![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প বাঙ্গালীর জীবন যাপনের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। ছোট বেলায় মা খালাদের কাছ থেকে শোনা রূপকথার গল্প দিয়ে যার শুরু। পারিবারিক আড্ডায়, কাজের অবসরে, বন্ধুদের আড্ডায় সবখানেই আছে গল্প। বাংলা সাহিত্যেও বিশাল জায়গা দখল করে আছে ছোট গল্প। তথ্য প্রযুক্তির উন্নতি এবং সহজলভ্যতার কল্যাণে মুদ্রিত সাহিত্যকর্মের পাশাপাশি অন্তর্জালে সাহিত্যচর্চা ইদানিং বেশ জনপ্রিয়তা পেয়েছে। সামহোয়্যার ইন ব্লগে প্রতি মাসে প্রায় কয়েকশ ছোট গল্প প্রকাশিত হয়। যার অধিকাংশ গল্পই উঁচু মানের। ব্যস্ততার কারণে অনেকগুলো ভালো লেখা পড়া হয়ে উঠেনি। যে কয়েকটা গল্প পড়েছি তার মধ্য থেকে আমার ভালো লাগা ছয়টি গল্প সম্পর্কে লেখার চেষ্টা করছি এই পোস্টে।
এ মাসে প্রকাশিত গল্পগুলোর মধ্যে সবচেয়ে ভালো লাগা গল্পের কথা বলতে গেলে প্রথমেই আসবে, হাসান মাহবুব ভাইয়ের "পেপার কাপ" । এটাকে শুধু গল্প বলাটা মনে হয় অন্যায় হবে। একজন দক্ষ শব্দ কারিগরের হাতে নিখুঁত ভাবে বোনা শব্দের নকশী কাঁথা। যার প্রতিটি ফোঁড়নে শৃঙ্খলিত হয়েছে ঘোরলাগা কিছু শব্দমালা। শুধু শব্দকেই নয় গল্পে শৃঙ্খলিত করেছেন পাঠককেও শব্দের শৈল্পিক কারুকার্যে। গল্পে উঠে এসেছে একজন শব্দ শিকারির শব্দ শিকারের আত্মকথন। মহাবিশ্বের চারিপাশে ঘুরতে থাকা শব্দগুলোকে শৃঙ্খলে বেঁধে কখনো তুলেছেন নূপুরের রিনিঝিনি ছন্দ আবার কখনো বিচ্ছেদের করুণ সুর। কাগজের পেয়ালায় ধারণ করেছেন ঐশ্বরিক আলোর দ্যুতি ছড়ানো মাতাল শব্দমালা। কিন্তু জাগতিক চাহিদার কাছে আত্মসমর্পণ করে অপার্থিব শব্দমালার স্বপ্নিল জগত ছেড়ে একসময় লেখককে ছুটতে হয় কঠিন বাস্তবতার পিছে। একসময় মায়াময় শব্দগুলোর জায়গায় স্থান করে নেয় পারিপার্শ্বিক বাস্তবতার কর্কশ শব্দের দল। যে চোখ মুগ্ধ হয়ে দেখেছে ঝরনার নির্মল বারিধারা , সে চোখ কি বদ্ধ ডোবার নোংরা পানি দেখে সন্তুষ্ট হতে পারে। তাই লেখককে আবার ফিরে যেতে হয় স্বপ্নিল শব্দের জগতে। জাগতিক জগতকে পেছনে ফেলে স্বপ্নময় জগতের হাতছানিতে লিখে ফেলেন রাতের সেরা কাব্য - "আমি আর চাকুরী করবো না। আমি শব্দ পরিভ্রমনে বের হবো পৃথিবীর চারিপাশে। আমি শব্দের শৃঙ্খলে নিজেকে আবদ্ধ করে পান করবো চিরমুক্তির অমীয় পানীয়। তারপর আমি হারিয়ে যাবো। হারিয়ে যাওয়াটাই আমার নিয়তি"। লেখাগুলো কখনো পৌছায় নির্দিষ্ট লক্ষ্যে আবার কখনো হারিয়ে যায় শত সহস্র শব্দের ভিড়ে।
এই মাসের ছোট গল্পগুলোর মধ্যে আমার পড়া সেরা গল্পগুলোর মধ্যে অন্যতম ব্লগার মামুন রশিদ ভাইয়ের লেখা গল্পঃ জীবনের সপ্তসুর। মামুন ভাইয়ের চমৎকার লেখনীতে গল্পটিতে জীবনের সপ্তসুর বেজেছে সুললিত সুরে। গল্পটি মূলত বাবা এবং মেয়ের ভালোবাসার বন্ধনের। যে ভালোবাসায় প্রয়োজন নেই রক্তের বন্ধন। যে ভালোবাসায় বাঁধা হয়ে দাঁড়ায় নি কোন জাত কিংবা ধর্মের বেড়াজাল। গল্পের প্রধান দুটি চরিত্র আলোই এবং তার বাবা জইল্যা। এই দুটি চরিত্রের পাশে আবর্তিত অন্যান্য চরিত্রগুলোও উজ্জ্বল ছিল লেখকের বর্ণনায়। গল্পটি লেখা হয়েছে গল্প বলার ঢঙে। লেখক এখানে গল্প বলার ভূমিকায় অবতীর্ণ। গল্পের প্রথমেই উঠে এসেছে দুরন্ত কৈশোর জীবনের প্রতিচ্ছবি। প্রথমেই গ্রামের চিত্র, মূল চরিত্র আলোই, আলোই আর মন্নার দস্যিপনার বর্ণনা এতটাই ডিটেইল ছিল যে গল্পটি পড়ার সময় সেই চিত্রগুলো যেন চোখের সামনেই ভেসে উঠেছে। গল্পটা যতই এগিয়েছে ভালো লাগার রঙ ছড়িয়েছে চক্রবৃদ্ধি হারে। গল্পের ষষ্ঠ প্যারাতে আসে গল্পের দ্বিতীয় প্রধান চরিত্র জইল্যা। জইল্যা ডাকাত যিনি হাওড় পাড়ের মানুষগুলোর কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম। জইল্যা ডাকাতের আগমনের পর থেকেই গল্পটি মোড় নেয় অন্য দিকে। এই অধ্যায়ে উঠে আসে মুক্তিযুদ্ধে হাওড় পাড়ের মানুষগুলোর জীবনের করুণ চিত্র। হানাদার বাহিনী কর্তৃক নৃশংস গনহত্যা, রাজাকার বাহিনীর লুটতরাজ। জইল্যা ডাকাতের রাজাকার বাহিনীতে যোগদানের হাতছানিকে উপেক্ষা। লুটের উদ্দেশ্য নিয়ে মাকালকান্দি গ্রামে পৌছলেও , হানাদার বাহিনীর নৃশংসতা দেখে বদলে যায় জইল্যা ডাকাত। মৃত মায়ের লাশের পাশে কান্নারত আলোই কে নিয়ে আসেন নিজের সঙ্গে করে। জইল্যা ডাকাত থেকে হয়ে উঠেন একজন পিতা। এমনি করে সময় চলতে থাকে, আলোই বড় হয়। একসময় বিয়ে হয়। বিয়ের পর আলোই ফিরে আসে আলো রানী দাশ হয়ে। কিন্তু পিতা আর কন্যার ভালবাসা থাকে অটুট। গল্পের শেষে আলোই তার বাবার কাছ থেকে তার মায়ের শেষ স্মৃতি হারমোনিয়ামটা চায় আলোই। উত্তরে জইল্যা ডাকাত বলেন, "এইটা খালি তোর মায়ের স্মৃতি না, এইটা আমার মায়েরও একমাত্র স্মৃতি" । এই একটি লাইনই যেন গল্পের প্রাণ। এই একটি লাইনই যথেষ্ট পুরো গল্পটাকে ফুটিয়ে তুলতে।
জুন মাসের প্রকাশিত ভালো লাগা গল্পের অন্যতম ব্লগার বৃতির ।। তুমি কি কেবলই ছবি?। মহান চিত্রশিল্পীর রং তুলির আঁচরে রাঙ্গানো চিত্রকর্ম কখনো কখনো কথা বলে। কিন্তু শব্দ কারিগরের বোনা শব্দেও যে চিত্রকর্ম কথা বলে এ কথা জানতে অবশ্যই ব্লগার বৃতির গল্পটা পড়ে দেখতে হবে আপনাকে। অনন্য শব্দচয়ন আর তার উপযুক্ত প্রয়োগে তিনি তার গল্পের বাক্যগুলোকে করে তুলেছেন একেবারে জীবন্ত। যেমন ---- তোমার মুগ্ধচোখ দেখলাম তখন- জানালা বেয়ে পিছলে আসা সোডিয়াম লাইটের আলো জোৎস্না বলে ভ্রম হয়, নিমগ্ন চন্দ্রমায় গালে আঙুল ছুঁয়ে বললে, "তুমি সুন্দর।" কোন চিন্তাভাবনা ছাড়াই, হঠাৎ করেই সেমুহুর্তে, তোমাকে অনুমতি দিয়ে দিলাম আমার মনের উপর দখলদারিত্বের।
আতঙ্কিত আমি তখুনি, হৃদয়ের সবক'টি দুয়ার বন্ধ করে দেই- চারপাশে সূক্ষ্মভাবে সেলাই করি, রেশমি পোকার কাজের মত। আমার শরীর নিখুঁত ছিল! আমার অনুভূতিগুলোর মত- কোমল, স্পর্শকাতর!
