![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ জন্মদিন প্রবাসী পাঠক।
অনেকেই হয়ত ভাবছেন ব্লগে জন্মদিনের কোন নোটিফিকেশন নেই কেন? না নোটিফিকেশন খুঁজে লাভ নেই! প্রবাসী পাঠক নিকের পেছনে যে মানুষটা আছে আজ তার জন্মদিন না। আজ ভার্চুয়াল ক্যারেক্টার প্রবাসী পাঠকের জন্মদিন। আজ থেকে ঠিক এক বছর আগে সামহোয়্যার ইন ব্লগে জন্ম হয় ভার্চুয়াল ক্যারেক্টার প্রবাসী পাঠক এর। দীর্ঘ ছয় মাস সামু ব্লগ এর লেখাগুলো অতিথি হিসাবে পড়ার পর ২০১৩ সালের ১৬ ই সেপ্টেম্বর নিজের একটা নিক খুলে ফেলি। নিক তো খোলা হল কিন্তু কি লিখব আর কিভাবেই লিখব তা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তাই ভয়ে ভয়ে নিজের আগমন বার্তা জানিয়ে একটি শুভেচ্ছা পোস্ট দিয়ে দিলাম। তার পর শুধু অপেক্ষা আর অপেক্ষা। ব্লগে নিক খোলার আগ পর্যন্ত ব্লগে আসলে যে ধরনের অনুভুতি কাজ করত আর নিক খোলার পরের অনুভুতি সম্পূর্ণ ব্যতিক্রম। স্বীকার করতে দ্বিধা নেই ব্লগে নিক খোলার পর থেকেই নিজেকে কিছুটা স্বার্থপর মনে হচ্ছিল। প্রথম প্রথম ব্লগে আসতাম শুধুমাত্র পড়ার জন্য। কিন্তু নিক খোলার পর থেকে ব্লগে এসে প্রথমেই দেখতাম কেউ কি আমার ব্লগ পাতায় এসেছে কিনা? আর এসে কেউ কমেন্ট করেছে কি না? যেহেতু ব্লগে নিক খুললেই প্রথম পাতায় এক্সেস পাওয়া যায় না। তাই নির্দিষ্ট গণ্ডির ভিতর বন্দী হয়ে রইলাম। স্বাগত পোস্ট দেয়ার ঠিক তিন দিন পর এল সেই মহেন্দ্রক্ষন। ব্লগার আহমেদ আলিফ ভাই এর কাছ থেকে পেলাম আমার ব্লগিং জীবনের প্রথম কমেন্ট। সে এক অদ্ভুত অনুভুতি, যা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে অসম্ভব। প্রথম সব কিছুর গুরুত্ব এবং ভালো লাগা সত্যিই অন্যরকম। এই এক বছরের পথ চলায় অনেক কমেন্ট পেয়েছি, প্রতিটি কমেন্টই আমাকে উৎসাহ যোগায় এবং প্রতিটি কমেন্ট আমার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথম কমেন্ট এর অনুভুতি আলাদা ভাবে হৃদয়ে গেঁথে আছে এবং থাকবে চিরদিন।
ব্লগে অয়াচে থাকা সময়টুকু সত্যিই অনেক বিরক্তিকর ছিল। নিক খোলার সময় কথা ছিল সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে। কিন্তু ব্লগের সাত দিন যে ঠিক কত দিনে হয় তার সম্পর্কে কোন ধারনাই ছিল না। প্রতিদিন ব্লগে লগ ইন করে দেখতাম নজরবন্দি উঠিয়ে নেয়া হয়েছে কিনা! কিন্তু না প্রতিদিনই আশাহত হয়ে ফিরতে হত। যাদের দীর্ঘ সময় ওয়াচে থাকার অভিজ্ঞতা আছে তারাই বুঝতে পারবে এটা কতটা যন্ত্রণার। ওয়াচে থাকাকালীন সময়ে একটা ছোট গল্প লেখার চেষ্টা করলাম। যেখানে ২০০৭ থেকে ২০১৩ এই সময়টায় বুদ্ধিবৃত্তিক কিছু লেখা বলতে শুধুমাত্র বাজারের লিস্ট লিখেছি। সেখানে হঠাৎ করে গল্প লেখার মত দুঃসাহস করাটা অনেক কঠিন ছিল। কিন্তু আত্মবিশ্বাস ছিল চেষ্টা করলে কিছু একটা লিখতে পারব। গল্প পোস্ট করলাম এবং আবারো প্রতীক্ষার প্রহর গুনা। কেউ এসে পড়বে, মন্তব্যে ভালো লাগা মন্দ লাগা জানিয়ে যাবে। যেহেতু প্রথম পাতায় এক্সেস নেই তাই পাঠক সংখ্যা অনেক সীমিত। তারপরও ব্লগার নুসরাতসুলতানা, ব্লগার খেয়াঘাট, ব্লগার অর্থনীতিবিদ, ব্লগার নাজিম-উদ-দৌলা, ব্লগার শান্তির দেবদূত এর গঠনমূলক মন্তব্যে উৎসাহিত হয়েছিলাম।
দীর্ঘ দুই মাস নয় দিন পর ওয়াচের শৃঙ্খল থেকে মুক্তি মিলল। প্রথম পাতায় এক্সেস এবং অন্য ব্লগারদের পোস্টে মন্তব্য করার অনুমতি পেলাম। প্রথম পাতায় এক্সেস পাবার উত্তেজনায় আর একটি স্বাগত পোস্ট দিয়ে দিলাম। অনেকেই স্বাগত জানিয়ে মন্তব্য করলেন। যাদের মধ্যে - আহমেদ আলিফ ভাই , মামুন রশিদ ভাই, ইমরাজ কবির মুন ভাই , তামিম ইবনে আমান ভাই, মাহমুদ ভাই, ভোরের সূর্য ভাই অন্যতম। সেই থেকে সামুর সাথে পথচলা। অবসর সময়ের বেশির ভাগ সময়ই সামুতে দেয়া শুরু করলাম। ধীরে ধীরে যেন সামুর প্রতি আসক্তি বেড়েই চলল। আসক্তি