![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যের সাথে ছিলাম; আছি; এবং থাকব ইনশাল্লাহ্ ।
কোরআন পড় ওমুমিন ভাই
যাহার এত মান,
কোরআন পড়লে কথা বলেন
স্বয়ং, আল্লাহ্ মেহেরবান।
নূরের তথায় ছড়াছড়ি
রহমতেরই গড়াগড়ি,
পড়তে বড়ই মনোরম
মিষ্টি মধুর অনুপম।
আমলেতে প্রতিদান,
সব সমস্যার সমাধান।
আল্লাহ্ অতি দয়া করে
দিলেন স্বীয় উক্তি,
পথ-পাথেয় সবই আছে
পেতে, দু’জাহানের মুক্তি।
©somewhere in net ltd.