একজন শিল্পীর সৃষ্টি একটি ছবি - ছবিটির জীবন্ত হয়ে ওঠা - তারপর নিজের স্রষ্টার প্রেমে পড়ে যাওয়া - একসময় আবিষ্কার করা যে শিল্পী যে মেয়েকে ভালোবাসতো তার আদলে তাকে তৈরি করেছে - তখন নিজের অস্তিত্ব নিয়ে হতাশা। শিল্পী ভাস্কর্যটিকে তৈরি করেছেন তার হৃদয়ে অংকিত অন্য এক নারীর কথা মনে করে। এবং সেটা যখন ভাস্কর্য/ছবিটি জেনে ফেললো; সে এক গভীর মর্মবেদনায় আক্রান্ত হলো। গল্পকার যেমন বলছেন তার গল্পে, ভাষাহীন আমি ব্যাস্ট শুধু পাথরমানবী হয়ে থাকি। তোমার ছায়া হয়ে তোমাকেই ছায়া দিয়ে রাখি। এলোমেলো রাত। কিছু রঙ। অনন্ত প্রতীক্ষা এক। সবশেষে বলতে হয় নিশ্চিতভাবে গল্পটি আপনাকে মুগ্ধতার আবেশে আটকে রাখবে।
জুন মাসে প্রকাশিত গল্পের মধ্যে অন্যতম ব্লগার শুঁটকি মাছ এর গল্পঃ উৎসবের শহরে দুমড়ানো নারীদেহ । লেখক গল্পের ভিতর তুলে এনেছেন আলোক উজ্জ্বল ঝলমলে আলোর ভিতর লুকিয়ে থাকা অন্ধকারের করুণ দিককে। বিশ্বকাপ ফুটবলের প্রেক্ষাপটে ব্রাজিলের এক কিশোরীর জীবনের করুণ চিত্র ফুটিয়ে তুলেছেন অসাধারণ লেখনীতে। গল্পটি মূলত তের বছরের এক কিশোরী পতিতার জীবনের গল্প। তের বছরের কিশোরী আমান্ডা যাকে বিশ্বকাপের বিলিয়ন ডলারের বানিজ্য কিংবা ফুটবল উন্মাদনা কোন কিছুই স্পর্শ করে না। যার কাছে বিশ্বকাপ মানে আলোক উজ্জ্বল শহরে শত সহস্র পর্যটকদের ভিড়ে গ্রাহক খুঁজে ফেরা। পুরো গল্পটাই হৃদয় স্পর্শ করার মত। আমান্ডার প্রথমবার পতিতা হবার কাহিনী, গর্ভপাত, ফুটবল নিয়ে আমান্ডার ভাবনার চমৎকার বর্ণনায় প্রাণবন্ত হয়েছে গল্পটা। উৎসব আসে উৎসব যায়, আলোক ঝলমল সময়গুলোকে সবাই মনে রাখে কিন্তু কালের অতল বিস্তৃতিতে হারিয়ে যায় আমান্ডারা। তাদের কথা কোথাও লেখা থাকে না। গল্পটিকে কমপ্লিমেন্ট দিতে হলে বলতে হয় - , ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়: পূর্ণিমা-চাঁদ যেন ঝল্সানো রুটি॥
জুন মাসে প্রকাশিত গল্পের মধ্যে ভালো লাগা আর একটি গল্প ব্লগার ডি মুন এর আত্মহননের আগে। গল্পটি মূলত জীবনের দৌড় প্রতিযোগিতায় পিছিয়ে পড়া এক যুবকের আত্মকথা। লেখক এখানে সমাজের সাফল্যের মানদণ্ডে পরাজিত যুবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে শুনিয়েছেন তার জীবনের উত্থান পতনের করুণ কাহিনী। যার কাছ থেকে এক এক করে দূরে চলে যেতে থাকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। প্রিয়জনেরা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিতে চেষ্টা করে , তুমি একজন অসফল। প্রতিযোগিতার এই সমাজে তুমি মূল্যহীন। সমাজ থেকে প্রত্যাক্ষিত হয়ে এক সময় হতাশায় ডুবে আত্মহননের চিন্তা করতে থাকে সে। আত্মহত্যার পথে পা বাড়ানোর পর থেকেই গল্পটি মোড় নেয় অন্যদিকে। সমাজের মানদণ্ডে অসফল যুবকটি এবারো অসফল হয়। তবে এবার সে অসফল হয় ভালবাসার জন্য, দায়িত্বের জন্য। যদিও এ সমাজে ভালবাসা , দায়িত্বের গুরুত্ব মূল্যহীন। গল্পে লেখকের শব্দ ব্যবহারের মুন্সিয়ানায় ঘোর লাগা সৌন্দর্য ফুটে উঠেছে। গল্পের শেষটা আশা জাগানিয়া।
এ মাসের আমার ভালো লাগা আর একটি গল্প ব্লগার নক্ষত্রচারীর স্বপ্নতত্ত্ব । টুইস্ট এ ভরপুর এই গল্পটিতে শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে টান টান উত্তেজনা। গল্পের শুরুতেই গল্পের প্রধান চরিত্রকে দেখা যায় দুঃস্বপ্ন থেকে রক্ষা পেতে সাইকিয়াট্রিস্ট এর শরণাপন্ন হতে। সাইকিয়াট্রিস্ট এর পরামর্শমত ওষুধ সেবনেও দুঃস্বপ্ন পিছু ছাড়ে না তার। দীর্ঘ দিনের ঘনিষ্ঠ বন্ধু ইফতেখারকে নিয়ে দুঃস্বপ্ন দেখা চলতেই থাকে। অবশেষে স্বপ্নকে শুধুমাত্র স্বপ্ন না ভেবে ভবিতব্য কোন বিপদের আশংকায় বন্ধুকে সাবধান করার প্রয়াসে ছুটে যায় বন্ধুর কাছে। বন্ধুকে না পেয়ে বন্ধু পত্নীকে জানায় স্বপ্ন এবং আশংকার কথা। গল্প এগিয়ে চলে উত্তেজনা নিয়ে। গল্পে প্রথম টুইস্ট আসে আবার সাইকিয়াট্রিস্ট এর কাছে আসার পরে। ডাক্তারের ঠিকানায় এসে জানতে পারে এখানে এই নামের কোন সাইকিয়াট্রিস্ট নেই। স্বপ্ন আর বাস্তবিকতার মাঝে বিভ্রম সৃষ্টি হয় সেখান থেকেই। স্বপ্নটাই শেষে এসে বাস্তব রুপ নেয়, বন্ধু ইফতেখার এর গলা কাঁটা লাশ পাওয়া যায় শীতলক্ষ্যায়। বন্ধু হত্যার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করে। গল্প শেষ হয় আর একটা টুইস্ট দিয়ে------- এই টুইস্টটা না হয় নাই বলা হোক। গল্পটি পড়ে দেখুন আশাহত হবেন না এইটুকু বলতে পারি।