বাড়াটাই স্বাভাবিক কারণ বাংলা ভাষায় এত বিষয়ের উপর এমন মানসম্পন্ন লেখা আর কোথাও পাওয়া যাবে না। তাই মুক্তা আহরণের জন্য নেমে পড়লাম সামুর বিশাল সমুদ্রে। এইভাবে চলতে চলতে কখন যে এক বছর শেষ হয়ে গেল তা বুঝতেই পারলাম না। ব্লগার হিসাবে এক বছর পূর্ণ করলাম। কিন্তু সত্যিকার অর্থে কি ব্লগার হতে পেরেছি? ব্লগে লিখলেই যদি ব্লগার হওয়া যায় সে অর্থে হয়ত ব্লগার হয়েছি। কিন্তু সত্যিকারের ব্লগারের দায়িত্ব আমি পালন করেছি কিনা এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।
এই এক বছরের পথচলায় ব্লগ এবং সহব্লগারদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। এই ব্লগ এবং সহব্লগারদের কাছে চির কৃতজ্ঞ থাকব কারণ আপনাদের ভালোবাসা এবং উৎসাহের জন্যই নিজের ভেতর লুকিয়ে থাকা লেখক সত্ত্বাকে খুঁজে পেয়েছি। আজকে আমি যতটুকুই লিখতে পারছি তার মূল কৃতিত্ব আপনাদের ভালোবাসা এবং প্রেরণা। নিজের লেখক সত্ত্বাকে ছাপিয়ে ব্লগ থেকে সবচেয়ে বড় পাওনা হল আনন্দময় কিছু সময়। যা প্রবাস জীবনের একাকীত্বকে ভুলিয়ে দিতে সাহায্য করেছে। যখনই ব্লগে এসেছি ভুলে যেতে পেরেছি নিজের একাকীত্ব। ব্লগের সহব্লগারদের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ হয়ে থাকব তাদের বন্ধুত্বপূর্ণ ব্যবহারের জন্য। যারা আপন করে টেনে নিয়েছিলেন আমাকে।
প্রথম বর্ষপূর্তিতে কিছু ব্লগারদের বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা না জানালে অন্যায় হবে। কারণ তাদের ভালোবাসা, উৎসাহ এবং পরামর্শ না পেলে প্রবাসী পাঠকের পথ চলা হয়ত থেমে যেত অনেক আগেই। খেয়াঘাট, মামুন রশিদ, নাজিম-উদ-দৌলা, শান্তির দেবদূত, কাল্পনিক_ভালোবাসা, কান্ডারি অথর্ব, মাঈনউদ্দিন মইনুল, অন্যমনস্ক শরৎ, স্বপ্নবাজ অভি, সুমন কর, স্নিগ্ধ শোভন, হাসান মাহবুব, এহসান সাবির, *কুনোব্যাঙ*, খাটাস, সেলিম আনোয়ার, আমি তুমি আমরা, জুলিয়ান সিদ্দিকী, লিরিকস, আহমেদ আলিফ, ইমরাজ কবির মুন, আমিনুর রহমান , প্রোফেসর শঙ্কু, না পারভীন, ডি মুন এবং মাহমুদ০০৭আপনাদের কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞ থাকব চিরজীবন।
এবার একটু পরিসংখ্যানের হিসাবে দেখা যাক কেমন কেটেছে প্রবাসী পাঠকের এক বছর।
* পোস্ট করেছেন: ১৫টি
* মন্তব্য করেছেন: ১৩২১টি
* মন্তব্য পেয়েছেন: ৭৫১টি
* ব্লগ লিখেছেন: ১১ মাস ৪ সপ্তাহ
* ব্লগটি মোট ৬৭৩১ বার দেখা হয়েছে
সামুর সাথে যুক্ত হবার পর থেকে গত এক বছরে মোট ১৫ টি ম্যাচ ( ব্লগ পোস্ট ) খেলায় অংশ নিয়েছি। যার মধ্যে সামুর সহযোগী খেলোয়াড় ( ওয়াচে থাকা অবস্থায় ) হিসাবে ২ টি ম্যাচ ( ব্লগ পোস্ট ) এবং ওয়ান ডে ম্যাচ ( জেনারেল ব্লগার হিসাবে ) ১৩ টি ম্যাচ ( পোস্ট )। এখনো পর্যন্ত টেস্ট ম্যাচ এ ( সেফ ব্লগার ) অংশ নেয়ার সৌভাগ্য হয় নি। গত এক বছরে ১৫ ম্যাচে দুইটি শতক, ছয়টি অর্ধ শতক সহ সর্বমোট ৭৫১ রান ( প্রাপ্ত কমেন্ট ) তুলতে সক্ষম হয়েছি এবং ১৩২১ টি উইকেট ( প্রদত্ত কমেন্ট ) নামের পাশে জমা হয়েছে। প্রতি ম্যাচে গড় রান ( কমেন্ট ) ৫০। টেস্ট প্লেয়িং ( সেফ ব্লগার ) খেলোয়াড় না হয়েও রানের গড় খুব একটা খারাপ না। এই ১৫ ম্যাচে ৮১ টি চার ( লাইক ) এবং ১৫৭ টি ছয় ( পোস্ট প্রিয়তে ) মারতে পেরেছি। আশা রাখি এই এক বছরের অভিজ্ঞতা নিয়ে সামনের সময়গুলোতে আরও ভালো ব্যাটিং এবং বোলিং ( ব্লগিং ) করতে পারব।
বর্ষপূর্তি পোস্ট দেয়ার কোন পরিকল্পনা ছিল না। হঠাৎ করেই এই পোস্ট দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। মাহমুদ ভাই এবং ডি মুন ভাইয়ের উৎসাহে তাড়াহুড়ো করে লিখে ফেললাম। অনেক কিছুই হয়ত বাদ রয়ে গেল। একটু সময় নিয়ে লিখলে হয়ত আরো ভালোভাবে লেখা যেত ( হ মিয়া ভাব লইয়ো না, এক বছর সময় নিয়ে লিখলেও এইটুকুই লিখতে পারতা)। এই এক বছরের পথ চলায় আপানাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। প্রত্যাশা করি ভবিষ্যতেও একই ভাবে পাশে পাব আপনাদের।
