নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসে অশান্তির নীড়।

No matter what happens, or how bad it seems today, life does go on, and it will be better tomorrow.

প্রবাসী পাঠক

প্রবাসী পাঠক › বিস্তারিত পোস্টঃ

ইতিহাস খুঁড়ে দেখা - সামুর হারিয়ে যাওয়া বিখ্যাত কিছু পোস্ট।

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১

অনেকদিন হয় ব্লগে নিয়মিত আসা হয় না। নতুন পোস্ট কিংবা অন্য কারো লেখায় কমেন্ট দেয়া হচ্ছে না। এভাবে চলতে থাকলে ব্লগার কোটা থেকে নাম কাঁটা যেতে পারে। তাই পুরানো কাসুন্দি নতুন বোতলে ঢুকিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করলাম। চলুন আজ সামুর কিছু বিখ্যাত পোস্ট দেখে আসি। এই সকল বিখ্যাত পোস্টগুলো সামুর পেজে আর শোভা পাচ্ছে না। কিছু দুষ্টু ব্লগার এর যন্ত্রণা আর বেরসিক মডুদের জন্য পোস্টগুলো সামুর পেইজ থেকে উধাউ হয়ে গেছে। তবে ওয়েব আর্কাইভ খুব যত্ন করেই রেখেছে এই রত্নগুলোকে।


বিখ্যাত পোস্ট মিথিলাকে ছাড়া শুরু করাটা অন্যায় হবে। যার ব্লগের পাতা খুললেই দেখা যেত চমৎকার কিছু শব্দমালা! ব্লগের হেডারে লিখেছিলেন , " আমি এ পৃথিবীর খুব সাধারণ এক বাসিন্দা । যার চাওয়া-পাওয়ার মধ্যে তফাৎ কম । তবে এখন আর স্বপ্ন দেখি না । কারণ আমার হাতে স্বপ্ন দেখার মত পর্যাপ্ত সময় নেই।" আরও লেখা ছিল আশার বাণী - " ভাগ্যকে মেনে নিয়ে ভালভাবে বেঁচে থাকার মধ্যে প্রকৃত সুখ । জীবনে ঝড় আসবে আবার ঝড় থামবে । তাই বলে আমরা কি অসহায়ের মত প্রকৃতির কাছে আত্মসমর্পন করবো ??? কখনোই না, আসুন সংগ্রাম করি হাজার কষ্টে থাকলেও কাউকে বুঝতে দিবো না কষ্টে আছি!!!" নিউইয়র্কের হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া একজন ব্লগার মিথিলা। মিথিলার আবেগ মাখা লেখাগুলো ব্লগারদের মনকে আদ্র করে তুলেছিল। হঠাৎ একদিন সংবাদ এল মিথিলা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন অজানায়। ব্লগ জুড়েই নেমে এল বিষাদের ছায়া। কিন্তু কিন্তু কিন্তু মৃত্যুর চেয়েও আরও ট্র্যাজিক কিছু অপেক্ষা করছিল ব্লগারদের জন্য। মিথিলা ট্র্যাজেডির বিস্তারিত জানতে হলে ঘুরে আসুন এই পোস্ট থেকে।

লিংকঃ মিথিলা ট্র্যাজেডির বিস্তারিত

মিথিলার ব্লগ আইডি - মিথিলা

মিথিলা নাটকের রচয়িতা - মাহমুদুল হাসান রুবেল এর ব্লগ - মাহমুদুল হাসান রুবেল




আমরা বাঙ্গালীরা যে প্রচণ্ড হিংসুটে তা সামুর ব্লগারদের দিকে তাকালেই কিছুটা আঁচ করা যায়। ২০০৬ সালেই চিকিৎসা শাস্ত্রে নোবেল জয় করতে পারত সামুরই একজন ব্লগার। কিছু হিংসুটে ব্লগারদের জন্য তা আর হয়ে উঠে নি। বলছিলাম ব্লগার হাবিব মহাজন এর কথা। মাথাব্যাথার সঠিক কারণ উদ্ভাবন করে তিনি রীতিমত আলোড়ন তুলেছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার গবেষণাকে প্রায় এপ্রুভ করে দিয়েছিলেন। গবেষণালব্ধ সেই পোস্ট - যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারণ।




