নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসে অশান্তির নীড়।

No matter what happens, or how bad it seems today, life does go on, and it will be better tomorrow.

প্রবাসী পাঠক

প্রবাসী পাঠক › বিস্তারিত পোস্টঃ

আসুন পরিচিত হই একজন লেখা চোর ব্লগার (!!!) \'আততায়ী আলতাইয়ার\' এর সাথে!

০৬ ই জুন, ২০১৭ রাত ৩:৪২

সম্মানিত সহ ব্লগারগণ, চলুন ঘুরে আসি আততায়ী আলতাইয়ার নামের এই লেখা চোর ব্লগার এর পাতা থেকে! এই চোরের ব্লগ পাতায় ঢুকলেই হেডারে দেখতে পাবেন - এখন মাস্টার্স শেষ বর্ষে আছি। বই পড়া, খেলাধুলা, গান শোনা, মুভি দেখা ও গেমিং অনেক ভালো লাগে। বেশ কয়েকটি শখের কথা উল্লেখ করলেও প্রধান শখের কথা অবশ্য তিনি উল্লেখ করেন নি। অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেয়া যে উনার প্রধান শখ এই কথাটা লিখতে হয়ত উনি ভুলে গিয়েছিলেন।

নিজের পরিচয় অংশেও লিখে রেখেছেন ভুল কিছু ইনফো! এখানে তিনি লিখেছেন - এই পৃথিবীতে আমার প্রশ্নের কোন অন্ত নেই, কেবল উত্তর খুজে বেড়াই, কখন খুব তাড়াতাড়ি উত্তর পেয়ে যাই আর না পেলে দুই এ দুই এ চার মিলিয়ে নিই এখানে লেখা কথাগুলো একটু উলট পালট করে লিখলেই বরং বাস্তবসম্মত হত। এই পৃথিবীতে লেখার বিষয়বস্তুর কোন অন্ত নেই, কেবল লেখার জন্য নিজের ভিতর কিছু থাকতে হয়! যেহেতু নিজের ভিতর কিছু নেই তাই দুই এ দুই চার মিলিয়ে অন্যের লেখা কপি করে নেই।


বাংলাদেশের অনলাইন জগতে লেখা চুরি এখন অনেকটা মহামারির পর্যায়ে চলে গিয়েছে। অন্যের লেখা নিজের নামে চালিয়ে দিয়ে বাহবা কুড়ানো যেন খুব সাধারণ একটি বিষয় হয়ে গিয়েছে। ব্লগারদের লেখা ইচ্ছামত নিজের নামে চালিয়ে দিচ্ছেন তথাকথিত ফেসবুকাররা। এই চুরির খেলায় সদ্য যোগ দিয়েছেন আমাদের মাননীয় সেলফি মন্ত্রীও! সেলফি মন্ত্রী অবশ্য লেখার নিচে কালেক্টেড নামের এক অদৃশ্য লেখকের নাম নিয়েছিলেন। আমাদের সহ ব্লগার বিলিয়ার রহমান কয়েক মাস আগে ধারাবাহিক পোস্ট করেছিলেন ব্লগারদের লেখা চুরি হয়ে যাওয়া নিয়ে। এবার একটু মুদ্রার উল্টো দিকে নজর দেয়া যাক। আমাদের এই মহা গুণী চোর ফেসবুকের লেখাগুলো ব্লগে নিজের নামে চালিয়ে দিয়ে মহা জ্ঞানী সেজে বসে আসেন।

এই মহাজ্ঞানী চোর ব্লগে পোস্ট করেছেন ৮৫ টি। যার অধিকাংশ লেখাই অন্যের টাইম লাইন থেকে চুরি করা। সম্প্রতি উনি একটি সিরিজ লেখা দিয়ে যাচ্ছেন উসমানীয়া খিলাফত নিয়ে। যার একটি লাইনও উনার নিজের লেখা না। উনার নিজের লেখা না হলেও নির্লজ্জের মত নিজের নামে চালিয়ে যাচ্ছেন। লেখা চোরের ভাগ্যে আবার নির্বাচিত পাতায় লেখা স্থান পাওয়ার পুরুস্কারও পেয়েছেন। ধারাবাহিকভাবে এই লেখা চোরের চুরির প্রমাণ উপস্থাপন করছি।

"অটোমানদের অ্যাড্রিয়ানোপল জয়" সুলতান প্রথম মুরাদ - উসমানীয়_খিলাফত শিরোনামে প্রথম পর্বের লেখা ছাপা হয় ২৫ শে মে, ২০১৭ সালে। চোর এই লেখাটা সংগ্রহ করেন Prince Muhammad Sajal এর পহেলা এপ্রিল ২০১৬ এর লেখা থেকে। Prince Muhammad Sajal এর লেখার লিঙ্ক - ফেসবুকে সজল এর লেখার লিংক

এই সিরিজের দ্বিতীয় পোস্ট সুলতান প্রথম মুরাদ - উসমানীয়_খিলাফত - ২ আসে ২৭ শে মে, ২০১৭ সালে। মুল লেখাটি সজল লিখেন এপ্রিল ৪ ২০১৬ সালে। মুল লেখার লিংক - সুলতান প্রথম মুরাদ - উসমানীয়_খিলাফত - ২ এর মুল লেখা