হ্যাপি ব্লগিং।
উৎসর্গঃ এই পোস্টটি সামহোয়্যার ইন ব্লগের সকল ব্লগারদেরকে উৎসর্গ করা হল।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৪
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাবির ভাই।
আপনারা পাশে থাকায় আমার এই এক বছরের ব্লগিং অভিজ্ঞতা ছিল আনন্দময়।
প্রবাসী পাঠক নিকের পেছনের মানুষটার জন্মদিন ৪ এপ্রিল।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বর্ষপূর্তি পোস্টের জন্য অভিনন্দন। সামু ব্লগে পা রাখার অভিজ্ঞতা আমারও একই রকম। মনে হয় সবারই কমবেশি একই অভিজ্ঞতা রয়েছে।
ধন্যবাদ, ভাই প্রবাসী পাঠক।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৬
প্রবাসী পাঠক বলেছেন: হেনা ভাই আমার এবং আপনার সামু ব্লগে আসার সময়টা কাছাকাছি। তাই আমাদের অভিজ্ঞতা কিছুটা কাছাকাছি।
অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় হেনা ভাই।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০৭
আলম দীপ্র বলেছেন: বর্ষপূর্তি পোস্ট দেয়ার জন্য শুভেচ্ছা । ভালো থাকুন , ব্লগিং করুন ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৭
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই আলম দীপ্র। শুভ কামনা রইল।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩০
কালের সময় বলেছেন: হ্যপিবার্ডে প্রবাসী পাঠক ভাই ।
সুন্দর করে গেথে ফেলেছেন বছর পূতি পোষ্টের কথা মালা লেখায় পাচটি +++++ দিলাম লাইক তো একটা দিয়ে দিলাম ।
আর ও কি জানি বলতে ছিলেন হ্য মনে পড়েছে সেফ ম্যচ না দেখেন সামু ভাল আছে বছর পূতি উপলক্ষে হয়ত আপনাকে আজ যোগ করে ফেলতে পারে । শুভ কামনা থাকলো
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৬
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কালের সময় ভাই চমৎকার একটি মন্তব্যের জন্য। আপনার দেয়া প্লাসগুলো কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করে সযত্নে নিজের কাছে রেখে দিলাম ভাই। আপনাদের এই ভালোবাসাই ব্লগে পথ চলার সাথী হয়ে ছিল এই একটি বছর।
আর হ্যা আজ যদি টেস্ট স্ট্যাটাস ( সেফ ব্লগার ) পেয়ে যাই। এটা হবে বর্ষপূর্তির বিশাল সারপ্রাইজ।
শুভ কামনা রইল।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৫
দুখাই রাজ বলেছেন: শুভেচ্ছা নিবেন ভাই । শুভ সকাল ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৭
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দুখাই রাজ ভাই।
শুভ সকাল।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৬
জাফরুল মবীন বলেছেন: সামুর ব্লগার হিসাবে ১ম বর্ষপূর্তিতে আপনাকে প্রাণঢালা অভিনন্দন।
অফুরন্ত শুভেচ্ছা জানবেন।
শুভ হোক সামনের পথচলা।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৯
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় জাফরুল মবীন ভাই।
ব্লগে আপনাদের পাশে পেয়েছি বলেই পথ চলাটা ছিল আনন্দদায়ক। আশা করি এভাবেই পাশে পাব সামনের দিনগুলোতে।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৩
ডি মুন বলেছেন: প্রথম বর্ষপূর্তির প্রাণঢালা শুভেচ্ছা।
এভাবেই বছরের পর বছর সুন্দর ব্লগিং এর মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ করে চলুন।
অটঃ কমেন্টে কেকের ছবি আপলোড নিচ্ছে না। সামু তুমি এত্তোগুলা পঁচা
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুন ভাই। ব্লগ থেকে আমার অন্যতম সেরা একটি পাওয়া আপনার বন্ধুত্ব। ভালো থাকুন সবসময় প্রিয় মুন ভাই।
আপনার দেয়া কেকের যে ছবিটা আসে নি সেইটা আমি আপলোড দিলাম।
মাহমুদ ভাই আপনি কোথায়?? দেখেন মুন ভাই কি লিখছে!!
