়ী হলে অন্য স্থানে যুদ্ধে জড়ায়। আমাদের প্রতিবেশী নিয়ে আমাদেরও ভয় আছে।

২২| ২৩ শে জুন, ২০২৫ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী মানুষ যখন গুহায় থাকতো, তখন ত্যারা যুদ্ধ করতো না।
মানুষ সভ্য হওয়ার পর থেকেই যুদ্ধ লেগে আছে।

২৩ শে জুন, ২০২৫ রাত ৮:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: সভ্যতার চোঁয়ায় মানুষ খুববেশী অসভ্য হয়ে পড়ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.