চিকিৎসা শাস্ত্র থেকে চলুন অন্য গবেষণার দিকে একটু নজর দেই। বিখ্যাত বল্গার ইয়াজিদ সিকান্দার জ্বীন এর অস্তিত্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁর করিয়েছিলেন। কিন্তু প্র্যাক্টিকেলি প্রমাণ করে দেখাতে পারেন নি, জ্বীন উপস্থিত করতে না পারার কারণে। বল্গার S M Shovon এই কাজটি করে দেখিয়ে ব্লগে সেলিব্রেটির মর্যাদা পেয়েছিলেন।
লিংক - জ্বীন হাজির ও বশীভূত করার একটি সহজ ও নিরাপদ নিয়ম দুর্বল চিত্তের লোকেরা চেষ্টা করবেন না।

সাবধানতা ঃ একা একা বাসায় ভুলেও এই কাজটি করবেন না। জ্বীন উপস্থিত হলে সমস্যা নেই। কিন্তু পরী উপস্থিত হলে ঝামেলায় পরে যাবেন। একেবারে কোয়েকাফে তুলে নিয়ে যেতে পারে।




জ্বীন পরী বাদ দিয়ে চলুন আবার বিজ্ঞানের কাছ থেকে ঘুরে আসি। ঘুরতে ঘুরতে কনফিউসড হলে কিন্তু চলবে না। সব সময় মনে রাখবেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। অবাক হলেন! অবাক হবার কিছু নেই। বল্গার মাহবুব রোকন সেই ২০১১ সালেই প্রমাণ করে গেছেন যে সূর্য পৃথিবীর চার দিকে ঘুরছে। বিখ্যাত সেই পোস্টের লিংক - সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরছে



অস্কার, নোবেল অনেক অনেক পুরস্কারের সাথেই তো আপনারা পরিচিত। চিকনমিয়া মাইনাচ পুরস্কারের নাম কি কখনো শুনেছেন? যারা এই পুরস্কারের সাথে পরিচিত না তারা চলুন ঘুরে আসি সামুর ২০০৮ সালের সময়কালে। বিখ্যাত চিকনমিয়া কর্তৃক প্রবর্তিত এই পুরস্কারের ভাগ্যবান বিজয়ী হয়েছিলেন বল্গার আলেকজান্ডার ডেনড্রাইট। আলেকজান্ডার ডেনড্রাইট তার বিখ্যাত পোস্ট- জাফর ইকবাল বাঙ্গালী জাতিকে কি দিয়াছেন? এর জন্য। সেই সময়কার ব্লগাররা ভক্তিভরে মাইনাচ প্রদান করে আলেকজেন্ডার সাহেবকে সেই পুরস্কার পাওয়ার পথ সুগম করে দিয়েছিলেন। যদিও সেই বিখ্যাত পোস্টের কোন কপি অয়েব আর্কাইভ এ খুঁজে পাওয়া যায় নি। ব্লগার দু-পেয়ে গাধ অবশ্য ঐ পোস্টের ব্যাকআপ কপি পোস্ট দিয়েছিলেন। সেই বিখ্যাত পোস্টের লিঙ্ক - জাফর ইকবাল বাঙ্গালী জাতিকে কি দিয়াছেন?

চিকন মিয়া পুরস্কারের লিঙ্ক - চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮ ;) EXCLUSIVE!!! (ফানপোস্ট)




জীন পরী বিজ্ঞান নিয়ে কচকচানি তো অনেক হল এবার একটু রূপালি পর্দার দিকে নজর দেয়া যাক। রূপালি পর্দার কথা আসলেই যার নামটা সবার আগে উচ্চারিত হবে সে আর কেউ নয় বিখ্যাত জলকণা আফা। শাহরুখ খান কে নিয়ে উনার করা সেই বিখ্যাত পোস্ট পড়ে চোখে পানি আসে নি এমন ব্লগার হয়ত খুঁজে পাওয়া যাবে না। উনার পোস্টের আবেগ এতটাই ছিল যে সেই আবেগে ভেসে গিয়েছিল ব্লগের মাইনাস বাটন। জলকণা আফার পোস্ট থেকে অনুপ্রেরণা নিয়ে আরও একজন ব্লগার আবেগে ভাসিয়ে ছিলেন সামুর হোমপেইজ। চলুন দেখে আসি সেই বিখ্যাত পোস্ট - স্বপ্নের শাহরুখ খান মাতিয়ে গেল বাংলাদেশ




