নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসে অশান্তির নীড়।

No matter what happens, or how bad it seems today, life does go on, and it will be better tomorrow.

প্রবাসী পাঠক

প্রবাসী পাঠক › বিস্তারিত পোস্টঃ

একটি গোলাপ ভূ-তলে পতিত হবার ইতিহাস / গোলাপ ভাইয়ের পাঁচালী

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩



সে অনেক অনেক কাল আগের কথা। তখনো ঘরে ঘরে বোলগ দিয়ে ইন্টারনেট ব্যবহার করা শুরু হয় নাই। তেমনই এক সময় বাংলাদেশের নারায়ণগঞ্জ নামক জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন একটি পুত্র শিশু, যাকে নিয়ে আমাদের আজকের পাঁচালী। তিনি জন্মগ্রহণ মাত্রই ওয়া ওয়া চিৎকার ছাড়িয়া জানাইতে চাহিয়াছিলেন যে , আমি আসিয়াছি তোমাদের জীবনের আরাম এইবার হারাম করিয়া ছাড়িব। কিন্তু নবজাতকের আগমনে বাড়ির সকলে এতটাই খুশি ছিলেন যে এই ওয়া ওয়া’র নিগুঢ় অর্থ কেহ অনুধাবন করিতে পারেন নাই। উপরন্তু তখন বাড়িতে বাড়িতে মিষ্টি বিতরণের হিড়িক পড়িয়া যায়। ফুটফুটে গোলাপের মতো বদন ছিলো বলিয়া পিতা-মাতা তাহার নাম রাখিলেন - গোলাপ।




যাহোক, পিতা-মাতার অন্ন ধ্বংস করিয়া নবজাতক ধীরে ধীরে বড় হইয়া উঠিতে লাগল। এবং পাড়া-প্রতিবেশীরা তাহার বাঁদরামির ফলাফল হাতে নাতে প্রত্যক্ষ করিতে শুরু করিল। শোনা যায়, হাটিতে শিখিবার কিছুদিনের মধ্যেই নাকি পাড়াপ্রতিবেশীর ফলবাগানে তাহার বিরূপ-প্রভাব শুরু হইয়াছিল। এবং তাহারা শিশু গোলাপের বাড়িতে নানা অভিযোগ নিয়ে আসিতেন।



এভাবে সময় অতিক্রান্ত হইতে থাকিলে গোলাপের বাঁদরামি চরমে উঠিল। প্রতিবেশীর পুকুর, ফলবাগান, ঘরের চাল ইত্যাদিতে গোলাপ স্বীয় বাঁদরামির সাক্ষর রাখিতে থাকিল। কিছুদিনের মধ্যেই সে গ্রামের বাঁদর ছেলেপেলেদের সর্দার ‘গোলাপ ভাই’ হইয়া উঠিল। তখন তাহার পিতা-মাতা অতিষ্ট হইয়া তাহাকে স্কুলে ভর্তি করিয়া দিলেন। স্কুলে গিয়া তিনি ‘এক কাঠি সরেস’ হইয়া উঠিলেন। শিক্ষকের দিকে না থাকাইয়া তিনি ক্লাসের সুন্দরী সহপাঠীদের দিকে হা করিয়া তাকাইয়া থাকিয়ে কিসের যেন পাঠ নিতেন। বাড়িতে যথারীতি আবার অভিযোগ পৌছাইল। তখন গোলাপ ভাইয়ের বাবা স্থির করিলেন ছেলেকে রাজধানী ঢাকার তেজগাঁও কলেজে ভর্তি করিয়া দিয়া তাহারা বিদেশগমন করিবেন।




ঢাকায় আসিয়া গোলাপ ভাই যেন এতদিনে স্বর্গের সাক্ষাৎ লাভ করিলেন। বিজ্ঞান বিভাগে ভর্তি হইয়াছিলেন বটে, কিন্তু বিজ্ঞান তাহাকে গ্রাস করিতে পারে নাই। কোনোদিনও মনে প্রাণে তিনি বিজ্ঞানকে গ্রহণ করিতে পারেন নাই। তাই পাঠদানের সময় সহপাঠী সুন্দরীদের মেঘবরণ ঘনকালো কেশের ভেতর কবিতা খুঁজিয়াই তিনি কলেজ জীবন শেষ করিতে থাকিলেন।