সামহোয়্যার ইন ব্লগে প্রতিদিন এত ভালো ভালো লেখা প্রকাশিত হয় , একজন পাঠকের পক্ষে সবগুলো লেখা পড়ে তার সম্পর্কে মতামত তুলে ধরা সম্ভবপর নয়। আমার পড়া গল্পগুলো থেকে ভালো লাগা ছয়টি গল্প সম্পর্কে এখানে লেখার চেষ্টা করেছি। আশাকরি আপনারা আপনাদের ভালো লাগা গল্প নিয়ে মন্তব্য করে পোস্টটিকে সমৃদ্ধ করবেন।
উৎসর্গঃ মামুন রশিদ ভাই এবং মাহমুদ ভাই। যাদের প্রেরণা এবং উৎসাহে মূলত এই পোস্টটির জন্ম।
কৃতজ্ঞতাঃ কাল্পনিক_ভালোবাসা , ডি মুন , মাহমুদ০০৭ যাদের পরামর্শ, উপদেশ এবং সহযোগিতা পোস্টটিকে সম্পূর্ণ করেছে।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:৩৫
প্রবাসী পাঠক বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন আরজু মুন জারিন।
আশাকরি আপনার ভালো লাগা গল্পগুলো মন্তব্যের মাধ্যমে জানিয়ে পোস্টটিকে আরো সমৃদ্ধ করবেন।
২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ২:৫১
ডি মুন বলেছেন: আমি আবারো লাড্ডু হইলাম। প্রথমে কমেন্ট করতে পারলাম না
প্রবাসী পাঠক ভাই। আপনার ভালো লাগা তালিকায় স্থান পেয়ে আনন্দ লাগছে।
আর ইদানিং যারা ভালো গল্প লিখছেন তাদের সবার প্রতি রইলো আমার
অকুণ্ঠ অভিবাদন।
পোস্ট প্রিয়তে ++++++
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:৫২
প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা । প্রথম না হোক দ্বিতীয়তে আছেন, আমি কিন্তু আপনার পোস্টে তৃতীয় অবস্থানে আছি। মন্তব্য, প্লাস এবং প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ডি মুন ভাই।
আপনার গল্পটায় চমৎকার একটা মেসেজ আছে। আমাদের সমাজের বেঁধে দেয়া অসুস্থ প্রতিযোগিতায় পিছিয়ে পরা মানুষগুলো নতুনভাবে বেঁচে থাকার সাহস পাবে এই গল্পটা থেকে।
৩| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:০৯
মামুন রশিদ বলেছেন: অসাধারণ! আপনাদের এই উদ্দীপনা, এই উদ্ভাবনী বিস্ময় জাগানিয়া ।
আলোচনায় কাল রাতে ফিরব ।
০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০৫
প্রবাসী পাঠক বলেছেন: মূলত আপনার এবং মাহমুদ ভাইয়ার অনুরোধ এবং প্রেরণায় আমি এই পোস্টটি লিখতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার এবং মাহমুদ ভাইয়ার প্রতি এভাবে উৎসাহিত করার জন্য। আগামি কাল আপনার উপস্থিতি এবং আলোচনার অপেক্ষায় রইলাম মামুন ভাই।
বিঃদ্রঃ আপনার কাছে একটা অনুরোধ আছে, যা আগামি কালের জন্য তোলা থাকল।
৪| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:৪২
প্রবাসী পাঠক বলেছেন: জুন মাসে প্রকাশিত গল্পগুলোর মধ্যে ব্লগার ডি মুন এর ভালো লাগা ছয়টি গল্প নিয়ে চমৎকার একটি পোস্ট।
জুন মাসের ৬ টি মনোমুগ্ধকর গল্প
৫| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি ভীষন আনন্দিত এবং গর্বিত যে, আমাদের ব্লগাররা তাদের প্লাটফর্মের সহব্লগারদের কিভাবে অনুপ্রানিত করার ক্ষেত্রে উদ্ভাবনী শক্তির প্রয়োগ ঘটাচ্ছেন। এতে লাভ ক্ষতি কি হবে, সাহিত্যের গুনগত মান বৃদ্ধি পাবে কি পাবে না ইত্যাদি আঁতেলীয় ব্যাপারে যেতে চাই না, আমি মনে করি সহ ব্লগার তথা লেখকদের প্রতি এই মূল্যায়ন আরো নতুন লেখক সৃষ্টিতে সহায়তা করবে।
গল্পগুলো পড়েছি, আপনার রিভিউ পড়ে আমার আবারও পড়তে ইচ্ছে করছে। আর আমি অনুরোধ জানাব পছন্দের সেরা ছয়/দশ গল্প নির্বাচন বা বিশ্লেষনের এই ব্যাপারটি আপনি এবং ডি মুন ভাই যেন নিয়মিত চালিয়ে যান।
অনেক শুভেচ্ছা রইল প্রবাসী ভাই। শুভ সকাল।
৬| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি ভীষন আনন্দিত এবং গর্বিত যে, আমাদের ব্লগাররা তাদের প্লাটফর্মের সহব্লগারদের কিভাবে অনুপ্রানিত করার ক্ষেত্রে উদ্ভাবনী শক্তির প্রয়োগ ঘটাচ্ছেন। এতে লাভ ক্ষতি কি হবে, সাহিত্যের গুনগত মান বৃদ্ধি পাবে কি পাবে না ইত্যাদি আঁতেলীয় ব্যাপারে যেতে চাই না, আমি মনে করি সহ ব্লগার তথা লেখকদের প্রতি এই মূল্যায়ন আরো নতুন লেখক সৃষ্টিতে সহায়তা করবে।
গল্পগুলো পড়েছি, আপনার রিভিউ পড়ে আমার আবারও পড়তে ইচ্ছে করছে। আর আমি অনুরোধ জানাব পছন্দের সেরা ছয়/দশ গল্প নির্বাচন বা বিশ্লেষনের এই ব্যাপারটি আপনি এবং ডি মুন ভাই যেন নিয়মিত চালিয়ে যান।
অনেক শুভেচ্ছা রইল প্রবাসী ভাই। শুভ সকাল।
০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৩৪
প্রবাসী পাঠক বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত কা_ভা ভাই। আমার এই পোস্টের মাধ্যমে লাভ ক্ষতি কিংবা সাহিত্যের গুণগত মান কতটা বৃদ্ধি পাবে তা নিয়ে চিন্তা করি নি। আমার ভালোলাগা প্রকাশ করে সহ ব্লগারদের মূল্যায়ন করার চেষ্টা করেছি মাত্র।
