![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যের সাথে ছিলাম; আছি; এবং থাকব ইনশাল্লাহ্ ।
আটকে কাঁদে কণা প্রাণী
মাকড় জালের ফাঁদে,
আষ্টে-পৃষ্টে মাকড় তাদের
স্বীয় জালে বাঁধে।
আশা হারার দলে কাঁদে
জীবন গেল বুঝি,
মাকড় হেসে বলে বেটা
তুইতো আমার রুজি!
কর্ম আমার সফল হল
ধন্য তোরে পেয়ে,
মোটা-তাজা হব আরও
মজা করে খেয়ে।।
তেমনি আমরা জনগণ সব
নেতার ফাঁদে আটকা,
মোদের সকল তাদের তরে
ভোগ্য পণ্য টাটকা।
©somewhere in net ltd.