অতঃপর একদিন আসিল সেই অন্তিম মূহূর্ত। গোলাপ ভাই একদা নীলফামারীতে স্বীয় প্রতিভার সাক্ষর রাখিতে গমন করিয়াছিলেন। সেই ক্ষণে এক অপরূপা সুন্দরীর রূপ দর্শন করিয়া তাহার যেন কি হইতে কি হইয়া গেল, উনি নিজেও কিছু বুঝিলেন না। দুই দিন পর হুশ ফিরিলে বন্ধুদের উদ্দেশ্যে শুধু গো গো করিয়া বলিয়াছিলেন, - চাইলাম, আর সব ধান্দা বাদ দিয়া আমি শুধু উহাকেই চাইলাম। বন্ধুরা গোলাপ ভাইয়ের অবস্থা বেগতিক দেখিয়া সেই অপরূপা সুন্দরী নারীর নিকট অতিসত্ত্বর যোগাযাগ স্থাপন করিলেন। তারপর সেই মহিয়সী গোলাপ ভাইয়ের সুন্দর মুখশ্রী আর অন্তরের কবিত্বের সন্ধান পাইয়া তাহার প্রেমের প্রস্তাবে সম্মত হইলেন। গোলাপ ভাই তখন বত্রিশ দন্ত বিকশিত করিয়া বলিলেন – আহা, পাইলাম, আমি ইহাকে পাইলাম।
তারপর দিবস রজনী নিজ নিয়মে অতিবাহিত হইতে হইতে কোন দিক দিয়ে যে প্রেমের বয়স চারি বৎসর কাল অতিবাহিত হইলো তাহারা কেহই ঠাহর করিতে পারিলেন না। কিন্তু গোলাপ ভাই ঠিকই বুঝিতে পারিলেন, এবার জাহাজ নৌংগর করিতে হইবে।



আকস্মাৎ বাড়িতে প্রস্থান করিয়া তিনি একদিন সশব্দে আপন বিছানা করাত সহযোগে ভস ভস শব্দ করিয়া দুই ভাগ করিতে শুরু করিলেন। তৎক্ষণাৎ তাহার বিচক্ষণ চাচা-চাচী(পিতা-মাতা গোলাপ ভাইকে চাচার জিম্মায় রাখিয়া বিদেশগমন করিয়াছিলেন) পুত্রের মনের ইচ্ছা সম্বন্ধে জানিতে পারিয়া মুচকি হাসিয়া বলিলেন, গোলাপ, বিবাহ বিষয়ে তোমার অভিমত কি? ’
গোলাপ ভাই বলিলেন, চাচাজান, বিবাহ একটি অতি উত্তম কার্য। আমি ইহা সঠিক সময়ে আমার উপযুক্ত ও নির্বাচিত পাত্রীর সাথেই করিতে ইচ্ছা পোষণ করি।
গোলাপ ভাইয়ের চাচাজান বাকরুদ্ধ হইয়া গেলেন বটে, কিন্তু তিনি ভাতিজার সাহসেরও তারিফ করিলেন। বলিলেন, আচ্ছা, সে দেখা যাবে। তারপর উভয় পক্ষের মুরুব্বীরা সম্মত হইলে খুশিতে গোলাপ ভাইয়ের রাত্রির নিদ্রা শিকেয় উঠিল।

তৎপরবর্তী ঘটনা এক ইতিহাস। যথাসময়ের অনেক আগেই গোলাপ ভাইয়ের বিবাহ হইয়া গেল। এবং বিবাহের কিছুকাল বৎসরকাল পরেই গোলাপ ভাইয়ের ঘর আলো করিয়া ফুটফুটে একটা পুত্র সন্তান আসিল। তখন গোলাপ ভাই বুঝিতে পারিলেন , যাহা ভাবিয়াছিলাম, তাহা নয়, সংসার বড়ো কঠিন। পদে পদে দায়িত্ব আসিয়া ছোবল মারিতে চায়।