আশা রাখি প্রতি মাসেই পছন্দের গল্পগুলো নিয়ে নিয়মিত লিখে যাব। এবং প্রত্যাশা করি ব্লগার ডি মুন ভাইও নিয়মিত চালিয়ে যাবেন।
তবে আমি ব্যক্তিগতভাবে চাচ্ছিলাম কোন একজন সিনিয়র ব্লগার এই কাজের দায়িত্বে এগিয়ে আসুক। কারণ আলাদা আলাদা এরকম কয়েকটা পোস্ট আসলে আলোচনার জায়গাটা ভাগ হয়ে যাবে। একটা পোস্ট থেকে যদি কয়েকজন ব্লগার এর রিভিউ আসে সেক্ষেত্রে এই কাজটা আরও চমৎকার হয়।
৭| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমার মত আলস কে গল্প পড়তে আপ্নারা বাধ্য করবেন দেখছি।
পোষ্টে +++
০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৩৮
প্রবাসী পাঠক বলেছেন: শুধুমাত্র গল্পগুলো পড়িয়েই ক্ষান্ত দেব না, ভালো লাগা গল্পগুলো নিয়ে রিভিউ লিখতেও হয়ত বাধ্য করব শোভন ভাই।
মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা শোভন ভাই।
৮| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৫:০২
ডি মুন বলেছেন: প্রবাসী পাঠক ভাই, আপনার উৎসাহেই আমি পোস্ট দিয়েছি।
সে জন্য আপনারে অনেক অনেক ধইন্যাবাদ দিলাম। সাথে এক গামলা কৃতজ্ঞতাও জানাচ্ছি।
আমার বাসায় আপনার সেহরী আর ইফতারের দাওয়াত রইলো। (জানি আসতে পারবেন না
তাই নির্ভয়ে দাওয়াত দিলাম )
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৭:২৬
প্রবাসী পাঠক বলেছেন: মূলত এই পোস্টটির আইডিয়া ছিল মামুন ভাইয়ের। মামুন ভাই প্রথম এরকম একটি পোস্ট লেখার জন্য অনুরোধ করেন। এবং মাহমুদ ভাই পোস্টটি লেখার জন্য উৎসাহিত করেন। আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় এই দুজন ব্লগারের আইডিয়াটাই আপনার সাথে শেয়ার করেছিলাম। আসলে ধন্যবাদ ও কৃতজ্ঞতার মূল দাবীদার মামুন ভাই এবং মাহমুদ ভাই। আপনার এবং আমার দুজনের পক্ষ থেকেই অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মামুন ভাই এবং মাহমুদ ভাইকে।
দাওয়াত সানন্দে গ্রহণ করলাম ভাই। এই বছর হয়ত আপনার বাসায় নাই খেতে পারলাম কিন্তু দেশে আসলে অবশ্যই খাওয়ার জন্য চলে আসব আপনার বাসায়। তাই দাওয়াতটা তুলে রাখালাম পরের বছরের জন্য।
৯| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৪৬
মাহমুদ০০৭ বলেছেন: হাসান ভাই সম্পর্কে নতুন করে বলার কিছু নেই ।
সবার চেয়েই তিনি এক ধাপ এগিয়ে ।
বারবার তিনি নিজেকে ভাঙ্গেন। গড়েন ।
উনার গল্প বলার ওস্তাদিটা আমার সবসময়েই নজর কাড়ে । আর হ্যা ,
শব্দকে তিনি তার মত করে মুঠোর ভেতর নাচাতে পারেন । এর প্রমাণ আমরা বার বার দেখেছি।
পেপার কাপ গল্পে তিনি আরেকবার তার মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন ।
এই গল্পে খেয়াল করার মত বিষয় হল - ''শব্দ'' শব্দটা নিয়ে তার শব্দপ্রকৌশল ।
গল্পে ''শব্দটা '' এভাবে এসেছে -
শব্দ শব্দেরা শব্দ শব্দে নৈঃশব্দ্যের শব্দদল।শব্দের শব্দের শব্দ শব্দ শব্দনৃত্য শব্দতরঙ্গ শব্দ শব্দের শব্দরূপ শব্দশকটে শব্দরথে শব্দশিকার শব্দধনু,শব্দে শব্দাকাশে শব্দাবলী শব্দের
শব্দসম্ভারও শব্দগুলোকে শব্দকে শব্দ শব্দ শব্দসাম্রাজ্য শব্দের শব্দের শব্দ শব্দ শব্দটা শব্দসাম্রাজ্যের নৈঃশব্দ্যকে শব্দেরা শব্দ শব্দেরা শব্দের শব্দরা শব্দের শব্দঘরের শব্দ শব্দ শব্দ শব্দের
শব্দশকটে
গল্পের বিভিন্ন জায়গায় শব্দ শব্দের অতিরেক ব্যবহার
মোটেও আরোপিত মনে হয়নি ,প্রতিবারই এই শব্দের ব্যবহার
বাক্য অ অর্থের সৌন্দর্য ও ব্যঞ্জনা বৃদ্ধি করেছে ।পেপার কাপ গল্পটার এই সৌন্দর্য খুবই নজর কেড়েছে ।
মামুন ভাইয়ের একটা নিজস্ব বলার ভঙ্গি আছে ।
উনার এই গল্পের সুরটা খেয়াল করার মত । অলস , আপন , স্নিগ্ধ
শান্ত সমাহিত সুর । উনার গল্প পড়ে যেটা মনে হয় উনি উনার শৈশবকে দারূণ ব্যবহার করতে জানেন।গল্পে সপ্তসুর থাক্লেও
মুল সুর এইটা খালি তোর মায়ের স্মৃতি না, এইটা আমার মায়েরও একমাত্র স্মৃতি" ।
- এই লাইনটাই এই গল্পের সবকিছু । সপ্তসুরের খনি । একে
ফোটানোর জন্যই বাকি সবকিছুর আয়োজন ।
বৃতি আপু সম্পর্কে নতুন করে বলার কিছু নেই । আম্রা যারা
উনার গল্প নিয়মিত পড়ি তারা জানি উনি শব্দ দিয়ে নকশি কাথা বুনেন । এই গল্পে অ তার ব্যতিক্রম হয়নি । শব্দের কারুকার্যে
উনি আমার মনে মুগ্ধ - বেদনা অনুভূতির সঞ্চার করেছেন ।
শুটকি মাছের গল্প যে কাউকেই ভাবাবে । বিস্তারিত উনার
ব্লগে লিখব আশা করছি । এক্তা বড় মন্তব্য করার ইচ্ছে আছে এই গল্পে ।
আমি মরবো না। কিন্তু তাই বলে বাড়িতেও ফিরে যাবো না। আমি আমার এ অসফল জীবন নিয়ে অন্য কোথাও যাবো। যেখানে কেউ আমাকে চিনবে না সেখানেই আমি রচনা করবো একটি নতুন জীবন। হয়তো অসফল হবো। কিন্তু তবুও আমি আত্মহত্যা করবো না। কারণ আমার চেয়ে অসফল মানুষ পৃথিবীতে আছে। আমার চেয়ে দুঃখী আর অবহেলিত মানুষে পৃথিবী পরিপূর্ণ। আমি তাদেরকে ভালবাসবো। গল্পের নায়কের উপলব্ধি আমাদের অ আশান্বিত