প্রথম দুই পোস্টের সাফল্য চোরকে অনুপ্রাণিত করে সিরিজের তৃতীয় লেখা খুব দ্রুত পাবলিশ করতে। ২৮ শে মে চোর সুলতান প্রথম মুরাদ - উসমানীয়_খিলাফত - ৩ শিরোনামে সিরিজের তৃতীয় লেখা পোস্ট করেন। সিরিজের এই পর্বটি নেয়া হয় একই লেখকের এপ্রিলের ৮ তারিখের পোস্ট থেকে। লেখার মুল লিঙ্ক - সুলতান প্রথম মুরাদ - উসমানীয়_খিলাফত - ৩ মুল লেখার লিঙ্ক

সিরিজের চতুর্থ পোস্ট
লেখা চোর ব্লগারের লেখার লিংক - সুলতান প্রথম মুরাদ - উসমানীয়_খিলাফত - ৪

মুল লেখার লিঙ্ক - সুলতান প্রথম মুরাদ - উসমানীয়_খিলাফত - ৪

সিরিজের পঞ্চম পোস্ট -
লেখা চোর ব্লগারের লেখার লিংক - সুলতান প্রথম মুরাদ - উসমানীয়_খিলাফত - ৫

মুল লেখার লিঙ্ক - সুলতান প্রথম মুরাদ - উসমানীয়_খিলাফত - ৫

সিরিজের ষষ্ঠ পোস্ট -

লেখা চোর ব্লগারের লেখার লিংক - সুলতান প্রথম মুরাদ(শেষ) - উসমানীয়_খিলাফত - ৬

মুল লেখার লিঙ্ক - সুলতান প্রথম মুরাদ(শেষ) - উসমানীয়_খিলাফত - ৬

সপ্তম পোস্ট -
লেখা চোর ব্লগারের লেখার লিংক - সুলতান বায়েজীদ দ্যা থাণ্ডারবোল্ট - উসমানীয়_খিলাফত - ৭

মুল লেখার লিঙ্ক - সুলতান বায়েজীদ দ্যা থাণ্ডারবোল্ট - উসমানীয়_খিলাফত - ৭

অষ্টম পোস্ট
লেখা চোর ব্লগারের লেখার লিংক - নিকোপলিসে ক্রুসেড-সুলতান বায়েজীদ দ্যা থাণ্ডারবোল্ট-উসমানীয়_খিলাফত - ৮

মুল লেখার লিঙ্ক - নিকোপলিসে ক্রুসেড-সুলতান বায়েজীদ দ্যা থাণ্ডারবোল্ট-উসমানীয়_খিলাফত - ৮


অন্যের লেখা চুরি করে পুরো সিরিজ চালিয়ে যাচ্ছেন তিনি। আবার কমেন্টে ধন্যবাদ গ্রহন করছেন। অনেক স্টাডি করে লিখছেন বলে দাবি করা হচ্ছে। নির্লজ্জতার ছোট্ট একটি উদাহরণ নিচে দেয়া হল ।



অনলাইন চুরির মহামারিতে ব্লগারদের লেখার উপর যতটুকু আস্থা ছিল, এই ধরনের চোরেরা ব্লগারদের খাতায় নাম লিখিয়ে ব্লগারদেরও চোরের কাতারে নামিয়ে দিচ্ছে। ব্লগ কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই চোরের সকল লেখা মুছে দিয়ে চোরের ব্লগ পেইজ আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক।

মন্তব্য ৯৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৯৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৭ রাত ৩:৫০

সচেতনহ্যাপী বলেছেন: এভাবে উলঙ্গ করে দিলেন!!

০৬ ই জুন, ২০১৭ রাত ৩:৫২

প্রবাসী পাঠক বলেছেন: চোরের সাথে এমনটাই হওয়া উচিৎ। অন্যের লেখা চুরি করে ব্লগার হয়ে গেছে এইটা!

২| ০৬ ই জুন, ২০১৭ রাত ৩:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: আমি আসলেও লজ্জিত।। যতটুকুকু জানি ব্লগ নিজস্ব লেখা নিয়েই!~~

০৬ ই জুন, ২০১৭ ভোর ৪:০৩

প্রবাসী পাঠক বলেছেন: ফেসবুকের চুরিগুলো কোন রকম সহ্য করা যায়! কিন্তু ব্লগে যদি চুরি করে লেখা পাবলিশ করে তখন হতাশ হতে হয়।

৩| ০৬ ই জুন, ২০১৭ ভোর ৪:০৯

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও আমি হতাাশ।।। নিজে হয়তো পারি না, কিন্তু অন্যের ভাল লাগা পোষ্টেও যখন এমন হতাশ হতে হয়, তখন বিশ্বাসটাও দুমরে মুচরে যায়।।। ্
ধন্যবাদ এমন পোষ্টের জন্য।। আপনারাই থাকুন অহরহ, এই কাামনায়।।

০৬ ই জুন, ২০১৭ ভোর ৪:১২

প্রবাসী পাঠক বলেছেন: ব্লগের লেখাগুলোর উপর একটা আস্থা এমনিতেই চলে আসে। এদের জন্য এখন ব্লগের লেখার উপর প্রশ্নবোধক চিহ্ন চলে আসে। এই চোরদের বিতারিত করে আস্থার জায়গা ফিরিয়ে আনতে হবেই।

৪| ০৬ ই জুন, ২০১৭ ভোর ৪:১৯

সচেতনহ্যাপী বলেছেন: সহমত।। আমরা যা পড়ি এখাানে সহজ মনে তাাই বিশ্বাাস করি।। এই বিশ্বাসকে নিয়ে ছিনিমিনি খেলাও যে বিশ্বাস করবো, এটাও ভাবা যযায় না।। বয়কট করলাম নকলবাজ কে।। ভাল থেকে ধরিয়ে দেবেন এদের, এই কামনায়।।