তখন তিনি ভাবী ও সন্তানকে নীলফামারীতে দুঃখের নীল সাগরে ডুবাইয়া রাখিয়া ঢাকায় আসিয়া একটি বাসা ভাড়া করিলেন। ততদিনে পৃথিবীতে বোলগ দিয়ে ইন্টারনেট চালানোর সুবিধা আসিয়া পড়িয়াছে। মনের দুঃখের কথা জানাইতে তখন গোলাপ ভাই সামহোয়্যার ইন ব্লগে একটি ‘আমিনুর রহমান’ নামে একটি নিক খুলিলেন। এবং মনের সকল বেদনা জাতিকে জানাইয়া একটু শান্তি পাইতে চাহিলেন।
শোনা যায়, গোলাপ ভাই এখনো পরিবার ও পারিবারিক দায়িত্ব হইতে শতহাত দূরে থাকিবার ধারা বজায় রাখিতেছেন। এও শোনা যায়, নিন্দুকের মুখে কুলুপ আঁটিতে তিনি এখন নানা ধরণের সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রাখিতে মনস্থির করিয়াছেন।
তবে আমরা খবর পাইয়াছি আজ সেই বিখ্যাত গোলাপ ভাইয়ের বিবাহ-বার্ষিকী। তাই গোলাপ ভাইয়ের কেচ্ছা জাতিকে জানাইবার প্রয়াস পাইলাম। আশাকরি, এই পাঁচালী পাঠে গোলাপ ভাই সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করিয়া তাহার নিকট হইতে নিরাপদ দূরত্বে অবস্থান করিতে জাতি সচেষ্ট হইবে।




প্রচারে আমিনুর ভাইয়ের শুভাকাঙ্ক্ষী

মন্তব্য ৯৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ বিবাহ বার্ষিকী !:#P !:#P !:#P

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১০

প্রবাসী পাঠক বলেছেন: শুভ বিবাহ বার্ষিকী !:#P !:#P

গোলাপ ভাই পার্টি কখন দিব??

২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬

মুহিব জিহাদ বলেছেন: শুভ কুরবানী দিবস !:#P

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১১

প্রবাসী পাঠক বলেছেন: পুরুষ মানুষ দুই ধরনের জীবিত , বিবাহিত।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০০

মুহিব জিহাদ বলেছেন: হি হি হি আমার কুনু মাল্টি নাই, কোন এক মাল্টির সাথে আমার ফেবু নাম যুক্ত করার কারনে তেব্র নিন্দা জানায়ে গেলাম। পোস্ট নিয়ে পড়ে কথা বলি

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৬

প্রবাসী পাঠক বলেছেন: কুতায় কোন মাল্টি কিংবা ফেবুর নাম নাই তো!! ;) সব মিডিয়ার সৃষ্টি।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০২

আমিনুর রহমান বলেছেন:



মাইর খাওয়ার ভাগিদার দেখি অনেকগুলো !


তবে গোলাপ ভাই তখন বত্রিশ দন্ত বিকশিত করিয়া বলিলেন – আহা, পাইলাম, আমি ইহাকে পাইলাম। পড়তে পড়তে এখানে এসে সত্যি সত্যি বত্রিশ দন্ত বের হইয়া গেছিলো।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৪

প্রবাসী পাঠক বলেছেন: শুভ বিবাহ বার্ষিকী আমিনুর ভাই।

মাইরের হুমকি দেবেন না যে, ভুই পাই।


পার্টিতে কি খাওয়াইবেন??

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৮

কলমের কালি শেষ বলেছেন: ;) ;) :P .... অসাধারণ জীবনবৃত্তান্ত !!

আমিনুর ওরফে গোলাপ ভাই এবং ভাবীকে বিবাহ বার্ষিকী মোবারক ।
অনেক শুভকামনা উনাদের জন্য । B-)) B-)) !:#P

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৭

প্রবাসী পাঠক বলেছেন: আমিনুর ওরফে গোলাপ ভাই এবং ভাবীকে বিবাহ বার্ষিকী মোবারক ।
অনেক শুভকামনা উনাদের জন্য । B-)) B-)) !:#P


পার্টির টোকেন সংগ্রহ করেন কালি শেষ ভাই। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টোকেন দেয়া হচ্ছে।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২০

আমিনুর রহমান বলেছেন:



দেশে আসলে তো ডাবল খানা পাবা ... আগে একটা পাওনা আছে আজকে নতুন আরেক খান জমা হইল। মাইরের মইধ্যে ভাইটামিন আছে।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৯

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। আমি অত বোকা না। ভাবীকে ছাড়া আপনার সামনে যামু না। মাইরের হাত থেকে যে বাঁচাবে তাকে সামনে রাইখাই আপনার লগে দেহা করমু ভাই।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩১

ডি মুন বলেছেন:

:) :)

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৩

প্রবাসী পাঠক বলেছেন: আহা ! কি মচতকার ফটুক মুন ভাই।


মুন সাবধান একা একা আমিনুর ভাইয়ের সামনে কিন্তু পইরো না। দেখো কেমন হুমকি ধামকি দিতাছে।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৩

আলম দীপ্র বলেছেন: :D :D :D কি যে বলমু !
শুভকামনা আমিনুর ভাইয়ের জন্য !