বিখ্যাত বল্গারদের কথা আসবে আর সেখানে স্যার জাকারিয়া এর কথা আসবে না এমনটা কখনোই হবার নয়। আজকে যে আমরা ব্লগিং করতে পারছি তার সিংহভাগ অবদান এই জাকারিয়া স্যারের। উনার কম্পিউটার নিয়ে ভাবনা জাগানো পোস্টটা এখনো আমাদের ভাবিত করে। চলুন ঘুরে আসি স্যারের বিখ্যাত পোস্ট থেকে - কম্পিউটার



মন্তব্য ৯৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৮

সাইলেন্স বলেছেন: এমন চমৎকার একটা কালেকশনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রবাসী পাঠক ভাই ।

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৬

প্রবাসী পাঠক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে সাইলেন্স।

২| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৩

প্রামানিক বলেছেন: মিথিলার লেখা নিয়ে পোষ্ট দেযার জন্য ধন্যবাদ।

ভাই প্রবাসী পাঠক। ইদানিং আপনাকে ব্লগে কমকম দেখছি।

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৯

প্রবাসী পাঠক বলেছেন: মিথিলা বলতে সত্যিকারের কেউ ছিল না কখনো। অন্য একজন ব্লগের হিট কামানোর জন্য মিথ্যা কাহিনী বানিয়েছিল।


একটু ব্যস্ততার মধ্যে আছি প্রামানিক দা। মাঝে মাঝে সময় করে ঢুঁ দিয়ে যাই।

৩| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৮

এস কাজী বলেছেন: ধন্যবাদ চোখের সামনে দেয়ার জন্য। সময় নিয়ে অবশ্যই পড়ব।

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৯

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ এস কাজী।

৪| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার পোস্ট, লাইক দিয়ে আপাতত প্রিয়তে রাখলাম, পরে লিঙ্কে গিয়ে গিয়ে পোস্টগুলো পড়তে হবে। তবে মিথিলা কাহিনীটা আগেই পড়েছি, তো কি? আবার পড়লে কি দোষ? ;) :P

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২১

প্রবাসী পাঠক বলেছেন: থেঙ্কু থেঙ্কু বোকা ভাই। পড়া থাকলেও আবারো পড়ুন। যেন ভালো ভাবে মুখস্ত হয়ে যায়। ;)

৫| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪১

নুর ইসলাম রফিক বলেছেন: মিথিলা নাটকটা খুব জমজমাট ছিল সে সময়।
ও আচ্ছা মিথিলা নাটকের নাট্যকার কি এখনো সামুর সাথে আছেন?

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৩

প্রবাসী পাঠক বলেছেন: হুম মিথিলা নাটকটা অনেক জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়। নাট্যকার এখনো সামুতে আছেন কিনা তা নিশ্চিত না। তবে অন্য নামে থাকতেও পারেন।

৬| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৭

আবু শাকিল বলেছেন: ঘুতা মেরে ঘুরে আসলাম ।
ধন্যবাদ ভাইয়া।

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৫

প্রবাসী পাঠক বলেছেন: শুধু গুঁতা মারলেই হবে না শাকিল ভাই। মুখস্ত করতে হবে। রাতে মহান ডিম নুন পরীক্ষা নিবেন। B-)

৭| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪১

নাইট রিডার বলেছেন: আপনার পোস্টের কল্যানে সামুতে অনেকদিন পর লগ ইন করলাম।
তুতেন খামেনের জাঙ্গিয়া বিষয়ক পোস্ট থাকা উচিত ছিল। আরো উচিত ছিল অপি আপার পোস্ট টিও।

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৭

প্রবাসী পাঠক বলেছেন: জাঙ্গিয়া বিষয়ক পোস্টটার ব্যাকআপ কার ব্লগে যেন দেখেছিলাম তা ভুলে গেছি ভাই। তাই আর দিতে পারি নি। অপি আপাকে মিস করাটা বড় অন্যায় হয়ে গেছে। রাতে অপি আপাকে পোস্টে এড করে দিব।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নাইট রিডার ভাই।

৮| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আগুন পোষ্ট!