০৬ ই জুন, ২০১৭ ভোর ৪:২১

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ ভাই

৫| ০৬ ই জুন, ২০১৭ ভোর ৫:২৩

এম এ কাশেম বলেছেন: এটা তো চুরি নয় ভাই, ডাকাতি।

ডাকাতিকে চুরি বলায় আপনার বিরুদ্ধে যদি মান হানির মামলা করে
তবে তা সম্পূর্ণ যুক্তিযুক্ত বলে মনে করি।

ডাকাতকে চোর বলা নিসন্দেহে মানহানিকর।

তবে লেখা ডাকাত চিনে রাখলাম।

০৬ ই জুন, ২০১৭ ভোর ৫:৩৩

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা! সত্যি ভুল হয়ে গেছে। ডাকাতটার বিরুদ্ধে ব্লগ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবেন এই প্রত্যাশা রাখি।

৬| ০৬ ই জুন, ২০১৭ সকাল ৭:৩০

জগতারন বলেছেন:
এইভাবে চুরি ??
ব্লগার আততায়ী আলতাইয়ার-এর এ সিরিজটি আমার প্রিয় একটি পড়ার বিষয় ছিল।
এখন আমার এ পড়ার বিষয় পাবো কোথায় ??
বাধ্য হয়েই আমাকে Prince Muhammad Sajal -এর ব্লগের খোজ বাহির করতে হবে।
সামু'তে কি তার অ্যাকাউন্ট আছে ? নাকি তার ফে-বু'ই আমাকে যেতে হবে এ সিরিজ টি পড়তে ??

০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:৩৪

প্রবাসী পাঠক বলেছেন: মুল লেখকের ব্লগে কোন আইডি নেই। উনার লেখা ফলো করতে হলে ফেসবুকেই দেখতে হবে আপাতত।

৭| ০৬ ই জুন, ২০১৭ সকাল ৯:১৭

বিজন রয় বলেছেন: এই ব্লগারের এই ব্যাপারটি আমিও খেয়াল করেছি। কিন্তু ওরকম নির্লজ্জ তো ব্লগে তো অনেকেই আছে।

ভাল করেছেন আজ আপনি এটা নিয়ে পোস্ট দিয়ে।

০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:৩৯

প্রবাসী পাঠক বলেছেন: চোরের কমেন্টটা দেখেন বিজন দা! কতটা নির্লজ্জ এই চোর।

৮| ০৬ ই জুন, ২০১৭ সকাল ৯:৩২

খরতাপ বলেছেন: উসমানিয়া খেলাফত সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ প্রবল। সে আগ্রহে কিছুটা হলেও রসদ যুগিয়ে উনি কিছুটা প্রশংসার কাজ করেছেন। তবে লেখার শেষে যদি (সংগৃহীত) শব্দটা লিখে দিতেন, তাহলে আর কোন সমস্যা থাকত না।

এদিকে আরেকজন ব্লগার ব্লগে ক্রমাগত দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে সামুর কাছে লাগাতার অভিযোগ করেও কোন ফল হচ্ছেনা। কি করি বলুন তো! আমি ভাবছি সামু যদি এই ভয়াবহ অভিযোগে কোন পাত্তা না দেয়, তাহলে তথ্য প্রযুক্তি আইনে মামলা করে দেব। আপনাদের পরামর্শ চাই। এই নির্লজ্জ বেহায়ার ব্লগের লিঙ্ক Click This Link

০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৩

প্রবাসী পাঠক বলেছেন: আপনার কমেন্টে লাইক না দিলে মহা পাপ হয়ে যাবে! আপনি একদম সঠিক কথা বলেছেন। আপনার আগে এমন সত্য উচ্চারণ আর কেউ করার সাহস দেখায় নি। আপনার কমেন্ট একদম চোরের সাক্ষি গাইট কাঁটার মত হয়েছে। সংগৃহীত লিখে দিলে আর সমস্যা হত না এইটা কই থাইক্কা পাইছেন? একজনের লেখা তাঁর অনুমতি ছাড়া অন্য কেউ প্রকাশ করবে আর তাঁর নামের জায়গায় সংগৃহীত লিখে দিবে, তাতে আর সমস্যা থাকবে না! এই ভন্ডামি কই থাইক্কা পাইছেন?

৯| ০৬ ই জুন, ২০১৭ সকাল ৯:৩৬

নয়ন বিন বাহার বলেছেন: একেবারে দাড়ি,কমা,ইন্টু-ইজিকল্টু সহ নকল করেছে দেখলাম।
কি যে মজা পায়।
কে বলতে পারে?????? X( X( X(

০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৫

প্রবাসী পাঠক বলেছেন: নিজে লেখার মত মেধা না থাকলে আর কি করা! তখন কপি পেস্ট শেষ ভরসা।

১০| ০৬ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: চোরেদের নিয়ে আর পারা যায়না।
সকল চোরদের ব্লগ থেকে বিদায় করা হোক।

০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৬

প্রবাসী পাঠক বলেছেন: সকল চোরদের ব্লগ থেকে বিদায় করা হোক।

১১| ০৬ ই জুন, ২০১৭ সকাল ৯:৫১

আরইউ বলেছেন: আপনার কেন মনে হচ্ছেনা এই ব্লগার আর ফেসবুকের লেখক একই ব্যক্তি হতে পারেন? ব্লগারের ইউআরএল-এর নামটা খুব কাছাকাছি!!