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: কিছু বলার খুজে না পাইলে তো সমস্যা। আজ মন খুলে বলুন। ভাবী বইলা দিছে সবাইরে মাইরের হাত থেকে বাচাইব।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪২

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: আমি ত ছোতো...আমি কি কিসু বলব????




দুই দিন পর হুশ ফিরিলে বন্ধুদের উদ্দেশ্যে শুধু গো গো করিয়া বলিয়াছিলেন, - চাইলাম, আর সব ধান্দা বাদ দিয়া আমি শুধু উহাকেই চাইলাম।


জোসসসসসসসস প্রবাসীি ভাই :#) :#) :#) :#) :#) :#)




অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া আর ভাবীকে।।।
হ্যাপী অ্যানিভার্সারী !:#P !:#P !:#P

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:০২

প্রবাসী পাঠক বলেছেন: উপরোক্ত লাইনগুলোর মূল মালিক আমাদের মহান ব্লগার ডি মুন দ্যা বদ পুলা। সবাই ষড়যন্ত্র করে বেশি মাইর যাতে আমি খাই তার ব্যবস্থা করছে।


তবে আমাদের দুশ্চিন্তার কিছু নাই। ভাবী কিছুক্ষন আগে সামুতে তার সকল দেবর এবং ননদদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি সবাইকে আমিনুর ভাইয়ের মারের হাত থেকে বাঁচাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ভাবীর পূর্ণ বক্তৃতা এই পোস্টে পাবলিশ করা হইবেক। ;)

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫৩

অপ্রতীয়মান বলেছেন: শুভকামনা রইলো গোলাপ ভাই আর রোজ ভাবীর জন্যে B-)

০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১৬

প্রবাসী পাঠক বলেছেন: বাহ চমৎকার কার্ড অপ্রতীয়মান ভাই।


গোলাপ ভাই আর রোজ ভাবীর জন্যে রইল শুভেচ্ছা।

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: শুভ বিবাহবার্ষিকী আমিনুর রহমান।

বিবাহবার্ষিকীর শুভেচ্ছা এতো সুন্দর করে লেখা যায় আগে কইবেন না? :)
জব্বর লেখেছেন প্রবাসী পাঠক। অনেক মজা পেয়েছি পড়ে। আমারও বত্রিশ দন্ত বাহির হইবার উপক্রম হইয়াছিল। তবে দন্তশ্রীর বেহাল অবস্থা মনে করিয়া মুহূর্তেই হস্তচাপা দিয়া লজ্জা নিবারণ করিয়াছি। :P

০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৩

প্রবাসী পাঠক বলেছেন: এই পোস্ট লেখার পিছনে চার জনের হাত, মাথা, আইডিয়া আর কি বোর্ড আছে প্রিয় বিদ্রোহী বাঙালী ভাই। নিরাপত্তার খাতিরে সবার নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সংলাপগুলো সব আমাদের ডি মুন দ্যা বদ পুলার লেখা। মুনের নাম প্রকাশে সমস্যা নাই, এইটারে মাইর খাইতে দেখলে কেনু জানি ভালো লাগে।

চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ বিদ্রোহী বাঙালী ভাই।

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৪

ক্যপ্রিসিয়াস বলেছেন: শুভ বিবাহ বার্ষিকী আমিনুর ভাই ।

প্রবাসী ভাই, মজা করে ছোটখাট একটা বায়োগ্রাফী লিখে ফেললেন। মজা পাবার পাশাপাশি অনেক কিছু জানতেও পারলাম। ভাল থাকবেন।

০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৪

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ক্যপ্রিসিয়াস ভাই।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২৮

জাফরুল মবীন বলেছেন: রসগোল্লা পোস্টের জন্য ধন্যবাদ প্রপাকে।

গোলাপ দম্পতিকে গোলাপের শুভেচ্ছা ;)