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৯

প্রবাসী পাঠক বলেছেন: আগুন নিভানোর জন্য আর এক বিখ্যাত বল্গার প্রিন্স (নাভানার সিভিল ইঞ্জি:) কে ডাকতে হবে মনে হয়।

মন্তব্যের জন্য থেঙ্কু অভি ভাই।

৯| ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার কালেকশন। ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করবার জন্য প্রবাসী ভাইয়া। :) মিথিলা কাহিনীটা জোস ছিলো।প্রথম কয়লাইন পড়ার পর আমি নিজেও দুঃখ-ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম। /:)

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: আবেগকে পুঁজি করেই মিথিলা নাটক তৈরি করেছিল।

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ খেয়ালি দুপুরগুলোয় কিছু উড়োচিঠি ।

১০| ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

সুমন কর বলেছেন: সামু নিয়ে দেখি, ব্যাপুক গবেষণা করেছেন। ;) বিরল পোস্ট। আগে দেখি নাই।

কইশ্যা ৭নং প্লাস দিলাম। ;) (ফেবুতে লিংক দেখে চলে আসলাম)

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৬

প্রবাসী পাঠক বলেছেন: ফ্রি বিজ্ঞাপনের ফেসবুক অসাধারণ। জয়তু ফেসবুক। মন্তব্যের জন্য থেঙ্কু সুমন দা।

১১| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২০

বোকামানুষ বলেছেন: বিখ্যাত জলকণা আফার পোস্টটা ঐ সময়ই পড়ার সুযোগ হয়েছিল কিন্তু নিক ছিলনা বলে মাইনাস এবং কমেন্ট করতে পারি নাই সেজে কি দুঃখ :(( :((

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৯

প্রবাসী পাঠক বলেছেন: জলকণা আফার পোস্টে কমেন্ট করতে না পারার দুঃখে দুঃখিত হলাম। যাই হোক জলকণা আফার পোস্টে কমেন্ট করেন নাই তাতে কি হইছে। অপি আফার ব্লগের লিংক দিলাম, এখানে কমেন্ট করে অশেষ নেকি হাসিল করুন ভাই। ;)

অপি আক্তার

১২| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫২

মায়াবী রূপকথা বলেছেন: দারুন শেয়ার। একএক করে দেখবো এখনি

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫০

প্রবাসী পাঠক বলেছেন: সময় করে দেখুন। প্রতিটি পোস্টই বিনোদনের ডিব্বা।

১৩| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৫

রিকি বলেছেন: ব্যাপক বিনোদন ভাই ;)

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫২

প্রবাসী পাঠক বলেছেন: আগের বিনোদন দাতা বল্গাররা বহুত বিনোদন দিত। এখন আর আগের মত বিনোদন দাতা আসে না।

১৪| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১০

হাসান মাহবুব বলেছেন: কোথায় হারালো সামুর সেই বিনোদন! :((

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: আগের মত হিট আর কমেন্ট পায় না দেখে মনে হয় এখন আর বিনোদন দাতারা আসে না হাসান ভাই।

১৫| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: আহারে মিথিলা, ব্লগ নাচাইয়া ছাড়ছিলো। এমন উন্মাতাল সময় মাঝে মাঝেই ফিরে আসে। এখনো কিন্তু এমন পস্ট আসেনা তা না, এখনো আসে, মজাও হয়। কমেন্টের মাত্রা একটূ কম, কিন্তু বিনোদন সেম।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৬

প্রবাসী পাঠক বলেছেন: মাঝে মাঝে এখনো বিনোদন দাতা আসে কিন্তু রেসপন্স তেমন একটা পায় না। কিছু দিন আগে এক বল্গার কে দেখলাম টিভি সেন্টারে শয়তান দেখার পোস্ট দিল। বেচারার ভাগ্য খারাপ প্রত্যাশিত হিট পায় নাই।

