![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার অবহেলায়
বারংবার বিদীর্ণ হয়েছে
আমার মনের অ্যালবাম,
সোনা রোদ মুছে গিয়ে
সেখানে নেমেছে-
গোধূলির অন্ধকার;
নিজের অস্তিত্ব রক্ষায়
যখন হাইবারনেশনে চলে গেছি,
তখনো দু:সহ স্মৃতি
ছড়িয়েছে তেজস্ক্রিয় বিকিরণ।
ছেড়ে দেবার পাত্র আমি নই।
প্রাকৃতিক রেজিলিয়েন্স অনুভবে টান দিয়ে গেছে।
প্রমাণিত সূত্রের মত গড়েছে
ডিফেন্স মেকানিজম।
তবুও জেনো আমি প্রতারক নই।
গোধূলির আলোতেও বিদীর্ণ ছবির ক্ষয়িস্নু সৌন্দর্য;
কায়মনোবাক্যে তোমাতেই নিবদ্ধ।
©somewhere in net ltd.