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মবীন ভাই।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: সংলাপগুলো সব আমাদের ডি মুন দ্যা বদ পুলার লেখা। মুনের নাম প্রকাশে সমস্যা নাই, এইটারে মাইর খাইতে দেখলে কেনু জানি ভালো লাগে।

চাইলে আপনার ভালো লাগার ব্যবস্থা নিতে পারি। আমি আবার জাতে বিদ্রোহী কিনা! :P

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। বিদ্রোহী ভাই জলদি ব্যবস্থা নেন।

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫১

আমিনুর রহমান বলেছেন:



সকলকে ধন্যবাদ এবং রসগোল্লা খাওয়ার দাওয়াত রইল। পোষ্টের সাথে জড়িতরা এই প্রোগামের আওতার বাইরে থাকবে :P ;)

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭

প্রবাসী পাঠক বলেছেন: পোস্টের সাথে জড়িত চার জনকে আমিনুর ভাই কাচ্চি বিরিয়ানি খাওয়াবে বলে জানিয়েছেন।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিনুর ভাই এবং ভাবীকে অনেক শুভেচ্ছা রইল। :)


বিষয়টিকে সুন্দরভাবে জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাভা ভাই।

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৬

আবু শাকিল বলেছেন: গোলাপ ভাইয়ের ছোট ভাই গুলা এত্ত দুষ্ট ক্যারে ।

পোলাপান খালি দুষ্টামি করে =p~ =p~

চমৎকার উপস্থাপন হয়েছে প্রপা ভাই।

আমিনুর ভাই এবং ভাবিকে বিবাহ বার্ষিকীতে অনেক শুভেচ্ছা সাথে ভাতিজার মঙ্গল কামনা করছি।

পরিবার নিয়ে সুখে থাকুন।

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩১

প্রবাসী পাঠক বলেছেন: আমিনুর ভাই এবং ভাবিকে বিবাহ বার্ষিকীতে অনেক শুভেচ্ছা সাথে ভাতিজার মঙ্গল কামনা করছি।

পরিবার নিয়ে সুখে থাকুন।


গোলাপ ভাইয়ের ছুডু ভাইগুলা সকল কাজের কাজী। ;)

ধন্যবাদ জানবেন শাকিল ভাই।

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আমিনুর ভাইকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

ধন্যবাদ প্রবাসী ভাই মজা করে উপস্থাপন করার জন্য। :)

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শুভ বিবাহ বার্ষিকী আমিনুর ভাই এন্ড ভাবী। !:#P !:#P !:#P

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ ভাই।

২০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২০

তাহসিনুল ইসলাম বলেছেন: হা হা হা মজা পাইলাম।
শুভ বিবাহ বার্ষিকী @ গোলাপ ভাই ।

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ তাহসিনুল ইসলাম।

২১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৪

খাটাস বলেছেন: মিস্টার এবং মিসেস আমিন কে দশম বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা।
ভবিষ্যৎ হোক সুন্দর, নিরাপদ এবং সুখময়।

ফরমাল কথাবাত্রা শেষ। ;) পোস্ট পুরা পাঙ্খা। :)
মাইরের মন্তব্য দেয়ায় তীব্র নিন্দা। খানাদানার ব্যাপারে বলিষ্ঠ আওয়াজ ওঠানোর আহবান রইল। ;)

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৫

প্রবাসী পাঠক বলেছেন: মাইরের ভয় দেখানোর জন্য আমিও তীব্র নিন্দা জানাচ্ছি। খানাদানার ব্যাপারে আবার আমি সব সময় লাইনের আগে থাকি। এখানেও আগে সিরিয়াল দিয়া রাখলাম।

২২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩

হাসান মাহবুব বলেছেন: লেখাটা পড়ে মজা পাইলাম। শুভেচ্ছা আমিনুর ভাইয়ের জন্যে।

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৫

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭

ঢাকাবাসী বলেছেন: আমিনুর রহমান ও মিসেস রহমানকে শুভেচ্ছা।

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৬

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই।

২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২০

আমিনুর রহমান বলেছেন:




উপ্রে দেখি ব্লগের মুর্খ টাও এসে হাজির হয়ে গেছে :)
ওয়েলকাম ব্যাক ডিয়ার।

২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬

ডি মুন বলেছেন:
হোয়াই মি ???? !!!! হোয়াই অলওয়েজ উইথ দ্যা গুড গাই :(

ডি মুন দ্যা বদ পুল...