করে । আশাই যে মানুষের শেষ রসদ । শব্দ চয়নে উনি সবসময়েই
যথাযথ এবং চমৎকার । একটা সৌন্দর্যের দীপ্তি সবসময়েই
চোখে পড়ে । উনি আরো পাঠকের নজরে আসুক এটাই চাই ।
স্বপ্নতত্ত্বের স্বাদ সরাসরি চেখে দেখার অনুরোধ রইল । পাঠক হতাশ হবেন না এটুকুই বলতে পারি ।
দারূণ একটা রিভিউ দিয়েছেন প্রবাসী ভাই। ছবি গু্লা খুব ভাললাগছে ।
আপনার এই চর্চা
অব্যাহত থাকুক এইকামনাই করছি ।
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ।
ভাল থাকবেন ।
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৮:১৬
প্রবাসী পাঠক বলেছেন: হাসান ভাই সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। হাসান ভাই উনার লেখনী দিয়ে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যে তাঁকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। শুধুমাত্র হাসান মাহবুব নামটাই যথেষ্ট। উনার লেখাগুলোকে নিয়ে এখন আর ঈর্ষা হয় না, ঈর্ষা করার মত অবস্থানকে ছাড়িয়ে গেছেন অনেক আগেই। হাসান মাহবুব মানেই একজন শব্দের যাদুকর। একটা অনেস্ট কনফেশন, হাসান ভাই এর লেখাগুলো পড়তে প্রায়ই উনার ব্লগে যাই। কিন্তু সঠিক কমেন্ট করার মত ভাষা খুঁজে পাই না বলে কখনো কমেন্ট করা হয় না। তবে আশা করি একদিন হয়ত শব্দগুলোকে মুঠো বন্দী করে কমেন্ট এর ঘরে ছড়িয়ে দিতে পারব।
মামুন ভাইয়ের গল্পগুলো পড়ার সময় যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে তা হল, গল্পের চরিত্র এবং গল্পের কাহিনী চোখের সামনে ভাসতে থাকে। আলাদা করে গল্পের ভিজুয়াল নিয়ে ভাবতে হয় না।
বৃতি আপুর লেখার সঙ্গে খুব একটা পরিচয় ছিল না। বৃতি আপুর লেখা পড়ে মুগ্ধ। উনার লেখার স্টাইল, শব্দ নির্বাচন আর বাক্য গঠন অসাধারণ।
শুঁটকি মাছ এর গল্পগুলো এক কথায় অসাধারণ। উনার লেখাগুলো ভাবনার জগতকে নাড়া দিয়ে যায়। নতুন করে ভাবতে শেখায়।
ব্লগার ডি মুন এর লেখার চমৎকার একটা দিক উনার বাক্য গঠন। শব্দ নিয়ে খেলতে ভালোবাসেন। চমৎকার সব শব্দের উপযুক্ত ব্যবহারে বাক্যকে করে তুলেন প্রাণবন্ত। উনার লেখাগুলোতে পাঠক সল্পতা রয়েছে। তবে আশাকরি খুব দ্রুতই উনার লেখাগুলো পাঠককে আকৃষ্ট করবে।
ব্লগার নক্ষত্রচারীর সম্ভবত এই প্রথম কোন লেখা পড়লাম। উনার লেখার স্টাইলটা খুব ভালো লেগেছে। গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা টান টান উত্তেজনা ছিল। তবে গল্পের শেষটা কিছুটা সাধারণ মনে হয়েছে।
বিস্তৃত মন্তব্যের জন্য কৃতজ্ঞতা মাহমুদ ভাই।
১০| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৫০
হরিণা-১৯৭১ বলেছেন: গল্পগুলো পড়ার পর বুঝার চেস্টা করবো আপনি কিভাবে বুঝেছেন।
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৮:২৪
প্রবাসী পাঠক বলেছেন: প্রতিটি মানুষ যেমন আলাদা ঠিক তেমনি তাদের দৃষ্টিভঙ্গিও আলাদা। কারো চোখে কাঁদা, ধূলা-মাটি ভরপুর অজ পাড়াগাঁ। আবার কারো চোখে স্নিগ্ধ-শ্যামল, মায়াবী-রূপবতী গ্রাম। গ্রাম কিন্তু একটাই দৃষ্টিভঙ্গির কারণে প্রকাশটা আলাদা। গল্পগুলো পড়ার পর লেখাগুলো সম্পর্কে আপনার মতামত আশা করছি।
১১| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রতি মাসে একটা করে এমন পোস্ট দিন। তাতে করে যারা গল্প লেখেন উৎসাহিত হবেন। নতুনরা আগ্রহ পাবেন। সর্বোপরি ভাল লেখক বেরিয়ে আসবে আপনার এই প্রচেষ্টার মাধ্যমে। গুড জব +++
০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৮
প্রবাসী পাঠক বলেছেন: প্রতি মাসেই এমন একটা পোস্ট দেয়ার চেষ্টা করব কাণ্ডারি ভাই। কৃতজ্ঞতা জানবেন কাণ্ডারি ভাই সব সময় পাশে থেকে উৎসাহিত করার জন্য।
১২| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গল্পকারদের প্রতি অভিনন্দন।
ধন্যবাদ, প্রবাসী পাঠক।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৫
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আবুহেনা ভাই মন্তব্যের জন্য। আশাকরি আপনার ভালোলাগা গল্পগুলো মন্তব্যে জানিয়ে যাবেন প্রিয় গল্পকার আবুহেনা ভাই।
১৩| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫১
শুঁটকি মাছ বলেছেন: ব্লগের এত এত গুণী মানুষদের ভীড়ে মাত্র ছয়জনের গল্পের ভেতরে আমার গল্পেরও ঠাই হয় এবং সেটা হয় মামুন রশিদ ভাই, বৃতি আপু, হা_মা ভাই, ডি মুন, নক্ষত্রচারীদের সাথে , তখন সত্যিই আমার খুব বেশী উৎসাহ লাগে!