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৪
জেরিফ বলেছেন: হ্যাপী ব্লগিং
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ জেরিফ ভাই।
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৭
ডি মুন বলেছেন: আমি আগেই একটুকরা খাইয়া নিলাম। আপনার বিশ্বাস নাই। এইবার বাকিটা আপনি আর মাহমুদ ভাই মিলে খান।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬
প্রবাসী পাঠক বলেছেন: মুন ভাই আপনি কেক এর অংশ বেশি নিছেন।
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭
মামুন ইসলাম বলেছেন: কেক কি মুন ভাই আপনেরাই শুধু খাওয়া খাওয়ি করবেন নাকী আমাগো একটু করে দিবেন প্রবাসী পাঠক ভাই শুভেচ্ছা নিবেন ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৫
প্রবাসী পাঠক বলেছেন:
কেক সবার জন্যই আছে মামুন ভাই। আরও কিছু মডেলের কেক এর অর্ডার দেয়া আছে। ইনশাআল্লাহ শর্ট পড়বে না।
মন্তব্যের জন্য ধন্যবাদ মামুন ভাই।
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫
ডি মুন বলেছেন: মাহমুদ ভাই নিঃসন্দেহে অনেক খুশি হবেন। কম হোক আর বেশি হোক 'মহান ব্লগার' উপাধি তো তাকে দেয়া হয়েছে। এইটাই বা কম কিসে !!!!!!!!!
ঠিক কইছি কি না !!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩
প্রবাসী পাঠক বলেছেন: মাহমুদ ভাই এসে অপেক্ষাকৃত কম মহান ব্লগার হবার অনুভূতি জানাবে। কিন্তু আমি এই লেখাটা দেখার পর থেকে হাসি থামাতে পারছি না ভাই। অপেক্ষাকৃত কম মহান ব্লগার - এমন আইডিয়া কই পান , মুন ভাই।
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২২
জাহাঙ্গীর.আলম বলেছেন:
অভিনন্দন, শুভকামনা, শুভেচ্ছা ৷
++++++++++++++++++++++++
ভাল থাকুন, শুভ ব্লগিং ৷
সবসময় মুগ্ধতায় থাকুন ৷
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জাহাঙ্গীর আলম৫২ ভাই।
১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন । দীর্ঘ ও সফল ব্লগজীবন কামনা করছি ।ব্যতিক্রমী বিশ্লেষণে ভাল লাগা প্রবাসী পাঠক ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫১
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই।
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা জানাই। পথচলা সফল হোক।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৩
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কাভা ভাই। আপনাদের সান্নিধ্যে ব্লগিং এ আমার পথচলা ছিল আনন্দময়।
১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রবাসের রাতগুলো কেমন যেন
কখন তিক্ত, অম্ল-মধুর,
বিষণ্ণ সেই ক্ষণে তুমি পেলে
খোঁজ প্রিয় সামুর।
আমরা পেলাম প্রবাসী পাঠক
সাথে পেলাম তোমায়,
আছো তুমি প্রিয়তে
জেনো সব সময়।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৪
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বোকা মানুষ বলতে চায়। কবিতায় ভালো লাগা রইল।
১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২
মামুন রশিদ বলেছেন: হ্যাপি ব্লগিং! হ্যাপি ব্লগিং!!
ব্লগিংয়ে এক বছর পূর্তির শুভেচ্ছা নিন প্রিয় ব্লগার
ব্লগিংয়ে আপনার শুভ জন্মদিনের পাশাপাশি আজকে 'জানা' আপুরও জন্মদিন । উপরে কয়েকটা কেককুকের ছবিও দেখতে পাচ্ছি । আহাহা..