মুনের নাম প্রকাশে সমস্যা নাই, এইটারে মাইর খাইতে দেখলে কেনু জানি ভালো লাগে।


প্রবাসী পাঠক ভাইয়ের এই রকম অজ্ঞানতাপ্রসূত কথার তীব্র নিন্দা জানাই।

___________

কাচ্চি বিরিয়ানীর কথা শুনে বিরাট আনন্দ পাইলাম। আহা, এক্ষুনি ঢাকা আইতে মন চাইতাছে :) :(

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৯

প্রবাসী পাঠক বলেছেন: প্রবাসী পাঠক আসলেই খুব খ্রাপ। আমিও নিন্দা জানাচ্ছি।

তবে মুন তুমিও দেখি বাংলাদেশের সাম্বাদিকদের মত অর্ধেক কোট করলা। আগে যে মহান ব্লগার লিখছি তা দেখলা না। আপচুশ!!

২৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০

ডি মুন বলেছেন:
অত্র অঞ্চলের সবাইকে লাল সালাম

মলম ভাই , মুর্খ ভাই, প্র-বাঁশি ভাই আপনাদের জানাই মনখুইল্যা মাইনাস :)

:)

@ ফালতু লোকজন


______

আমিন ভাই আমি উপরিউক্ত ভন্ড লোকজনদের দলে নাই। আমি শুধু গোলাপ ভাই আর ভাবীর দলে :)

ইয়ে মানে , বিরিয়ানী কি এক প্লেট বেশী পাওয়া যাবে !!!!!!

@ আমিন ভাই

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: ভালবাসা সহকারে মাইনাস গ্রহণ করলাম।

তুমি ঠিক বলছো সব কয়টা ফালতু লোক। কিন্তু এই লোকগুলো কে এইটাই তো চিনলাম না!!!

দল বদল করলেই রিরানির প্যাকেট বেশি পাওয়া যায় না। অবশ্য আমাদের দলে আবার জয়েন করলে বিবেচনা করে দেখা যাবে।

২৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৩

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আমিনুর ভাই ও ভাবী কে। টুডে টুমোরো এন্ড ফরএভার আপনারা হ্যাপি থাকুন।


মহান মনিষীদের জীবনী এই রকম মজা করে আর কেউ লিখেছে কিনা জানিনা। প্রবাসী ভাইয়ের এই ভালবাসার প্রকাশ আসলেই আমাদের আপ্লুত করলো।

পোষ্ট প্রিয়তে।

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৮

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মৃদুল ভাই।


এই পোস্টের পিছনে আমার অবদান খুব সামান্য। পোস্ট তৈরি করা, তথ্য সংগ্রহ সব কিছুতেই বাকি তিনজন প্রিয় ভাইয়ের অবদান।

২৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮

নীল আতঙ্ক বলেছেন: হাহাহাহাহাহাহা।
সুন্দর লিখেছেন।
ভাইয়া আর ভাবীর জন্য অনেক সুবেচ্ছা রইলো।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪২

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ নীল আতঙ্ক।

২৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক শুভকামনা

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪২

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ লায়লা আপা।

৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আপাতত দৌড়ের উপ্রে আছি আমিন ওরফে গুলাবী ভাই। :-P মাঝে মাঝে সামুতে আহি তয় লগ ইন করি না। তাই কমেন্টও করা হয় না। তোমার বিয়া বার্ষিকীর পোস্ট তাই কমেন্টের লোভ সামাল দিতারলাম না। যাউক্কা ছুডু ভাইটা তোমার আশে পাশেই আছে, শ্যামলীতে। খাওনটা তুইল্লা রাইখো। সময় মত আয়া পড়মু নে। ;)

৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৮

সুমন কর বলেছেন: চমৎকার চমৎকার চমৎকার !!!!

