![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যের সাথে ছিলাম; আছি; এবং থাকব ইনশাল্লাহ্ ।
সত্যের জয় চিরকাল
মিথ্যার ঢোল ক্ষণিকের
কৃষকেরা গোলা ভরে
লাভ উঠে বণিকের!
তবু কৃষক থাকে সুখে
যায় কেটে বার মাস,
বেশি বেশি লাভ পেতে
বণিকের হাহুতাস।
সুখ পেয়ে সুখী হবে
অল্পে হলে তুষ্ট,
তার আগে মিথ্যা দলে
সত্যে হলে পুষ্ট।
২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৮
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর বলেছেন: তারপরও আপেক্ষিক দিক থেকে কৃষকরা কিন্তু তুলনা মূলক ভাবে সুখেই থাকে। আর বণিকদের কথা কি বলব? আসলে কাউকে কষ্ট দিয়ে কষ্ট দান কারী কিন্তু নিজেও সুখে থাকতে পারে না! বণিকদের আর্থিক অবস্থান সাধারণত কৃষকদের চেয়ে ভাল। কিন্তু কই- সুখের দিক বিবেচনা করলে তাদের অবস্থানটা কি- একটু ভাবলে বা তাদের ব্যাপারে খবর নিলে সহজেই বুঝা যায়। তবে সবাই যে একই রকম তা কিন্তু নয়। যাদের চাহিদা অসীম, তারাদের হাহুতাসও চিরসঙ্গী- এ কথা হলফ করে বলা যায়। অবশ্য এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সে দিক থেকে কৃষক অল্পেই তুষ্ট থাকে, তাই সুখেও তাদেরকে খুব সহজেই ধরা দেয়।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৫
জেন রসি বলেছেন: কৃষকরা কিন্তু বারো মাস সুখে থাকে না।
বণিকরা তাদের থাকতে দেয় না।