![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যের সাথে ছিলাম; আছি; এবং থাকব ইনশাল্লাহ্ ।
মনের সকল শঙ্খা ঝেরে
দুঃখ ধর চেপে,
মুক্ত তুমি হবে নিশ্চয়
দুঃখই উঠবে কেঁপে।
পলকে পলকে ধাঁধা
কদমে কদমে বাঁধা।
দেখা দেবে এসে হয়ত
জঞ্জাল সমাহার,
পালাবে পলকে সকল
শুনে তব হুঙ্কার।
জ্বালাদেরে করে মালা
গলেতে নাও পড়ে,
তব দেহের তাপে তাহা
শেষে যাবে ঝরে।
আরো যদি পাও তবু
কাবু না হয়ো কভু।
দুঃখ ওগো মিটাতে লও
শিল্পের ধকল,
সদা ভাব স্রষ্টা সহায়
তাতে হবে সফল।
১৩ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৭
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৮
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দুঃখ ওগো মিটাতে লও
শিল্পের ধকল,
সদা ভাব স্রষ্টা সহায়
তাতে হবে সফল।
ভালো লিখেছেন, +++