আমার লেখায় এখনও যথেষ্ট আপরিপক্কতা আছে। এই উদ্দিপনাগুলো সেই ত্রুটিগুলো কাটিয়ে উঠতে সাহায্য করে।
প্রবাসী পাঠক আপনাকে অসংখ্য ধন্যবাদ এই দারুন পোস্টের জন্য।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩১
প্রবাসী পাঠক বলেছেন: আপনার লেখাগুলো সবসময়ই খুব ভালো লাগে। চমৎকারভাবে জীবনবোধ এবং মানবতার কথা ফুটে উঠে আপনার লেখায়। আমার মনে হয় দশ জন ব্লগার যদি গত মাসের লেখা গল্পগুলো থেকে তাদের পছন্দের গল্পের তালিকা তৈরি করেন অবশ্যই আট জন আপনার লেখা গল্পটার কথা বলবেন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার একটা গল্প আমাদের উপহার দেয়ার জন্য।
আপনার কাছে ভালোলাগা গল্পগুলো সম্পর্কে জানার অপেক্ষায় রইলাম। আশাকরি আপনার ভালোলাগা গল্পগুলো সম্পর্কে জানাবেন মন্তব্যের মাধ্যমে।
১৪| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৪
জাহাঙ্গীর.আলম বলেছেন:
চমৎকার উদ্যোগ ৷ সাধুবাদ জানাই ৷
বলার বিশেষ কিছু নেই শুধু ধারাবাহিকতার অপেক্ষা থাকল ৷ সবাই উৎসাহী হবেন সাথে নান্দনিক প্রচেষ্টা ৷ কেউ কিন্তু করছেন তবে নিভৃতে যেমন গুণী ব্লগার আকাশ অম্বর এর একটি পোস্ট বাংলার ভাব, এবং, ইমন জুবায়ের। দেখতে পারেন ৷
মঙ্গল হোক ৷
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৫
প্রবাসী পাঠক বলেছেন: চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রাখতে। আপনাদের মত গুণী ব্লগারদের সহায়তা পেলে কাজগুলো আরও নান্দনিক হত। একটা পোস্ট থেকে যদি কয়েকজন ব্লগারের রিভিউ একসাথে আসত তাহলে আলোচনার পথটা আরও বেশি প্রসারিত হত।
মন্তব্য এবং চমৎকার একটি পোস্টের লিংক দেয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন জাহাঙ্গীর আলম ভাই।
১৫| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩২
আমি ইহতিব বলেছেন: এত ফাঁকিবাজ হয়েছি আমি, কত কত লেখা না পড়াই রয়ে যায়।
এখানেও হাজিরা দিয়ে রাখছি। সময় করে পড়বো।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৫
প্রবাসী পাঠক বলেছেন: হাজিরা দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশারাখি গল্পগুলো পড়ে আপনার মতামত জানাবেন।
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন "আমি ইহতিব"।
১৬| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৭
ডি মুন বলেছেন: পরবর্তী মাসেও এ ধরনের কাজ করার চেষ্টা থাকবে আমার এবং প্রবাসী পাঠক ভাইয়ের।
কিন্তু যাদের জন্য এটা করা সেই পাঠকরা যদি গল্প পড়তে উৎসাহী হন ; আর লেখকরা যদি তাদের গল্পের মান, বিশেষত শব্দচয়ন, বানান , প্রকাশভঙ্গী, - এই ব্যাপারগুলোতে আরো যত্নবান হন --- তাহলেই আমাদের পোস্ট সার্থক বলে মনে করবো।
সবাইকে নিরন্তর শুভেচ্ছা।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩২
প্রবাসী পাঠক বলেছেন: পাঠক লেখক সবাইকে নিরন্তর শুভেচ্ছা।
১৭| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: গল্পগুলোর উপর করা রিভিউ তে গল্পগুলোর মতোই ভালোলাগা! শুভেচ্ছা জানবেন
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৭
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।
১৮| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
জাফরুল মবীন বলেছেন: গল্প সংকলনের দারুণ স্ট্যাইলিশ প্রেজেন্টেশনের জন্য সংকলক প্রবাসী পাঠককে অভিনন্দন ও ধন্যবাদ।সেই সাথে অভিনন্দন যাদের গল্প নির্বাচিত হয়েছে সেই সব কথা শিল্পীদের।
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৩
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জাফরুল মবীন ভাই মন্তব্যে উৎসাহিত করার জন্য। আপনার এবং আমার পক্ষ থেকে অভিনন্দন রইল সব কথা শিল্পীদের।
১৯| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
সুমন কর বলেছেন: চমৎকার উপস্থাপন। তবে রিভিউ একটু বড় মনে হল, আমার কাছে।
গল্পগুলো পড়তে হবে।
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৭
প্রবাসী পাঠক বলেছেন: জীবনে প্রথম এই ধরনের লেখার চেষ্টা করেছি। রিভিউ বড় হবার পাশাপাশি উপস্থাপনেও অনেক ভুল হয়েছে। ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভালো করার চেষ্টা করব। লেখা নিয়ে আলোচনা সমালোচনা হলে ভুলগুলো কাটিয়ে উঠা যায়। আশারাখি এমনভাবে সবসময় ভুলগুলো দেখিয়ে দিবেন।
আর গল্পগুলো পড়ার পর আপনার মতামত জানার প্রতিক্ষায় রইলাম।
২০| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অভিনব উদ্যোগ... আরামসে পড়লাম। সাধারণত রিভিউ নিয়ে আরামদায়ক পাঠ হয় না
শুটকি মাছের গল্পের আলোচনা বেশি উপভোগ করলাম।
‘জীবনের সপ্তসুর’ তো চমৎকার গল্প...
ধন্যবাদ প্রবাসী পাঠক... কাল্পনিক-ভালোবাসা, ডি মুন এবং মাহমুদ০০৭...
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৮
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাঈনউদ্দিন মইনুল ভাই। পোস্টে আপনার উপস্থিতি যে কোন ব্লগার এর জন্যই উৎসাহব্যঞ্জক। আমার পোস্টে আপনাকে পেয়ে নিজেকে সন্মানিত বোধ করছি। পোস্টটাকে কিভাবে আরও ভালো করা যায় আর আমার উপস্থাপনের দুর্বল দিকগুলো শুধরে নিতে আপনার সুচিন্তিত মতামত আশা করছি।
২১| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৮
মামুন রশিদ বলেছেন: আমি খুব করে চাইছিলাম ব্লগে গল্প নিয়ে এরকম আলোচনা আসুক । ব্লগ আমার কাছে বিদ্যালয় । এই ব্লগে এসেই আমি টুকটাক করে লিখতে শিখেছি এবং এখনো শিখছি । আর শেখাটা আরও বিস্তৃত, আরও গভীর হয়ে আসে এইরকম একাডেমিক আলোচনায় । আমার বিশ্বাস যারা গল্প লিখতে চান, এই বিশ্লেষণগুলো মনযোগ দিয়ে পড়লে উপকৃত হবেন ।