এমনি করে বছর ঘুরে আসুক বারবার, ব্লগ ঋদ্ধ হোক আপনার সরব উপস্থিতে ।
শুভকামনা নিরন্তর ।।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৩
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন মামুন ভাই। প্রত্যাশা করি অতীতের সময়গুলোতে যেভাবে পাশে পেয়েছি আপনাকে ঠিক তেমনি করেই সামনের সময়গুলোতেও পাশে পাব আপনাকে।
জানা আপুর জন্মদিনের শুভেচ্ছা।
১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
নাসরিন চৌধুরী বলেছেন: বর্ষপূর্তির জন্য অভিনন্দন প্রবাসী পাঠক। জানা হল অনেক কিছু আপনার বর্ননায়।
ভাল থাকুন অনেক। শুভব্লগিং
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৪
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাসরিন চৌধুরী।
১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
ক্যপ্রিসিয়াস বলেছেন: হ্যাপী ব্লগিং
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৫
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ ক্যপ্রিসিয়াস।
১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১০
খেয়া ঘাট বলেছেন: অনেক অভিনন্দন। নিরন্তর শুভকামনা। এই পথ চলা আরো সুন্দর,নির্মল আর আনন্দদায়ক হোক।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৭
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় খেয়াঘাট ভাই। আমার প্রথম পোস্ট থেকে আপনাকে পাশে পেয়েছি। অনেক অনেক কৃতজ্ঞতা রইল আপনার প্রতি।
২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৭
প্রবাসী পাঠক বলেছেন: কাণ্ডারি ভাই আপনাকে অনেক মিস করছি।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৯
প্রবাসী পাঠক বলেছেন: চিন্তা কইরো না কাণ্ডারি ভাই একটু দেরি হলেও ঠিকই আসবে।
২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২১
সুমন কর বলেছেন: প্রথম বর্ষপূর্তির প্রাণঢালা শুভেচ্ছা।
হ্যাপি ব্লগিং........ হ্যাপি ব্লগিং........
এভাবে প্রতিটি বর্ষ অামাদের সাথে ব্লগিং করে যান। প্রবাসে বাংলার সুভাস ছড়িয়ে যাক ব্লগিং এর মাধ্যমে।
অনেক কিছু জানা গেল।
অার একটি কথা, শেষে ক্রিকেট বিশ্লেষণ দারুণ হয়েছে।
ভালো থাকুন সব-সময়।।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২০
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন কর ভাই। আপনাদের সহযোগিতা আর ভালোবাসা পেয়েছি বলেই ব্লগে আমার পদচারনা ছিল আনন্দময়। অনেক অনেক কৃতজ্ঞতা রইল ভাই এভাবে পাশে থাকার জন্য।
ক্রিকেটিয় বিশ্লেষণ আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল। কিন্তু আমি এখনো টেস্ট স্ট্যাটাস পেলাম না।
২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৯
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভ জন্মদিন প্রবাসী পাঠক।
ব্লগিং চলুক সুদীর্ঘ কাল !
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২১
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় অভি ভাই।
২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৪
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: শুভ ব্লগ জন্মদিবস প্রবাসী পাঠক...
বাংলা ব্লগকে মেধায় জড়িয়ে ব্লগে বেঁচে থাকুন অনেক অনেক দিন...
সুন্দর হোক পথচলা...
আপনার তাড়াহুড়োর এ বর্ষপূর্তি পোস্ট কিন্তু নেহাত মন্দ হয়নি...!
আর শেষটায় যোগ করা চমৎকার ক্রিকেটীয় ভঙ্গিমায় উপস্থাপিত ব্লগিং পরিসংখ্যান যেমন আমাকে মুগ্ধ করেছে তেমনি বোঝাচ্ছে আপনার ক্রিকেটরস...
উপস্থাপনায় ৬ষ্ঠ ভালোলাগা (+) ...
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৫
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুনতাসির নাসিফ ভাই। স্পোর্টস আমার খুব পছন্দের একটি বিষয়। ফুটবল এবং ক্রিকেট দুইটারই ভক্ত আমি। কিন্তু গত এক বছরে ক্রিকেটে বাংলাদেশের পারফর্মেন্স আশাহত করেছে।
অনেক অনেক কৃতজ্ঞতা রইল পাশে থেকে উৎসাহ দিয়ে যাবার জন্য।
২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৪
আবু শাকিল বলেছেন: সামুর সাথে আপনার ভালবাসা এবং কিছু প্রিয় মানুষ দের কথা খুব সুন্দর ভাবে বর্ণা না করেছেন।
সামুর সাথে আপনার ভালবাসা অটুক থাকুক সব সময় ।
আপনিও সবার প্রিয় হয়ে যাচ্ছেন।আমি জেলাস ফিল করছি
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৯
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাকিল ভাই। এমনি ভাবেই সব সময় আপনাকে পাশে পাব এই প্রত্যাশা করি।
২৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এ জন্মদিনে বাটিভরা দুধের শুভেচ্ছা জানালি পারে তো কাজ হবিনে দেখতিসি!