১৬| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫২

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ইশ কত কিছু যে জানিনা।আপনার পোস্ট দেখি লিংকের জাল!
প্রিয়তে নিচ্ছি।একটু ফ্রি হয়েই ভাল করে পোস্টের অলিগলিতে গিয়ে গিয়ে পড়ব।আশাকরি অনেক কিছু জানাও যাবে আর মজাও পাওয়া যাবে। :)

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৮

প্রবাসী পাঠক বলেছেন: প্রতিটি পোস্টের অলিতে গলিতে আছে নিশ্চিত বিনোদনের গ্যারান্টি। পোস্ট প্লাস কমেন্ট প্রতিটিই জোশ।

১৭| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৮

আরণ্যক রাখাল বলেছেন: yap - option টা চালু থাকা দরকার ছিল

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১:০০

প্রবাসী পাঠক বলেছেন: মাইনাস অপশন টা খুব বেশি দরকার এখন।

১৮| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :D :D =p~ =p~

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১:০১

প্রবাসী পাঠক বলেছেন: B-)

১৯| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩০

মাহমুদ০০৭ বলেছেন: লিঙ্ক কম হইছে ভাই । আরেকটু বেশি দিলে ভালা লাগ ত । তারপরও অনেক দিন পর পোস্ট মাইন্না লওয়া যায় ;)

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৩

প্রবাসী পাঠক বলেছেন: শুধু ড্রাফ্‌ট করা আর ব্যান খাওয়া পোস্টের লিংক এড করছি ভাই। এই জন্য কম হয়ে গেছে। নয়ত আরও লিঙ্ক দেয়া যেত। মাইন্না লওয়ার লাইজ্ঞা টেঙ্কু।

২০| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১:০০

সচেতনহ্যাপী বলেছেন: হঠাৎ করেই পোষ্ট,স্মৃতিচারনও বলা যায়।। আমার ব্লগের ধারনা ১১/১২র দিকে।। সুতরাং অজানাকে জানার আগ্রহেই প্রিয়তে নিয়ে রাখলাম।। ধীরে ধীরে পড়বো বলে।। ধন্যবাদ।।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৬

প্রবাসী পাঠক বলেছেন: হ্যা অনেকটা স্মৃতিচারণ করার মতোই। স্মৃতিচারণ এর চেয়ে বেশি হচ্ছে ফাঁকিবাজি পোস্ট। অনেকদিন পোস্ট দেয়া হয় না তাই এটা দিয়ে দিলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

২১| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৮

আমি মিন্টু বলেছেন: শুভ রাত্রী প্রবাসী ব্রাদার । ভাল হয়েছে পোস্টে প্লাস ।
কি ব্যপার ব্রাদার ইদানিং ব্লগে কম দেখছি । ঘটনা কি ব্রাদার ব্লগ ফেবু ভাবীকে সময় দিচ্ছেন । :)

২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৬

প্রবাসী পাঠক বলেছেন: ব্যস্ততার জন্য ব্লগে সময় কম দেয়া হচ্ছে ইদানিং। ফেবুতেও খুব একটা সময় দেয়া হয় না।

শুভ সকাল মিন্টু ভাই।

২২| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪৫

যুদ্ধমন্ত্রী বলেছেন: কম্পুটার বিজ্ঞানী স্যার ডঃ মেহাম্মদ জাকারিয়া স্যারকে (আবারো স্যার না বসাইলে মনে হইতাছে সম্মান প্রদর্শন কম হইল) মিস করতেছি :(( স্যারের পোস্ট পড়ে যতদূর বুঝতে পারলাম, আগে ব্লগিং-এ না আইসা চরম ভুল করছি। নিদান পক্ষে স্যারের একটু পদধূলিতো পাইতাম :(
পোস্ট দুপুরেই প্রিয়তে।

২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৯

প্রবাসী পাঠক বলেছেন: স্যারের সম্মানের প্রতি আমাদের সকলের লক্ষ্য রাখা উচিৎ। স্যারের সময়তে ব্লগিং করতে না পারার আক্ষেপ আমারও আছে। স্যার আপনি যেখানেই থাকুন ফিরে আসুন। আমরা আপনার ভক্তকুল অধীর অপেক্ষায় আছি।

