নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব ইনশাল্লাহ্ ।

আব্দুল্লাহ্ আল মোন্তাজীর

সাহিত্যের সাথে ছিলাম; আছি; এবং থাকব ইনশাল্লাহ্ ।

আব্দুল্লাহ্ আল মোন্তাজীর › বিস্তারিত পোস্টঃ

আমার চাওয়ার নাই

০৯ ই মে, ২০১৫ রাত ১২:০৮

আমার চাওয়ার নাই…..

আমার চাওয়ার নাই,

কিছু নাই

নাচরে ও মন নাচ;

যা কিছু পাস আজ

সকলি ফাও, সকলি বোনাস!



হাহুতাস নাই কম্পন নাই-

শিহরণ-শূন্য সব;

অমানিশার আধার যত

নৃত্য করে অবিরত,

চারিপাশে শূন্য তাই

নিস্তব্ধতাই সরব।



শূন্যতায় যার পূর্ণ সব

সবি যাহার মিয়ানো,

মরণ তাহার পরম চাওয়া

জীবন যাতে জীয়ানো।



সুতা কাটা ঘুড়ি উড়ে

বন্ধন যাহার নাই,

তেমনি ভবঘুরে আমি

বন্ধনহীন ঘুরে বেড়াই।



কোকিলের মত গাইব গান

বখিল যত ভাব;

হয়ত, তুচ্ছ করে দিবে-

গুচ্ছ কিছু গালি,

তবু, কাউকে আপন পাব!



ভাবনার বাড়িবে মেদ

নাহি নাহি তাতে খেদ,

বরং, আরও বেশি সুখ পাই;

কারণ- হা হা হা…..

কারণ, আমার চাওয়ার কিছু নাই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৫ রাত ১২:৩৬

এন জে শাওন বলেছেন: দারুন কবিতা ভাইয়া।

০৯ ই মে, ২০১৫ রাত ৮:০১

আব্দুল্লাহ্ আল মোন্তাজীর বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য শুভ কামনা অনন্ত। আল্লাহ্ যেন আপনার মঙ্গল করেন। আমীন!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.