০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৯

প্রবাসী পাঠক বলেছেন: ভাইজান, এই কমেন্ট করার আগে আপনার কেন মনে হল না, পর্যাপ্ত তথ্য প্রমাণ ছাড়া লেখক এই পোস্ট দেন নি?

এই সিরিজের মুল লেখক আমার পরিচিত।

১২| ০৬ ই জুন, ২০১৭ সকাল ৯:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: এই ব্যাপারে কি দেশে কোন আইন কানুন নেই? আই মিন, এটা রীতিমতো প্রহসন। প্রতিটা লিখাই লেখকের সন্তানের মতো আর আজকাল অনলাইন যেহেতু লেখালেখির একটা প্ল্যাটফর্ম হিসেবে দাড়িয়েই গিয়েছে লেখাচুরির বিষয়টা নিয়েও সিরিয়াসলি ভাবার সময় এসেছে। আরো বছর খানেক আগে সম্ভবত ইনবক্সে একজন আমাকে কয়েকটি পেজের ঠিকানা দিলেন, গিয়ে দেখলাম কি দারুণ ভাবে পেজ গুলো আমার কাব্য-কথা দিয়ে দারুণভাবে চলছে! অনুভূতি কেমন, আমি জানি! সেটা না হয়, মেনেই নিলাম। ব্লগ থেকে ফেসবুকে যেতেই পারে, কপি হতেই পারে। ব্লগাররা তো স্বতন্ত্র, তাদের তো নিজস্ব চিন্তার শক্তি আছে। যাই হোক, এমন চোর সমাজে আছেই, একজন দিয়ে সবাইকে বিচার করা ঠিক না। ব্লগ থেকে, হয়তো তাঁকে সুলেমানী ব্যান দেয়া হবে। কিন্তু এই সিরিজ লিখতে যে পরিমাণ পড়াশুনা করার প্রয়োজন হয়, যে পরিমাণ সময় দিতে হয় সেটা একজন করলো আর আরেকজন দিব্যি তার সব কিছু ছিনিয়ে নিয়ে গেলো, এটার বিচারের জন্য অন্তত আইন প্রয়োগকারী সংস্থার সহযোগীতায় হলেও পেছনের মানুষটাকে একবার সামনে আনা দরকার।

০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:৫২

প্রবাসী পাঠক বলেছেন: বাংলাদেশে ইন্টারনেট সহজপ্রাপ্তির কারণে এই চোরদের উৎপাত এত বেশি। এগুলরে জুতামাইসিন করা গেলে শান্তি পাইতাম।

১৩| ০৬ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৩

হাসান মাহবুব বলেছেন: রিপোর্টা করি গা যাই।

০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৬

প্রবাসী পাঠক বলেছেন: থেঙ্কু হাসান ভাই।

১৪| ০৬ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: @খরতাপ, শুধু সংগৃহীত শব্দটা কিভাবে একটা লিখা চুরিকে লিগ্যালিটি এনে দেয়? যে লিখলো কষ্ট করে তার প্রাপ্তি কি? কেউই তো জানলোনা, অন্যের লিখা পোষ্ট করলে অবশ্যই মূল লিখার কিংবা তথ্যসূত্রের লিংক সংযোজন করতে হয়।

১৫| ০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:০০

মনিরুল ইসলাম বাবু বলেছেন: @ লেখক, বিষয়টা কি ফেইসবুকে যিনি লিখছেন উনার নজরে কি এনেছেন/দিয়েছেন ?

০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৬

প্রবাসী পাঠক বলেছেন: মুল লেখক অবগত আছেন।

১৬| ০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ফেসবুকে যিনি লিখেছেন তিনি খেয়াল করে কি করা যায় জানতে চেয়ে যোগাযোগ করেছিলেন, তার ব্লগে একাউন্ট নেই। সুতরাং ব্লগে ব্যাপারটা জানানোর জন্য কাউকে না কাউকে তো পোষ্ট দিতেই হতো।

১৭| ০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:১২

আততায়ী আলতাইয়ার বলেছেন: গাইল পাড়েন রিপোর্ট করেন আর যাই করেন। ইনফো গুলো পড়লেই অকে। ব্লগে ফেমাস হবার জন্য আসি নাই। ব্লগের মর্ডান হিস্ট্রিয়ানরা প্রায়শ অটোমানদের নিকৃষ্ট পর্যায় উপস্থাপন করতে চাই তাই তথ্যগুলো উপাস্থপন করি যদিও চুরির ব্যাপারটা আনইথিকাল। কিন্ত তা নিয়ে টেনস নই। পাবলিক আমাই আইডিতে গাইল দিতে আসলেও ইনফো গুলো পড়বে। আমারে চোর হিসাবে সাব্যস্ত করলেও এটা রিয়ালাইজ করতে পারবে যে মধ্যযুগে কেন অটোমানরা ইনপোর্টেন্ট ছিলো

০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:৩২

প্রবাসী পাঠক বলেছেন: আপ্নারে গাইল পাইরা কি লাভ আছে? গাইল খাইতে হইলেও নুন্যতম যোগ্যতা লাগে। গাইল খাওয়ার মত যোগ্যতাও তো আপ্নের নাই। আর কইছেন ব্লগে ফেমাস হইতে আসেন নাই। কথা সত্য আপ্নে তো ব্লগে আইছেন চুরি কইরা লেখা প্রকাশ করতে। ফেমাস হইতে হইলে মেধা নামক একটা জিনিস থাকা লাগে!