মন্তব্যের জন্য ধন্যবাদ যুদ্ধমন্ত্রী।

২৩| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৬

তপ্ত সীসা বলেছেন: এইসবের পিছনে ছিলাম আমি। আমি রুবেলরে কইছিলাম তুমি ছাইয়া মাইয়া আইডি বানাও, বানাইলো, ধইরা রাখতে পারলোনা, ধরা খাইলো। শাহরুখের লাইগা ওই মাইয়ারে ব্রেইন ওয়াশ কইরা বললাম পুস্ট দ্যাও, ও নির্দেশ পাইয়া কাইন্দালাইয়া পুস্টাইলো। জন্ম দিলো ব্লএর ইতিহাসের সেরা পুস্টের। জাকারিয়া রে কইলাম দ্যাও ডায়লগ কম্প্যুটার লইয়া, ও দিল আলগা কইরা দিলো। আর জ্ঞানের কথা পৌছাইলো অসীম উচ্চতায়। আবার আপনেও যে এই পুস্ট দিলেন, কেন দিলেন? আমি কালকে আপনারে ইসারা করলাম পুস্ট দেন, এইসব নাদান বাচ্চাগো জানা উচিত। আপনিও জানাইলেন। সবই ইশারার খেলা ভায়া =p~

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৭

প্রবাসী পাঠক বলেছেন: ওহ মোর খোদা এইয়া মুই কি দেখলাম। সকল কিছুর পিছনে দেখি এই এক লোক। তয় গোস্বা খাইলাম! আফনে না কইলেন আমাদের মধ্যকার শলা পরামর্শ গোপন রাখবেন। এখন দেখি সব ফাঁস কইরা দিলেন। B-)

২৪| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৫

-সাইরাস বলেছেন: হাহাহা, জাকারিয়া ভাইয়ের পোস্টটা সত্যিই দারুন ! জাকারিয়া ভাইকে আমার সশ্রদ্ধ সালাম ।

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৯

প্রবাসী পাঠক বলেছেন: স্যার জাকারিয়ার আগে সব সময় স্যার উল্লেখ করিতে হইবেক যে! স্যার উল্লেখ না করা উনার শানে বেয়াদবি। চরি বলেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে সাইরাস।

২৫| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৯

এহসান সাবির বলেছেন: কিছু দুষ্টু ব্লগার এর যন্ত্রণা আর বেরসিক মডুদের জন্য পোস্টগুলো সামুর পেইজ থেকে উধাও হয়ে গেছে। সাথে উধাও হয়ে গেছে ইমন ভাইয়ে লিংকটি :(

চমৎকার পোস্ট।

শুভেচ্ছা।

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১:০০

প্রবাসী পাঠক বলেছেন: ইমন ভাইয়ের লিঙ্ক উধাও হয়ে যাওয়াটা খুবই দুঃখজনক।

২৬| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

লেখোয়াড়. বলেছেন:
দেখতে থাকি কে কি বলে এখানে।

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১:০২

প্রবাসী পাঠক বলেছেন: শুধু দেখবেন, আপনি কিছু বুইল্বেন না!

মন্তব্যের জন্য ধন্যবাদ লেখোয়াড় ভাই।

২৭| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

মনিরা সুলতানা বলেছেন: সামুর ইতিহাস।
মজা পাইলাম

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১:০২

প্রবাসী পাঠক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ মনিরা আপু।

২৮| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ২:০২

সচেতনহ্যাপী বলেছেন: ঘুরে আবার এলাম।।প্রিয়তে নেয়া থেকে একটা একটা করে পড়ছি আর ব্লগকে,এর পরিবেশে উপলব্ধি করার চেষ্টাও চলছে।।ভাবার অনেক খোরাকই আছে।। কিন্তু হঠাৎ করেই এমন "ফাঁকিবাজি পোস্ট"য়ের পিছনে কি?? বাধা না থাকলে জানতে মন চাইছে।।
আসলে ব্লগে আমাদের সরল বিশ্বাসকে পুজি করেই অনেকে হিট!!
অনেক প্রশ্ন আর জবাব না চেয়ে, সত্যি বলে মেনে নেওয়ার ব্লগীয় রেওয়াজকে ঠকানো হয় - পদ্ধতিতে শুধুই অবহেলা আর ঘৃনা।। ধন্যবাদ।।