তবে আপনি নতুন হইলেও আপনার উপস্থিতি আর সক্রিয়তা ছিল চোখে পড়বার মতন। যেমন কর্ম তেমন ফল। আশা করি আপনিও ফলে তুষ্ট। সবার সঙ্গে সবার সহজে ক্লিক হয় না।
আগামী দিনগুলোতে এমনই সরব আর সক্রিয় থাকেন সেই শুভ কামনা থাকলো।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩০
প্রবাসী পাঠক বলেছেন:
হা হা হা। জুলিয়ান দা বাটি ভরা দুধ না হলেও দই এর শুভেচ্ছা চলতেই পারে।
চেষ্টা করেছি নিজের সামান্য জ্ঞান দিয়ে ব্লগিং করে যেতে। কতটুকু সফল হয়েছি তার মূল্যায়ন সহব্লগাররা করবেন। তবে ব্যক্তিগতভাবে আমি সম্পূর্ণ সন্তুষ্ট। মানুষের প্রত্যাশার তো শেষ নেই। তাই আরও কিছু পেতে চাই সামনের সময়গুলোতে। আপাতত দুইটি প্রধান চাওয়া যত দ্রুত সম্ভব টেস্ট স্ট্যাটাস ( সেফ ব্লগার ) পাওয়া এবং একটি ম্যান অফ দ্যা ম্যাচ ( স্টিকি পোস্ট ) পাওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখেই আগামী দিনগুলোতে ব্লগিং করে যাব।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় জুলিয়ান দা।
২৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৬
লিখেছেন বলেছেন: সুন্দর
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৪৪
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ লিখেছেন।
২৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬
হাসান মাহবুব বলেছেন: অনেক শুভেচ্ছা। হ্যাপি ব্লগিং।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৬
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।
২৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫
যমুনার চোরাবালি বলেছেন: শুভেচ্ছা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৭
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ যমুনার চোরাবালি।
২৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১১
In2the Dark বলেছেন: ভাল থকুন, ভাল লিখুন, দৃঢ় হোক পথচলা
শুভেচ্ছা ও শুভকামনা
অটঃ সেফ হলে কি হয়? জেনারেল আর সেফের পার্থক্য কি? - কেউ জানলে বলবেন আশা করি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০০
প্রবাসী পাঠক বলেছেন: বর্তমানে আমার জানামতে জেনারেল আর সেফের মধ্যে দৃশ্যত কোন পার্থক্য নেই। তবে সেফ হলে মুই কি হনুরে টাইপ একটা ফিলিংস আসে, এই আর কি!
অনেক অনেক ধন্যবাদ In2the Dark
৩০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০
খাটাস বলেছেন: প্রিয় প্রবাসী পাঠক ভাই, বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা।
এভাবেই আমাদের মাঝে আপনার সতেজ প্রাণবন্ত বিচরণ চলুক সব সময়। পার্টি দেন.।.।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৬
প্রবাসী পাঠক বলেছেন: ব্লগ থেকে আমার সবচেয়ে বড় পাওয়া আপনাদের সাহ্নিধ্য, যার জন্য আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ থাকব।
আপাতত ভার্চুয়াল পার্টি হয়ে যাক।
৩১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৪
মাহমুদ০০৭ বলেছেন: অনেকে র বর্ষপূর্তি পোষ্টই পড়া হয়েছে ।
দারূণ দারুণ নানা বিশ্লেষণী , নানা রকমের ।
আপনার পোষ্টের মত কোন পোষ্টই এত উপভোগ করতে পারিনি ।
মনটা ফুরফুরে হয়ে গিয়েছিল । হাসতে পেরেছি ।
ক্রিকেটের ব্যাপার দিয়ে বোঝানোটা ত দারুণ !
মুন ভাইয়ের প্রাণোচ্ছাস খুবই ভাল লেগেছে ।
তবে আমাকে কম বলার কারণে কাল হাইকোর্টে মুন ভাইয়ের
নামে কেস করা হবে
আ আপনার মত উনার কথায় আমিও অনেকক্ষণ হেসেছি ।
আপনি চমৎকার সরল মনের একটা মানুষ । আপনার এই
পোষ্টের মধ্য দিয়েও আপনার
আলোকিত ব্যক্তিত্বের আঁচ টের পাওয়া গেছে ।
সংকলনে আপনি যেভাবে সহায়তা করছেন , আপনার স্পীড
ও কর্মতৎপরতায় আমার ফাকি দেবার সু্যোগ কই ?