আর চোরেরা চুরি জাস্টিফাই করার লাইজ্ঞা পিছলাইব এটা স্বাভাবিক। হের লাইজ্ঞা আপ্নের কমেন্টের রিপ্লাই প্রমাণ হিসাবে রাইখা দিছি। পোস্টে খালি একটা এড করছি। সেই খানে তো আপ্নে লিখছেন কইয়া দাবি করলেন?

১৮| ০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:২৪

প্রবাসী পাঠক বলেছেন: উপ্রের কমেন্টের উত্তর একটু পড়ে দিতাছি আগে চোরের কমেন্ট এর উত্তর দেই!

১৯| ০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:২৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আরেব্বাস, চোরের উত্তর দেইখ্যা টাস্কি খায়া গেলাম ।

০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৯

প্রবাসী পাঠক বলেছেন: চোরের কাছ থেকে এর চেয়ে ভালো আর কি আশা করা যায়!

২০| ০৬ ই জুন, ২০১৭ সকাল ১১:০৮

প্রথমকথা বলেছেন: এই সব চোরদের ব্লগ থেকে বের করে আজীবনের নিষিদ্ধ করে দেয়ার অনুরোধ রইল।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৯

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ

২১| ০৬ ই জুন, ২০১৭ সকাল ১১:১৬

সাহসী সন্তান বলেছেন: বিশিষ্ট চোর মহাশয়ের মন্তব্য দেইখা আর লগইন না কইরা থাকতে পারলাম না। ইয়ে মানে এই ধরনের বিষয় গুলা দেখলে আমার মধ্যে আবার একধরনের জেহাদী জোশ চইলা আসে তো সেইজন্যই আর্কি! তো আসেন আর দেরি না কইরা বিশিষ্ট চোরের মন্তব্যটার একটা পোস্টমর্টেম কইরা ফেলি.... ;)

"গাইল পাড়েন রিপোর্ট করেন আর যাই করেন। ইনফো গুলো পড়লেই অকে। ব্লগে ফেমাস হবার জন্য আসি নাই।"

- আপনারা কেউ বিশ্বাস করবেন কিনা জানি না। আমি আজ পর্যন্ত এমন একজন ব্লগার পাইলাম না, যে নিজ মুখে স্বিকার কইরা নিছে; সে পোস্ট লিখে এই ব্লগে হিট হইবার জন্য আসছে। কিন্তু মজার বিষয়টা হইলো, ব্লগে যখনি হিট সিকিং মেন্টালিটির ব্লগারদের লিস্ট তৈরি করা হয়, ঠিক তখই অত্যন্ত আশ্চার্যজনক ভাবে সেই সমস্থ ব্লগারদের নামই সবার আগে সামনে চইলা আসে।

তো বিশিষ্ট চোর সাহেব, খুব ভাল কথা আপনি ব্লগে হিট হইবার জন্য আসেন নাই। কিন্তু এইটাই যদি আপনার উদ্দেশ্য না হইয়া থাকে, তাইলে আপনি আম্রে একটা কথা কনতো, যে সকাল বিকাল তাইলে ক্যান আপনি অযথা কপি-পেস্ট পোস্ট প্রসব কইরা অকারণে প্রসব বেদনা সয্য করতেছেন? X(

"ব্লগের মর্ডান হিস্ট্রিয়ানরা প্রায়শ অটোমানদের নিকৃষ্ট পর্যায় উপস্থাপন করতে চাই তাই তথ্যগুলো উপাস্থপন করি যদিও চুরির ব্যাপারটা আনইথিকাল। কিন্ত তা নিয়ে টেনস নই।"

- সম্ভাবত কথাটা অনেকটা রবিনহুড স্ট্যাইলে হইয়া গেছে। চোর চুরি কইরা সমাজ সেবা করতাছে, আহাঃ ভাবতেই ক্যামন জানি একটা পিলিংস আসতাছে! ওরে তোরা ঐটারে কেউ একটু থাপড়াইয়া দিতে পারিস.... =p~

তয় সম্ভাবত জীবনে এই প্রথম কোন চোর দেখলাম, যে চোর চুরি করার পরেও ধরা পড়ার ভয়ে টেনশন করে না। আমার মনে হয় এটা কেবল ভার্চূয়াল বলেই সম্ভব হইতেছে। বাস্তবে হইলে এতক্ষণে থাপড়াইড়া গালের দাঁত সব কয়টা ছুটাইয়া দিলে, আর অত পিরিতের কথা মনে আইতো না। X((

আপনার কথা মত আমি মাইনা নিলাম ব্লগের মর্ডান হিস্ট্রিয়ানরা অটোমানদেরকে নিয়ে আলোচনা করতে গিয়া তাদেরকে খুবই নিকৃষ্ট পর্যায়ে উপস্থাপন করতাছে। কিন্তু আপনি কোন চ্যাটের বাল যে অন্যের লেখা চুরি কইরা সেইটা ব্লগে দিয়া আপামর ব্লগারদের সঠিক জ্ঞান দান করতাছেন? আপনি কি বুঝতে পারতেছেন আপনার এই কথাটা অনেকটা সেই বহুল আলোচিত প্রবাদটার মত হইয়া যাইতাছে- "আমি যা বলি তোমরা তাই করো, কিন্তু আমি যা করি তোমরা তা কইরো না!"