২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০২

প্রবাসী পাঠক বলেছেন: মৌলিক পোস্ট লেখার মত সময় আর ধৈর্য পাচ্ছিলাম না। তাই এই ধরনের ফাঁকিবাজি পোস্ট দেয়া। ফিরতি মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইল।

২৯| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বিনুদুন গুলো মিস করি ।


কোথায়া হারিয়ে গেলু


দারুণ পোস্ট আব্বাস ভাই।

২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০৩

প্রবাসী পাঠক বলেছেন: বিনোদনগুলো সবাই মিস করছি।

ধন্যবাদ প্রিয় বঙ্গভূমির রঙ্গমেলায়।

৩০| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪১

মহান অতন্দ্র বলেছেন: হুম মিথিলা ব্যাপারটা কেমন উদ্ভট, দুঃখজনক, তবে বেশ বিনোদন।

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৭

প্রবাসী পাঠক বলেছেন: মিথিলা নিকটাই সম্ভবত ব্লগের প্রথম ছাইয়া নিক ছিল। তারপর তো ছাইয়া নিকের ছড়াছড়ি ব্লগে।

৩১| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১২

এহসান সাবির বলেছেন: দেশে আসবার কথা ছিল.......

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৮

প্রবাসী পাঠক বলেছেন: সাবির ভাই এ বছর আর সম্ভব হচ্ছে না। এখন আগামি বছরের সম্ভাবনা দেখছি।

৩২| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৫

তুষার কাব্য বলেছেন: আহারে ! কত কিছু মনে পড়ে :) কই গেল সেই দিন গুলো !!!

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৮

প্রবাসী পাঠক বলেছেন: সেই দিনগুলো পোকায় খেয়ে ফেলেছে ভাই।

৩৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৩

ঘুড়তে থাকা চিল বলেছেন: মিথিলা রহস্যে পড়তে পড়তে কাহিল হয়ে গেলাম, প্রিয়তে রাখলাম ৷

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৮

প্রবাসী পাঠক বলেছেন: দুঃখিত ভাই মন্তব্যের উত্তর দিতে অনেক দেরি হয়ে গেল।

মিথিলা শেষ হলে বাকিগুলো পড়ে দেখুন। বিনোদন আর বিনোদন পাবেন। মন্তব্য এবং প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ ভাই।

৩৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০১

আমি তুমি আমরা বলেছেন: আরো কিছু এপিক পোস্ট এড করতে পারেন। যেমন- সাঃ উঃ জাঃ মোর্শেদ কুতুব মজনুর "তিনি বাংলার অহংকার"।

এটা বসের ব্লগ লিংক। একবার ঘুরে আসতে পারেন। ;) :P

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪১

প্রবাসী পাঠক বলেছেন: এই মহান লোককে চিনি ভাই। উনি তো মাল্টিটাস্কার। একের ভিতর অসংখ্য প্রতিভা। উনার পেইজের পোস্টগুলো এখনো ব্লগে আছে দেখে এড করি নি। শুধু রিমুভ হওয়া পোস্ট দিয়েছি তাই এড করি নি।

ধন্যবাদ জানবেন প্রিয় আমি তুমি আমরা।

৩৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

শায়মা বলেছেন: ইতিহাস বইটা মজার হয়েছে!:)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৫৭

প্রবাসী পাঠক বলেছেন: থেঙ্কু থেঙ্কু

৩৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

মশিকুর বলেছেন:
সেইসব উত্তাল দিনগুলোর কথা মনে পইড়া গেল :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৫৭

প্রবাসী পাঠক বলেছেন: পুরানো সেই দিনের কথা .।.।.।.।.।.।.।

৩৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯

শাহাদাত হোসেন বলেছেন: শিক্ষনীয় পুষ্ট শেয়ারের জন্য থেংকু

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৫৮

প্রবাসী পাঠক বলেছেন: পোস্টটা পড়ার জন্য আপ্নাকেও থেঙ্কু

৩৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪১

জুন বলেছেন: ইতিহাস খুড়ে বের করে আনার জন্য প্রবাসী পাঠককে এক রাশ সেই আমলের প্রিয় জিনিস ধৈন্যা :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০২