জানি এরকম পোস্ট লিখা কতটা কষ্টসাধ্য, তবু আমাদের কথা ভেবে আশাকরি আপনি নিয়মিত রিভিউ লিখে যাবেন ।
ভালোলাগা আর কৃতজ্ঞতা প্রিয় প্রবাসী পাঠক ভাই ।
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:২৬
প্রবাসী পাঠক বলেছেন: মামুন ভাই অনেক কৃতজ্ঞতা জানবেন। আপনিই প্রথমে অনুরুধ করেছিলেন আমাকে এই ধরনের একটা পোস্ট দেয়ার জন্য। আপনার এবং মাহমুদ ভাইয়ার উৎসাহে এই পোস্টটি লিখতে পেরেছি। ব্লগটা আমার কাছেও অনেক কিছু। প্রবাসে কর্ম ব্যস্ত দিনের শেষে রাতের বেলা ব্লগে অনেকটা সময় কাটাই। অনেক কিছু শিখতে পারছি এখান থেকে।
এবার আপনার কাছে আমাদের আবদার করার পালা। কিংবদন্তিরা দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও দায়িত্ব তাদের পিছু ছারে না। জিদান, রিকুয়েলেমে খেলা থেকে অবসর নেয়ার পরেও দলের প্রয়োজনে আবার অবসর ভেঙ্গে আবার ফিরে এসেছে। গল্প সংকলন থেকে আপনি সাময়িক অবসরে আছেন , তাই এবার নতুন দায়িত্ব নিন মামুন ভাই। গল্প রিভিউ নিয়ে আলাদা কয়েকটা পোস্ট আসলে আলোচনার জায়গাটা ভাগ হয়ে যায়। আপনি যদি দায়িত্ব নিয়ে কয়েকজন ব্লগারের রিভিউগুলো এক্ত্রিত করে একটা পোস্ট করেন তাহলে আলোচনার পথটা আরও প্রসারিত হবে। এর পাশাপাশি আপনি দায়িত্ব নিলে আরও অনেক সিনিয়র ব্লগার তাদের ভালো লাগা নিয়ে লিখবে বলে আমার বিশ্বাস। ব্লগটাকে আগের মত প্রাণবন্ত করার জন্য এই দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করছি মামুন ভাই।
২২| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৬
মামুন রশিদ বলেছেন: আপনার প্রস্তাব খুবই ভাল । আমি আশা রাখছি জুলিয়ান ভাই, হাসান মাহবুব, অপর্ণা মম্ময়, বৃতি, শুঁটকি মাছ সহ আরো যারা নিয়মিত গল্প লিখেন, দয়া করে পছন্দের গল্প নিয়ে একটা রিভিউ পোস্ট দিবেন । আমি এই মুহূর্তে বিশ্রী রকম ব্যস্ততার মাঝে আছি । দোয়া রাখবেন যেন স্বাভাবিক ব্লগিং চালিয়ে যেতে পারি । একটু ফ্রি হলেই চেষ্টা করব রিভিউ লিখতে ।
ধন্যবাদ প্রিয় ভাইজান ।
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১:৩১
প্রবাসী পাঠক বলেছেন: আমরাও আশা রাখি জুলিয়ান ভাই, হাসান মাহবুব ভাই, অপর্ণা মম্ময় আপু, বৃতি আপু, শুঁটকি মাছ সহ আরো গুণী ব্লগাররা গল্পের ভালো লাগা কিংবা গল্পের দুর্বল দিকগুলো নিয়ে আলোচনা - সমালোচনামূলক পোস্ট দিয়ে নতুন লেখকদের লেখার উন্নতিতে সহায়তা করবেন। আশা করি আপনার শত ব্যস্ততার মাঝেও স্বাভাবিক ব্লগিং চালিয়ে যাবেন। এবং এই ব্যস্ততার মাঝে সময় করে গল্পের রিভিউ পোস্টের মাধ্যমে আমাদের মত যারা নতুন তাদের লেখার উন্নতির জন্য দিক নির্দেশনা দিয়ে যাবেন।
২৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: একটা কাজে সবাই জড়িয়ে গেলে কাজটার গুরুত্ব কমে যায় মনে করি। যেমন যারা সংকলন করেন, এটা আরো কয়েকজনে করলে নিরপেক্ষতা বজায় রাখা কঠিন হবে। আবার রিভিউর দিকটা নিয়েও আমার একই মত। এসব কাজে সময়টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। দেখা যাবে ব্যস্ত কেউ এমন কাজে জড়িয়ে গেলে সময়ে হয়তো তিনি দায় নেভাতে বাধ্য হবেন। ফলে, কাজের মান প্রশ্নবিদ্ধ হতে পারে।
সুতরাং, আমি বলি কি, বিশেষ করে নতুনরা যারা ভালো লিখছেন তাদের লেখাগুলো নিয়ে আলোচনা চললে ভালো। নতুনদের আইডিয়াও নতুন, এমন কি প্রকাশ ভঙ্গিও। সেই সঙ্গে বাক্য, শব্দ আর বানানের দুর্বলতাগুলোর ব্যাপারেও ঈঙ্গিত দেয়া যেতে পারে।
আমাকে দিয়ে রিভিউ/সমালোচনা ভালো হয় না। লেখক মনে কষ্ট পান। পরিণামে আমাকে নিজের শত্রু ভাবেন। কেউ কেউ মাতব্বর বলেও গালি দিয়েছেন এরই মধ্যে।
আসলে এমন সব আলোচনায় পারস্পরিক সম্পর্কের যেমন উন্নতি হয়, চর্চার ব্যাপারেও দু পক্ষই লাভবান হন- এমন ভাবে কেউ ব্যাপারগুলো দেখতে চান না। এতে করে পাঠকও কিন্তু নিজের দৃষ্টিভঙ্গিকে ঝালিয়ে নেবার সুযোগ পান। ফলে ব্লগিঙের পরিবেশে যার একটা ইতিবাচক ভূমিকা থাকতে বাধ্য।
ভালো থাকেন সকলে। ভালোবাসেন নিজের কাজগুলোকে।
০৯ ই জুলাই, ২০১৪ রাত ২:০৪
প্রবাসী পাঠক বলেছেন: জুলিয়ান ভাই আপনার মতামতের সাথে একমত। সবাই যদি এই কাজে জড়িয়ে যায় তাহলে হয়ত দেখা যাবে , সারা মাসে ব্লগে আসা গল্প থেকে গল্প রিভিউ পোস্ট বেশি প্রকাশিত হবে। সেটা অবশ্যই কাম্য নয়। আমার প্রস্তাবটা ছিল রিভিউ পোস্টগুলো যদি একটা পোস্ট থেকে প্রকাশিত করার জন্য। যেমন এই মাসে আমার এবং ব্লগার ডি মুনের দুইটি পোস্ট এসেছে। আগামি মাসে এর সংখ্যা বৃদ্ধি পেতেই পারে। আমি বলতে চেয়েছিলাম এই ধরনের পোস্ট যারা দিতে ইচ্ছুক তাদের সবার লেখাগুলো যদি একজন ব্লগারের কাছে জমা দিয়ে একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করা যায় কি না?
যে কোন ভালো কাজের বিপক্ষে কথা বলার মত নিন্দুক আমাদের মাঝে সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দুই একজন নিন্দুকের জন্য আর দশ জন সাধারণকে ভালো কাজের সুফল থেকে বঞ্চিত করা কি ঠিক হবে? আপনার, মামুন ভাই, হাসান মাহবুব ভাই, মাইনুল ভাই, পনি আপু, অপর্ণা মম্ময় আপু, বৃতি আপু এবং এরকম আরও সিনিয়র গুণী ব্লগারদের একটি গঠনমূলক মন্তব্য আমাদের মত নতুনদের কাছে অনেক মুল্যবান।
বিস্তৃত মন্তব্যে ভালোলাগা এবং কৃতজ্ঞতা জুলিয়ান দা।
২৪| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৮
এহসান সাবির বলেছেন: আরে....................!!!
চমৎকার লিখলে কম বলা হবে ভাই !
মুগ্ধ !!