"পাবলিক আমাই আইডিতে গাইল দিতে আসলেও ইনফো গুলো পড়বে। আমারে চোর হিসাবে সাব্যস্ত করলেও এটা রিয়ালাইজ করতে পারবে যে মধ্যযুগে কেন অটোমানরা ইনপোর্টেন্ট ছিলো।"

- মধ্যযুগে অটোমানরা ইম্পর্টেন্ট ছিল কি ছিল না ঐটা নিয়া রিয়ালাইজ না করতে পারলেও বর্তমান সময়ে যে আপনি একজন বিশিষ্ট ব্লগ চোর, এই ব্যাপারটা রিয়ালাইজ করতে আমার একটুও কষ্ট হইতাছে না। কথায় আছে, শিক্ষিত মানুষকে আকারে ইঙ্গিতে কইলেই তারা বিষয়টা বুইজ্জা নিতে পারে। আর মূর্খরে ঘাড় ঘুরাইয়া পাছায় লাথাইলেও মনে করে আম্রে বোধহয় আদর করতাছে। ;)

তো আপনার অবস্থাটাও হইছে অনেকটা সেই রকম। পাবলিক আপনারে জুতা মাইরাও যদি আপনার লেখা পইড়া জ্ঞানার্জন করে, তাইলে সেই জ্ঞানের চিপায় আপনি নিজেই যে গর্ভবতী হইয়া যাইবেন উহাতে আর কোন সন্দেহ নাই। আসেন ভাই সকল আমরা সক্কলে দলে দলে যোগদান কইরা এই বিশিষ্ট চোর মহাশয়ের গর্ভধারণের ব্যাপারে সর্বাত্মক ভাবে সহযোগিতা করি।

"আরইউ আপনার জ্ঞাতার্থে একটা স্কিনশর্ট"

পাঠক ভাই, আপনাকে ধন্যবাদ এই বিশিষ্ট চোরের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সেই সাথে সামু কর্তৃপক্ষকে অনুরোধ করছি, সুলেমানী ব্যানের মাধ্যমে যাতে এই ধরনের চোরদেরকে সর্বোচ্চ পর্যায়ের শাস্তি প্রদান করা হয়! যাতে ভবিষ্যতে কোন কপি-পেস্ট লেখকরা লেখা চুরি কইরা আর ব্লগে পোস্ট করার সাহস না দেখাইতে পারে।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: চোরের মধ্যেও নিকৃষ্ট চোর ছিল। গর্ব করে চুরির কথা বলে।

থেঙ্কু সাহসী ভাই।

২২| ০৬ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার শেষ বাক্যটির সাথে সহমত পোষণ করছি। সামু অথরিটির এখনই ব্যবস্থা নেওয়া উচিৎ।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৫

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ ভাই।

২৩| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: চোরের যদি কেবল তথ্য জানানোর ইচ্ছে থাকতো তাহলে লেখাগুলো দিয়ে মূল লেখার লিংক দিলেই পারতো অথবা অন্তত তার অনুমতি নিয়ে তারপর তথ্য জানাতে পারতো। এভাবে অনুমতি ছাড়া চুরি চামারি করে আবার বড় বড় কথা মানসিক বিকৃতরাই করতে পারে।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৭

প্রবাসী পাঠক বলেছেন: এইগুলার স্বভাব চুরি করা, সাথে একটু আবার নীতি বাক্য বলার চেষ্টা করে!

২৪| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিযুক্ত ব্লগারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৮

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ ভাই।

২৫| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:১৬

ভ্রমরের ডানা বলেছেন:
লজ্জা! কিভাবে মানুষ লেখা চুরি করে! ছিঃ ছিঃ!

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫২

প্রবাসী পাঠক বলেছেন: লাইফ টাইম ব্যান খেয়েছে দেখলাম।

ধন্যবাদ।

২৬| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর পরিচয়........ B-)

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: B-)

২৭| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:১৯

নতুন নকিব বলেছেন:



ব্লগারদের উত্থাপিত অভিযোগ আমলে নিয়ে যথাদ্রুত অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করায় অন্তহীন অভিনন্দন শ্রদ্ধেয় কা_ভা ভাইকে।

এতে করে চুরি কর্মে অভ্যস্ত অন্যদের ভেতরেও এটি আশা করি একটি দৃষ্টান্ত হিসেবে থাকবে। তাদের সুপথে ফিরে আসায় প্রেরনা যোগাবে।

হ্যাপি ব্লগিং টু অল।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ

২৮| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩২

মশিকুর বলেছেন:

দ্রুত ব্যবস্থা গ্রহন করার জন্য ধন্যবাদ সামু। অভিযোগ প্রমান হওয়ার পর সামু একটুও দেরি করে না, এজন্যই সামুকে ভালো লাগে :)
*
একটা সময় ছিল যখন কোকিল কাকের বাসায় ডিম পারতো। এখন দেখি কাক নিজেই ডিম চুরি শুরু করেছে। তাও আবার উট পাখির ডিম। অতঃপর ছ্যাঁচড়া কাক চ্যাগাইয়া উট পাখির ডিমে তা দিতে বসলো =p~ =p~

'আততায়ী আলতাইয়ার' নির্লজ্জ কমেন্টটা পড়লাম। ওর অবস্থা দেখে একটা গল্প মনে হলো, এক চোর সারা রাত ধরে চুরি করে। দিনের বেলায় সেই চুরির টাকা মসজিদ বানানোর কাজে খরচ করে। সন্ধ্যায় এসে বলে যাক মাসজিদতো নির্মাণ হচ্ছে। এশার নামাজ পড়ে আবার চুরি শুরু.... =p~
*
সজল ভাই ব্লগে একটা আইডি খুললেওতো পারে। ব্লগটা আরও সমৃদ্ধ হতো। সিরিজটা কিন্তু জটিল...