আপনার মত একজন মানুষের সাথে পরিচিত হতে পেরে আমি সৌভাগ্যবান ।
এসময়ের সুন্দর স্রিতি গুলো আপনার পোষ্টের মাধ্যমে আটকে রইল ।
প্রিয়তে নিলাম ।
অমিত আনন্দে সৃষ্টি সুখের উল্লাসে ব্লগিং করে নিরন্তর ব্লগিং করে যাবেন - এই কামনা ।
অনেক অনেক ভাল থাকবেন প্রিয় প্রবাসী ভাই ।।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৬
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় মাহমুদ ভাই। আপনি আর ডি মুন ভাই না বললে বর্ষপূর্তির এই পোস্টটি কখনোই দেয়া হত না। মনের ভিতরের কিছু কথা মনেই থেক যেত। আমার এই পোস্টটি আপনাকে হাসাতে পেরেছে জেনে অনেক আনন্দ লাগছে। পোস্ট দেয়াটা সার্থক মনে হচ্ছে।
স্পোর্টস আমার পছন্দের শীর্ষ স্থানে আছে। আর ব্লগের খুঁটিনাটি দিকগুলো ক্রিকেটের ফরম্যাটের সাথে অনেকটা মিলে যায় তাই ক্রিকেটীয় ভাষায় তুলে ধরেছিলাম। আপনার মত অনেকের কাছেই এই ব্যাপারটা ভালো লেগেছে যা আমাকে উৎসাহ জুগিয়েছে।
মুন ভাইয়ের প্রাণোচ্ছাস আসলেই উপভোগ্য। আমার লাস্ট তিনটা পোস্ট দেয়ার পিছনে মূলত মুন ভাইয়ের প্রানোচ্ছাস অনেকটা সহায়ক ভুমিকা পালন করেছে। বাংলাদেশে যদি সেরা আলসেদের নিয়ে কোন প্রতিযোগিতা হয় তাহলে নিশ্চিত আমি ঐ পুরুস্কারের প্রথম সারিতে থাকব। মুন ভাইয়ের চাপাচাপিতে লেখাগুলো লিখে ফেলেছি।
মাহমুদ ভাই মুন ভাইয়ের নামে হাইকোর্টে মামলা করলে আমাকে রাজসাক্ষী হিসাবে রাখতে পারেন। তবে মুন ভাই যদি ভালো কিছু খাওয়ানোর প্রতিশ্রুতি দেন তাহলে আবার অন্য কথা।
সংকলনের ব্যাপারে আপনাকে ঠিক কতটুকু সাহায্য করতে পেরেছি তা জানি না। তবে চেষ্টা করেছি আপনার পাশে থাকতে। এবং প্রতিশ্রুতি দিচ্ছি সামনের সময়গুলোতেও পাশে থাকব ইনশাআল্লাহ।
ব্লগকে আমি কতটুকু দিয়েছি তা জানি না। তবে এই ব্লগ আমাকে অনেক কিছু দিয়েছে। এই ব্লগের কারণেই আপনার মত একজন মানুষের সঙ্গে আমার পরিচয়। এই ব্লগের কারণেই অনেকের সঙ্গে ভার্চুয়াল গণ্ডি পেরিয়ে আপন জনের মত সম্পর্ক তৈরি হয়েছে। সব কিছুরই শেষ আছে হয়ত একদিন ব্লগে থাকব না কিন্তু আপনাদের সঙ্গে এই সম্পর্ক টিকে থাকবে আজীবন ( আবারো ভাব লও মিয়া, এই নিকে না থাকলেও তখন অন্য নিক নিয়া আসবা )।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন মাহমুদ ভাই আমাকে বন্ধুর মত আপন করে নিয়ে আমার ব্লগিং অভিজ্ঞতাকে আনন্দময় করে তোলার জন্য। শুভ কামনা রইল।
৩২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩০
ইমরান নিলয় বলেছেন: একগামলা শুভকামনা আপ্নের জন্য।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:০১
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধইন্যাপাতা নিবেন ইমরান নিলয় ভাই।
৩৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১৯
ডি মুন বলেছেন: মাহমুদ ভাই কে
চশমা পরা শুভেচ্ছা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৯
প্রবাসী পাঠক বলেছেন: মুন ভাই মাহমুদ ভাই কিন্তু হাইকোর্টে মামলা করবে। আমি রাজসাক্ষী। ইনবক্সে ভালো কিছুর অফার করেন নয়ত কিন্তু নিউজ আছে!!!!