পড়তে পড়তে হাসিতে শেষ =p~ =p~ =p~ লেখা চরম হইছে।



ভাই অার ভাবীর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: থেঙ্কু থেঙ্কু সুমন দা। সম্পূর্ণ লেখা কিন্তু ডি মুনের।

৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮

ক্ষতিগ্রস্থ বলেছেন: গোলাপ ভাই এবং ভাবিকে বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ ক্ষতিগ্রস্থ।

৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪১

মাহমুদ০০৭ বলেছেন: শুভ বিবাহ বার্ষিকী আমিনুর ভাই :)
ভাবী ও শীর্ষের প্রতি শুভেচ্ছা রইল ।

প্রিয় প্রবাসী ভাইকে পোস্ট দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাহমুদ ভাই।

৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্ট ব্যাপক মজার হইছে :)
আমিনুর ভাই আর ভাবীকে শুভেচ্ছা (আমি জানি আমিন ভাই ভাবীরে এই পোষ্ট দেখাবে :) )
এমনই থাকুক দুজনে ।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪

প্রবাসী পাঠক বলেছেন: আমিনুর ভাই আর ভাবীকে শুভেচ্ছা (আমি জানি আমিন ভাই ভাবীরে এই পোষ্ট দেখাবে :) )

ভাবী এই পোস্ট দেখলে আমার কপালে কি না জানি আছে!!!!



অনেক অনেক ধন্যবাদ অভি ভাই।

৩৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: গোলাপ ভাই গোলাপী ভাবী দুজনকেই শুভকামনা । তাদের সুন্দর সুদীর্ঘ দাম্পত্য জীবন কামনা করছি ।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

৩৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৩

কলমের কালি শেষ বলেছেন: টোকেন নিয়ে কি সুবিধা করা জাইবেক ! আমিন ভাই যেভাবে বিরোধী দলের মত মারামারি করতেছে কিঞ্চিৎ ভয়ে আছি !!... :| :| :P :P :P

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮

প্রবাসী পাঠক বলেছেন: হুমকি ধামকিতে ডরে না বীর। আমাদের সেনাপতি ভাবী আমাদের অভয় দিয়েছেন। তাই আমিনুর ভাইয়ের হুমকিতে কাজ হবে না।

৩৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

মনিরা সুলতানা বলেছেন: ভাই ভাবীর জন্য শুভেচ্ছা, আপ্নাকে ধন্যবাদ :)

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ মনিরা আপা।

৩৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪২

কলমের কালি শেষ বলেছেন: যাক ভরসা পাইলাম । ভাবীকে আরো পাকাপোক্ত করতে চিন্তা করছি একটা হাসনাহেনা ফুলের তোড়া উপহার দেব !!... ;) ;) :P

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

প্রবাসী পাঠক বলেছেন: হাসনাহেনা ফুলের তোড়া ভাবীকে গিফট দেন আর খাবার দাবার আমার ঠিকানায় পাঠাইয়া দিয়েন ভাই।

৩৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৫

বেদুইন জাহিদ বলেছেন: শুভ বিবাহ বার্ষিকী গোলাপ ভাই ও ভাবী!! :)

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০০

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ বেদুইন জাহিদ।

৪০| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার একটা দিন কাটালাম গতকাল। শুরুতে পোষ্টের মাধ্যেমে সারপ্রাইজ দিয়ে সত্যি আমাকে ভীষণ আবেগ প্রবন করে দিলা তুমি। পরে জানতে পারলাম এর পিছনের আরো তিনজন নাটের গুরুও জড়িত। মুন, অনিক আর মুহিব ধন্যবাদ জানিয়ে ছোটো করতে চাই না তোদের। সারাদিন অফিস থেকে ফেরার পর দারুণ আড্ডা আর রাতে নিজ হাতে রান্না (ভালো হয়নি) করে সকলের সাথে একসাথে ডিনার। তারপর রাতভর আড্ডা। স্পেশাল থ্যাঙ্কস অভি, গন্ডমুর্খ, মামুন আর শোভনকে।

ধন্যবাদ সকলকে যারা আমাকে এই পোষ্টের মাধ্যমে এসে শুভ কামনা জানিয়ে গেছেন।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: এই পোস্টের মূল আইডিয়াবাজ অনিক ভাই আর মুহিব ভাই। পরবর্তীতে আমি আর মুন যোগ দেই। বরাবরের মত এবার ও আমি ফাঁকিবাজি করেছি। পোস্ট তৈরি করার সব কাজ মুন, অনিক ভাই আর মুহিব ভাই করেছে আর আমি শুধু পোস্ট দিয়েছি।