ধন্যবাদ :)

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৮

প্রবাসী পাঠক বলেছেন: জল ভাইকে বলেছি ব্লগে একাউন্ট করার জন্য। উনি বলে উনার নাকি আলসামি লাগে! দেখি আবার বলে আইডি ওপেন করার জন্য।

২৯| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫১

মুহাম্মদ জসিম (মন্ডল) বলেছেন: যে অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেয় তাদের কুম্ভীলক বলে ।

ইংরেজীতে তাদের Plagiarist বলে।


আজ থেকে তিনি সম্মানিত কুম্ভীলক আলতাইয়ার :D

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০১

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ

৩০| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

আখেনাটেন বলেছেন: গোটা দেশই এখন চোরের খনি। তো ব্লগে এদের বিচরণ থাকবে এটাই সত্যি। তবে দেশের চোরদের আমরা শায়েস্তা করতে না পারলেও এখানকার চোরদের অপদস্ত করা যেতেই পারে।

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

প্রবাসী পাঠক বলেছেন: এখানের চোরদের আমরা তাদের প্রাপ্য পাওনা বুঝিয়ে দিতে পারি।

ধন্যবাদ আখেনাটেন।

৩১| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

অর্ক বলেছেন: উফ উক্ত ব্লগারের একটু সামান্যতম চুল পরিমাণও মনুষ্যত্ব বলে কিছু নেই! আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টা তুলে ধরার জন্য। প্রায়শ ওর নামের নীচে লগ ইন লিস্টে আমার নাম দেখতাম! সত্যি আসলে ঘৃণা জানানোর পর্যায়েও উক্ত ব্যক্তি নেই। তার থেকে ভাল ধরে নেই ব্লগে একটা ইতর ভুল করে এসেছিল, বের করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষকে ধন্যবাদ।

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ ভাই

৩২| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

মনিরা সুলতানা বলেছেন: আসলেই অনলাইন জগতে লেখা চুরি এখন অনেকটা মহামারির পর্যায়ে চলে গিয়েছে।
এভাবে মুখোশ উন্মোচনে কিছুটা যদি এদের লজ্জা আসে ।

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

প্রবাসী পাঠক বলেছেন: তাতেও এদের লজ্জা হবে না আপা। চুরি ধরার পরও এখানে নির্লজ্জের মত কেমন কমেন্ট করে গিয়েছে চোরটা!

৩৩| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

গেম চেঞ্জার বলেছেন: কি দরকার রে বাবা এই কাজ করার!! চোরের দশদিন হইলেও গৃহস্থের তো দিন ঐটা আসবেই! ;)

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

প্রবাসী পাঠক বলেছেন: গৃহস্থের একদিন চোরের দশদিনের সমান ঐটা যদি এই চোরেরা বুঝত!

ধন্যবাদ গেম চেঞ্জার

৩৪| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০১

সুমন কর বলেছেন: দেশটা চোরে ভরে গেছে.......!!!

চোরকে সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ। আর সামুকে ধন্যবাদ, দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য ধন্যবাদ।

০৭ ই জুন, ২০১৭ রাত ১২:২৪

প্রবাসী পাঠক বলেছেন: চোরেরা এখন আপডেট হচ্ছে। ফেসবুকের গন্ডি ছেড়ে ব্লগে আস্তানা বানাচ্ছে

৩৫| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

আমিনুর রহমান বলেছেন:

চোর থেকে দুরে থাকুন ... এবং আসুন জেনে নেই আমাদের "আততায়ী আলতাইয়ার" কে ছিলেন ...

উনি স্বনামধন্য একজন ফেসবুকার। উনার নাম সাইফুদ্দিন মাহমুদ প্লাবন

উনি নিজে এনোনিমাস হিসেবে ছিলেন কিন্তু চোর তো ভুল করবেই, তাই করেছেন। উনি স্ট্যাস্টাস দিয়েছেন এমন কিছু উনি পোস্টও দিয়েছেন ব্লগে ... উনার ব্লগের ইউআরও আভাস দেয় সেটা "http://www.somewhereinblog.net/blog/smahmud8810"



১।





২।



৩।

০৭ ই জুন, ২০১৭ রাত ১২:৪৬

প্রবাসী পাঠক বলেছেন: চুরেরে এইবার ফেসবুকে নগ্ন করা হবে =p~

৩৬| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

কানিজ রিনা বলেছেন: আহঃ যা ভাল একটা কাজ করেছেন না
ব্লগ বাড়ির সবাই মিলে আপনাকে ফুলের
মালা দিলে ভাল হত।
এক সব ডাকাতের বাপ দাদা সব চোর ছিল
তাই অভ্যাস গত জম্ম চোর। এবার ধরা
খাইছে। ব্লগ বাড়ির চোর ডাকাত সাবধান
হোন গোয়েন্দারা ব্লগে নেমেছেন। ভাল হয়ে
যান। তানা হলে বাপ দাদার নাম উঠে আসবে। অসংখ্য ধন্যবাদ।

০৭ ই জুন, ২০১৭ রাত ১২:৪৮

প্রবাসী পাঠক বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ কানিজ রিনা

৩৭| ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

প্রবাসী পাঠক... বিশাল কাজ করেছেন। আপনি দিলেন পরিচয়, আর আমিনুর রহমান দিলেন জীবন বৃত্তান্ত...হাহাহা!