৩৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অযুত শুভেচ্ছা ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫২
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা।
৩৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫৩
এমএম মিন্টু বলেছেন: বর্ষপূর্তি উপলক্ষে অসাধারন একটি পোষ্ট দিয়েছেন ভাই অথচ এখানে আমার কমেন্ড নাই তাকি হয় । কি করবো ভাই এপযন্ত গত দের বছরে মনে হয় ১১টি নিক খুলেছি কেন যানি খালি ব্যন খাই সে জন্য এবার একটু হিসাব করে চলি । তার পরেও এতা শেষ নিক খোলা এবার যদি ব্যন মেরে দেয় তাহোলে আর সামুতে আসবো না ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিন্টু ভাই।
৩৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১১
ইমতিয়াজ ১৩ বলেছেন: বর্ষপূর্তি পোষ্টে আবার প্রমান করলেন আপনি একজন ভাল পোষ্টার (লেখক, পোষ্ট দাতা)। বিশেষত পরিসংখ্যান অংশটুকু ভাল লেগেছে।
আমি মডুর ওয়াচে ছিলাম প্রায় ৩ মাস।
আপনার ব্লগ চল হোক আর মসৃণ। শুভ ব্লগীয় জন্মদিন।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইমতিয়াজ ভাই।
আমার জেনারেল হতে সময় লেগেছিল ২ মাস ৯ দিন।
৩৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮
রোদেলা বলেছেন: খুব ভালো লাগলো পোষ্ট পড়তে,কবে যে ব্লগ লেখা শুরু করেছি মনে নেই।
তবে সামুর প্রথম পাতায় আসা আসলেই একটা ঘটনা।
ভালো থাকবেন,হ্যাপি ব্লগিং।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৫
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রোদেলা। আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগল। আপনি তো দেখলাম মহেঞ্জাদারো সভ্যতার সময়কার ব্লগার। অনেক দিন আগের কথা ভুলে যাওয়াটা স্বাভাবিক। এই দীর্ঘ ব্লগিং এ আপনি অনেক কিছু দেখেছেন। ধন্যবাদ আপনাকে এই দীর্ঘ সময় ব্লগটাকে ভালোবেসে ব্লগিং করে যাওয়ার জন্য।
৩৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮
লিরিকস বলেছেন: শুভ ব্লগিং জন্মদিন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৬
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লিরিকস।
৩৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪
লিরিকস বলেছেন: আাপনাকে দেখছি না অনেক দিন, ভালো আছেন তো ভাইয়া?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৯
প্রবাসী পাঠক বলেছেন: আমি ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন?
ব্লগের সমস্যার জন্য দুই দিন লগইন করি নি। অফলাইনে ছিলাম ব্লগে।
৪০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭
আমি ইহতিব বলেছেন: দেরীতে হলেও বর্ষপূর্তির শুভেচ্ছা। বর্ষপূর্তির অনুভূতি ভালো লাগলো।
সামু আসলেই অনেক দারুন একটা জায়গা। জীবনে কখনো দেখা না হওয়া সত্ত্বেও কিছু মানুষ অন্যদের প্রতি এতো আন্তরিক হতে পারেন তা সামুতে না এলে জানা হতনা আমার। আমি অনেকের কাছেই সামু নিয়ে অনেক নেগেটিভ কমেন্টস শুনেছি। কিন্তু আমার ভাগ্য ভালোই বলতে হয়। আমাকে নেগেটিভ কোন কিছুর সম্মুখীন হতে হয়নি কখনো।
ভালো থাকুন। হ্যাপী ব্লগিং।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৩
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি ইহতিব।
আপনার মত আমার অভিজ্ঞতাও প্রায় একই রকম। ভার্চুয়াল জগতের এই লোকগুলোর কাছ থেকে এত আন্তরিক ভালোবাসা পেয়েছি যে তারা এখন আমার কাছে আপনজনের মতই।
আর সামু সম্পর্কে প্রতিনিয়ত নেগেটিভ কমেন্ট শুনি। তবে এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে নেগেটিভ কোন কিছুর সম্মুখীন হই নি।
৪১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪
লাবনী আক্তার বলেছেন:
বর্ষপুর্তির শুভেচ্ছা রইল।
এই পথ চলা সুন্দর হোক সবসময়, হ্যাপি ব্লগিং।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৫
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লাবনী আপু। অনেকদিন পর আপনার কমেন্ট পেয়ে খুব ভালো লাগল।
৪২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২২
পরিবেশ বন্ধু বলেছেন: বর্ষফুর্তির শুভেচ্ছা ,হ্যাপি ব্লগিং
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৬
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু।
৪৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৭
এহসান সাবির বলেছেন: শুধু কথায় ঈদ মোবারক হলে হবে না.....
পোস্ট চাই.......
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১১:০৪
প্রবাসী পাঠক বলেছেন: ঈদ মোবারক সাবির ভাই। আপাতত ঈদের শুভেচ্ছা নিন সাবির ভাই। আর আমার ঈদি এখনো পাই নাই। ঈদি না পেলে পোস্ট দিব না। দ্রুত ঈদি চাই সাবির ভাই।
এই সপ্তাহে নতুন পোস্ট দেব সাবির ভাই।
৪৪| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৮
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা ভাই।
০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৮
প্রবাসী পাঠক বলেছেন: ঈদের শুভেচ্ছা সাবির ভাই।
৪৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২০
খেলাঘর বলেছেন:
সামনেরবার আমরা আপনার জন্মদিনের পোস্ট দেবো। শুভেচ্ছা আবারও।
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩২
প্রবাসী পাঠক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে খেলাঘর। এটা কিন্তু আমার ব্লগিয় জন্মদিন ছিল। বর্ষপূর্তি পোস্ট একটু ফান করে লিখেছিলাম। আপনার মন্তব্য দেখে খুব ভালো লাগল।
শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫১
এহসান সাবির বলেছেন: শুভ জন্মদিন প্রিয় প্রবাসী পাঠক।
)
ভালো থাকুন সব সময়।
শুভ কামনা রইল।
(আসল জন্মদিন কবে?