আমিনুর ভাই আমার দুইটা খাবার পাওনা রইল। দেশে আসলেই দুইটা খাবার খেয়ে নেব।

৪১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৭

প্রামানিক বলেছেন: গোলাপ দম্পতিসহ পোষ্টওয়ালাকেও ধন্যবাদ

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

৪২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: কি বলেন ? খাবারের স্বাদ সেই লেবেলের ছিল । আমি সাধারণত দুই প্লেটের বেশী খাইনা আর কি :(

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৬

প্রবাসী পাঠক বলেছেন: আমার কিন্তু তিন প্লেটের কমে হয় না। :)

৪৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

তুষার কাব্য বলেছেন: একটু দেরী হয়ে গেল....তাতে কি...শুভ বিবাহবার্ষিকী আমিনুর ভাই... :D

এই পোস্ট দাতার সাথে যারা যারা জড়িত ছিলেন তাদের সবাইকে এক চিমটি ধন্যবাদ..... ;) :D

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮

প্রবাসী পাঠক বলেছেন: ধুর তুষার ভাই আপনি দিনে দিনে কৃপণ হইয়া যাইতাছেন। ধন্যবাদ পুরাটাই আমি রাখছি। বাকি তিন জনকে দিমু না। :P

৪৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫২

জুন বলেছেন:
গুলাপ ভাইয়ের কীর্তি আকাশে বাতাসে রবে চির অম্লান
জীবনে তার যত প্রাপ্তি সব আমাদের ভাবীর অবদান :)

সুন্দর উপস্থাপনার জন্য প্রবাসী পাঠককে অভিনন্দন :)
+

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪১

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুন আপা।

৪৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২২

পার্থ তালুকদার বলেছেন: দারুন একখান পাঁচালী পড়িলাম ..... এমন পাঁচালী সচরাচর পাই না ।

গোলাপ ভাই-ভাবীকে শুভেচ্ছা । :)

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৫

প্রবাসী পাঠক বলেছেন: থেঙ্কু থেঙ্কু পার্থ দা।

৪৬| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার লাগলো
শুভ বিবাহবার্ষিকী ভাই এবং ভাবীকে।
নিরন্তর ভালোবাসা রইল তাদের প্রতি।

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ আপনাকে দিশেহারা রাজপুত্র।

৪৭| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: রান্না নিয়ে আমাদের গোলাপ ভাই কাল ছিলেন অতিমাত্রায় সচেতন। এক পর্যায়ে পোলাওর রেসেপি দেখতে উনি গুগল মামুর শরণাপন্ন হয়েছিলেন। =p~ =p~ =p~ কিন্তু বিধির এ কী লীলা!! গোলাপ ভাই আমাদের উপহার দিলেন ইতিহাসের পরথম ডাবল ফ্লেভার উইথ ডাবল কালার পোলাও!!! :-P :-P :-P

পোলাওর অভাবে ভোগা হা-পোলাও ঝাতিরা মিচ করি পেলেছেন। গোলাপ ভাই'র অনন্যসাধারন ঐতিহাসিক পোলাওটা মিচ করি পেলেছেন। B-) B-) ;)

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৫১

প্রবাসী পাঠক বলেছেন: আহ!! গুগোল পোলাও মিছাইলাম। আমাকে রাইখা পার্টি করায় সবাইকে বিশাল মাইনাস দিলাম। ;)

৪৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:১৪

স্বদেশ হাসনাইন বলেছেন: গোলাপ ওরফে গোলাপ ভাইয়ের জীবনী ভাললাগিলো। তাহাদের জীবন সুন্দর হউক। ভরিয়া উঠুক যার পর নাই রোশনাইতে।

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২২

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ স্বদেশ হাসনাইন।


আমিনুর ভাই অসুস্থ প্লিজ উনার জন্য দোয়া করবেন।

৪৯| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪

এহসান সাবির বলেছেন: ব্যাস্তার কারণে আগে মন্তব্য দেওয়া হয়ে ওঠেনি।

সুন্দর পোস্ট।


শুভেচ্ছা।

আমিন ভাই একদম সুস্থ হয়ে যাক।

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৬

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাবির ভাই।


আমিন ভাই একদম সুস্থ হয়ে যাক।

৫০| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দম্পতির জন্য বিবাহবার্ষিকীর অনেক অ-নেক শুভেচ্ছা।

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:০০

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে রেজওয়ানা আলী তনিমা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.