কিন্তু চোর দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি... আজকাল 8-|


শুভেচ্ছা জানবেন.... :)

০৭ ই জুন, ২০১৭ রাত ১২:৪৯

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ প্রিয় মাঈনউদ্দিন মইনুল ভাইয়া

৩৮| ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:৫৮

আরইউ বলেছেন:

প্রবাসী,
আপনি পোস্টে কোথাও লেখেননি মূল লেখকের সাথে আপনার ব্যক্তিগত পরিচয় আছে। কারো ব্লগ এবং ফেসবুক নামে ভিন্নতা থাকতেই পারে; তাই আমি ভাবছিলাম ব্লগের "সে" ফেসবুকের লেখক কীনা। জাজমেন্টে পৌছানোর আগে আমি সবদিক বিবেচনা করার পক্ষে। আপনার পোস্টে যদি লেখা থাকতো আপনি বিষয়টি নিয়ে মূল লেখকের সাথে কথা বলেছেন তাহলে আমার কাছে পুরো বিষয়টা পরিষ্কার হতো। আশা করি আমার রিজনিং বুঝতে পারছেন।
মন্তব্যের জবাবগুলোতে দেয়া তথ্য ও অভিযুক্তের খোঁড়া যুক্তিময় মন্তব্য দেখে বলতেই হচ্ছে আপনি একটি চমৎকার কাজ করেছেন! তাই পোস্টে এবার ভালোলাগা জানাতে ভুলিনি।
ভালো থাকুন।

০৭ ই জুন, ২০১৭ রাত ১২:৫২

প্রবাসী পাঠক বলেছেন: মুল লেখকের সাথে সম্পর্কের কথা উল্লেখ করলে বেশি ভালো হত। আর আপনার কমেন্টের কারণও বুঝতে পারছি।

ধন্যবাদ ফিরতি মন্তব্যের জন্য।

৩৯| ০৬ ই জুন, ২০১৭ রাত ৯:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: উপযুক্ত বিচার হয়েছে চোরের মারহাবা

০৭ ই জুন, ২০১৭ রাত ১২:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ

৪০| ০৬ ই জুন, ২০১৭ রাত ১১:০২

করুণাধারা বলেছেন: আমি এর প্রতিটা পোস্ট খুব আগ্রহ নিয়ে পড়তাম।

০৭ ই জুন, ২০১৭ রাত ১২:৫৪

প্রবাসী পাঠক বলেছেন: উনার সব কয়টা লেখাই ছিল চুরি করা

৪১| ০৬ ই জুন, ২০১৭ রাত ১১:০২

ক্লে ডল বলেছেন: লেখা চোরদের এভাবেই উত্তম মধ্যম দেওয়া উচিৎ!! যদি একটু শিক্ষা হয়।

আপনাকে এবং ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ।

০৭ ই জুন, ২০১৭ রাত ১২:৫৫

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ

৪২| ০৮ ই জুন, ২০১৭ রাত ৯:১৯

সোহানী বলেছেন: কি কমু কন... আমার লিখা চুরির পর ধরায়ে দিলাম প্রমান সহ তারপরও অনলাই পত্রিকা ওয়ালারা সেটা এখনো বহাল তবিয়তে রাখছে... কারন ইতিমধ্যে ওই লিখার পাঠক সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। আর আতা মিয়ার মতো চোরতো এখন এক সামুতেই অনেক............ একবার ধরা খাবার পর আবার নতুন নিকে চুরি বিদ্যা চালিয়ে যায়.........

১০ ই জুন, ২০১৭ রাত ২:৩১

প্রবাসী পাঠক বলেছেন: অনলাইন পত্রিকা নিয়ে কিছুই বলার নাই। এদের জন্মই হয়েছে কপি পেস্ট করার জন্য। আমাদের সেলফি মন্ত্রণালয় শুধু আছে ফেসবুক ভেরিফাইড আইডি নিয়ে, এইদিকে নজর দেয়ার সময় তাদের নাই।

৪৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে ও সামু ব্লগকে চোরকে তার চুরির জন্য শাস্তি দেওয়ায়।

লেখা চুড়ি জঘন্য অপরাধ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ

৪৪| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: ঘৃণিত এ চোরের বিরুদ্ধে ব্যবস্থা ইতোমধ্যে নেয়া হয়েছে, এটা জেনে বেশ স্বস্তি পেলাম।
ধন্যবাদ, চোরের মুখোশ উন্মোচনের জন্য।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ।

৪৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০০

স্রাঞ্জি সে বলেছেন: তবে আপনাকে অনেক দিন পর পেলাম। কেমন আছেন আব্বাস ভাই???

নতুন কোন পোস্ট নিয়ে আসছেন তো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০২

প্রবাসী পাঠক বলেছেন: আলহামদুলিল্লাহ্‌, আমি ভালো আছি। আপনি কেমন আছেন।

সহসাই নতুন কিছু লেখা সম্ভব না। লিখতে হলে পড়তে হয়, পড়ার সময়ই পাচ্ছি না।

৪৬| ০২ রা মে, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: পুরানা ক্যাচাল দেইখা গেলাম B-))

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৮

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ।

৪৭| ২৬ শে মে, ২০২০ বিকাল ৫:৫৭

ডার্ক ম্যান বলেছেন: বেঁচে আছেন। বনবাসে নাকি প্রবাসে

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৯

প্রবাসী পাঠক বলেছেন: দেশেই আছি ভাই কিছুটা নিভৃতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.