শুভ কামনা।
০৯ ই জুলাই, ২০১৪ রাত ২:০৯
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাবির ভাই।
২৫| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৬
হাসান মাহবুব বলেছেন: গল্প নিয়ে এমন আলোচনা পোস্ট ব্লগারদের পাঠের চোখকে শাণিত করবে, মননশীলতায় ঋদ্ধ করবে। ব্লগের সবচেয়ে যে বড় শক্তি, চিন্তার মিথস্ক্রিয়াজাত সৃজন, তা আরো বাড়বে আশা করি।
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
প্রবাসী পাঠক বলেছেন: লেখক ও পাঠকের আলোচনা সমালোচনায় প্রাণবন্ত হয়ে উঠুক ব্লগ এই প্রত্যাশা করি। মন্তব্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা হাসান মাহবুব ভাই।
২৬| ১১ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫১
মোঃ ইসহাক খান বলেছেন: ভালো লেখাগুলোর অবশ্যই মূল্যায়ন হওয়া উচিৎ।
শুভেচ্ছা সতত।
১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৪
প্রবাসী পাঠক বলেছেন: ইসহাক ভাই আপনার সাথে একমত। ভালো লেখাগুলোর অবশ্যই মূল্যায়ন হওয়া উচিৎ। লেখার মূল্যায়ন একজন লেখককে উৎসাহিত করে আরো ভালো লেখার জন্য।
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন ইসহাক ভাই।
২৭| ১১ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১৬
বৃতি বলেছেন: আমার একটা গল্প আপনার ভাল লেগেছে জেনে অনেক খুশি হলাম- স্বনামধন্য সব ব্লগারদের পাশাপাশি নিজের নামটা দেখতে ভাল লাগছে, কুণ্ঠাবোধও করছি ব্লগার নক্ষত্রচারীর স্বপ্নতত্ত্ব পড়ার সুযোগ হয়নি। (আমারটা ছাড়া অন্যান্য) গল্পগুলো অনবদ্য, আপনার রিভিউ ভাল লাগলো বেশ। ধন্যবাদ জানবেন।
ভাল থাকবেন
১২ ই জুলাই, ২০১৪ রাত ১:১৮
প্রবাসী পাঠক বলেছেন: (আমারটা ছাড়া অন্যান্য) গল্পগুলো অনবদ্য।
এই কথায় আপনার বিনয় প্রকাশ পেয়েছে। গত মাসে প্রকাশিত গল্পের মধ্যে সেরা পাঁচ নির্ধারণ করতে হলে আপনার লেখা গল্পটা অবশ্যই থাকবে। যার প্রতিফলন ব্লগার ডি মুন ভাইয়ের বাছাইকৃত সেরা ছয়টি গল্পে আপনার লেখা স্থান পাওয়া। এছাড়াও অন্য কোন ব্লগার যদি সেরা পাঁচটি গল্পের কথা বলেন আমার বিশ্বাস সেখানে আপনার লেখা অবশ্যই থাকবে।
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন বৃতি আপু।
২৮| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১:৫১
আহসানের ব্লগ বলেছেন: লিঙ্ক কপি করে নিলাম,
সময় করে পড়ে নেবো।
১৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:১৭
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আশাকরি গল্পগুলো পড়ে আপনার মতামত জানাবেন।
২৯| ২০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৫
লিরিকস বলেছেন: এই নীল মনিহার
এই স্বর্নালী দিনে
তোমায় দিয়ে গেলাম
শুধু মনে রেখো
২০ শে জুলাই, ২০১৪ রাত ৯:২১
প্রবাসী পাঠক বলেছেন: লাকি আখন্দ এর খুব চমৎকার একটি গান। আমার খুব পছন্দের একটা গান। ধন্যবাদ লিরিকস।
আমায় ডেকো না ,
ফেরানো যাবে না,
ফেরারি পাখিরা-
কুলায় ফেরে না।
৩০| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই পোস্টটা দেওয়ার জন্যে। থামবেন না যেন। মাসে মাসে চাই।
শুভেচ্ছা।
২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৩
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন প্রোফেসর শঙ্কু। আমার পোস্টে আপনার মন্তব্য পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। আশারাখি প্রতি মাসেই এই ধরনের পোস্ট করে যাব। এবং সব সময় এভাবেই আপনাদের পাশে পাব এই প্রত্যাশা করি।
৩১| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫০
মাসুম আহমদ ১৪ বলেছেন: ৩ টা পড়া, আশা করছি বাকি তিনটাও পড়ব!
রিভিউ'র আইডিয়াটা দারুণ!
২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৯
প্রবাসী পাঠক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ মাসুম ভাই। আশারাখি বাকি তিনটা গল্প খুব শীঘ্রই পড়ে ফেলবেন।
৩২| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ২:৪৬
ইমিনা বলেছেন: গল্প রিভিউ দারুন হয়েছে
পোস্টে ভালোলাগা
২৫ শে জুলাই, ২০১৪ রাত ৩:৫১
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইমিনা।
৩৩| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৯
এহসান সাবির বলেছেন: নতুন পোস্ট কই?
২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৮
প্রবাসী পাঠক বলেছেন: অনেক দিন নতুন কিছু লেখা হয় নি। ইউরোপিয়ান ক্লাব ফুটবল নিয়ে একটা পোস্ট রেডি করছি। ইনশাআল্লাহ ঈদের পর পোস্ট করতে পারব সাবির ভাই।
৩৪| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৫
এহসান সাবির বলেছেন: অপক্ষায় রইলাম।
২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:২০
প্রবাসী পাঠক বলেছেন: সাবির ভাই আপনার নতুন কোন লেখাও কিন্তু অনেকদিন হল পাচ্ছি না। ঈদ উপলক্ষে কোন লেখা দিচ্ছেন নাকি?
৩৫| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৩
এহসান সাবির বলেছেন: নারে ভাই.....!! মনে হয় না নতুন কোন লেখা দিতে পারব কিছু দিনের মধ্যে।
একটু ঝামেলাতে আছি ভাই।
২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩১
প্রবাসী পাঠক বলেছেন: দ্রুত ঝামেলা কাঁটিয়ে নতুন লেখা নিয়ে ফিরে আসুন আমাদের মাঝে এই প্রত্যাশা করি।
অগ্রিম ঈদ মোবারক সাবির ভাই।
৩৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গল্প রিভিউ চমৎকার হয়েছে -- উগ্যোগকে স্বাগত জানাচ্ছি -- অনেক অনেক কষ্ট করেছেন---- আন্তরিক ধন্যবাদ
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:২২
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন লায়লা আপু মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।
৩৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খুব ভালো ছয়টি গল্প নিয়ে রিভিউ লিখেছেন। গল্পকারদের অভিনন্দন। আপনাকে ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৮
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ প্রিয় হেনা ভাই।
৩৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৬
আবু শাকিল বলেছেন: ধারা অব্যাহত থাকুক।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৩
প্রবাসী পাঠক বলেছেন: ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করব।
ধন্যবাদ শাকিল ভাই।
আপনার নতুন পোস্ট পাই না কেন শাকিল ভাই?
৩৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৯
আবু শাকিল বলেছেন: কামলা দেয়ার পর ড্রাইভিং শিখতে যাই।তারপর লেপু অন করে আপনাদের লেখা পড়ি।মূলত আমি পাঠক।
ইন শা আল্লাহ মাঝে মাঝে কিছু পাবেন।
ভাল থাকবেন আব্বাস আলী ভাই।
ধন্যবাদ ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০১
প্রবাসী পাঠক বলেছেন: অপেক্ষায় রইলাম শাকিল ভাই।
শুভ কামনা রইল।
৪০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪৮
ইমরান নিলয় বলেছেন: কিপিটাপ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫৭
প্রবাসী পাঠক বলেছেন: আই উইল ট্রাই মাই বেষ্ট।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৪ রাত ২:৪৫
আরজু মুন জারিন বলেছেন: আসলে গল্প গুলি চমত্কার। সব লেখকদের আন্তরিক শুভেচ্ছা , অভিনন্দন। আপনাকে ও ধন্যবাদ পোস্টটির জন্য। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।