প্রবাসী পাঠক বলেছেন: থেঙ্কু থেঙ্কু জুন আপা।

৩৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৮

প্রবাসী পাঠক বলেছেন: ঈদ মোবারক সাবির ভাই।

৪০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:

" গবেষণালব্ধ সেই পোস্ট - যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারণ। "

-বেকুবীর সামিল।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৮

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। এখানে যে কয়টা পোস্ট আছে সব কয়টাই বেকুবি পোস্ট। এদের মধ্যে সবচেয়ে বড় বেকুব কে এইটাই খুঁজে দেখতে হবে।

৪১| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩০

খেয়া ঘাট বলেছেন:
স্বপ্নবাজ অভি বলেছেন: আগুন পোষ্ট!

লেখক বলেছেন: আগুন নিভানোর জন্য আর এক বিখ্যাত বল্গার প্রিন্স (নাভানার সিভিল ইঞ্জি:) কে ডাকতে হবে মনে হয়।

মন্তব্যের জন্য থেঙ্কু অভি ভাই।---হাহাহাহাহাহাহাহা

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: অনেকদিন পর ব্লগে আপনাকে দেখে ভালো লাগছে প্রিয় খেয়া ঘাট ভাই।

৪২| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পনেরোতম লাইক। বেশ ভালো লাগলো। কিছু পোষ্টে ঢুকে কমেন্ট গুলো পড়ে হাসতে হাসতে শেষ। এখন এমন বিনোদন নাই কেন? :(

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩

প্রবাসী পাঠক বলেছেন: লাইক আর কমেন্ট এর জন্য থেঙ্কু থেঙ্কু। বিনোদন এখনো আসে মাঝে মাঝে কিন্তু আগের মত লাইম লাইটে আসে না।

৪৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১১

তামান্না তাবাসসুম বলেছেন: চমৎকার কালেকশনের জন্য অসংখ্য ধন্যবাদ :)

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ তামান্না তাবাসসুম।

৪৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩২

ডি মুন বলেছেন: প্রবাসী ভাউ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ :)


ট্যাও ট্যাও :-B ট্যান ট্যানা অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ B-))

আওয়াজ রেখে গেলাম B-))

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২১

প্রবাসী পাঠক বলেছেন: ওয়ালাইকুম আস সালাম।

ঢিচকিয়াও!! আওয়াজ বুইঝা পাইছি।

৪৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৯

এহসান সাবির বলেছেন: আপনার জন্য কয়েকটা ছবি আছে।

:)

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮

প্রবাসী পাঠক বলেছেন: দ্রুত পোস্ট দেন সাবির ভাই। আপনার সাজেশন এর মুভিগুলো অসাম হয়। আমি ইদানিং স্প্যানিশ মুভি দেখছি। স্প্যানিশ থ্রিলার মুভিগুলো দারুণ।

৪৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৬

এহসান সাবির বলেছেন: পোস্ট দেবার সময় পাচ্ছি না। :(
আমি অবশ্য অন্য ছবির কথা বলেছি। কোন একদিন বলেছিলাম মনে হয় সেই ছোটবেলার জিনিস গুলির বিষয় নিয়ে..... :)
এবার ঈদে মিলে গেল... তখনি মনে পড়ল আপনার কথা.... আপনার জন্য ছবি গুলো তুলেছি।





২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩২

প্রবাসী পাঠক বলেছেন: থ্যাংকস সাবির ভাই।

৪৭| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৬

এহসান সাবির বলেছেন:

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাবির ভাই। আহ! আর একবার যদি খেয়ে দেখতে পারতাম। অনেক অনেক কৃতজ্ঞতা সাবির ভাই।

৪৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আহ ! কি মনে করায় দিলেন। সামু হইলো এক ইতিহাস। এইখানে যে কত কিছু ঘটছে এই জৈবনে ..... ;)

০১ লা ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৫৫

প্রবাসী পাঠক বলেছেন: সামু নিশ্চিত বিনোদন এর জায়্গা। বাকি সবাই ধোকা দিলেও সামু কখনো বিনোদন দিতে ধোকা দিবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.