![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। টেকনোলোজি, ধর্ম, সমাজ ও সমস্যা, ফ্রিল্যান্সিং ও মার্কেটিং সহ নানা টপিকের উপরে লেখালেখি ও ভ্লগিং করা আমার নিয়মিত কাজ। এ ছাড়া দ্বীনের দাওয়াত আমার সব থেকে পছন্দের সেক্টর।
আস-সালামু-আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা।
একটা সুঃখবর আজ আপনাদের সাথে শেয়ার করছি।
আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ফ্রি-ল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চান
এবং হালাল রিজিক উপার্জন করতে চান; আপনাদের জন্য আজকের লিখাটি খুবই গুরুত্বপূর্ণ।
প্লিজ শেষ পর্যন্ত পড়ুন। আমি এখানে কোন অ্যাড বা কোর্স বিক্রি করছি না।
সুতরাং ভয়ের কিছু নেই। যা বলবো একদম খাঁটি ও দরকারি কথা।
স্যারের ১০০ ভিডিওর লিংকঃ Click This Link
আস্তে আস্তে আরও কয়েক কয়েকশো ভিডিও এই লিংকে আপলোড করা হবে। এই লিংকটি সেভ করে রাখুন।
এক্ষেত্রে শুরুতেই
ফ্রি-ল্যান্সিং এর জন্য একটা ইন্টারনেটের লাইন ও একটা স্মার্টফোন (কম্পিউটার হলে আরও ভালো) আপনাদের কাজের জন্য লাগবে।
এছাড়া লাগবে অনেক অনেক ধৈর্য।
দেখুন কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে অনেক ধৈর্য লাগে। তাই আপনাদের অন্তত ২ থেকে ৫ বছর ধৈর্য ধরে বিনা কোন রিটার্নের আশায় কাজে আন্তরিকতার সাথে লেগে থাকতে হবে।
যদি এই ধৈর্যের পথ কোন মতে পাড়ি দিতে পারেন তাহলে এমন এক দিন আসবে যেদিন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবেন। যেটাকে আমরা প্যাসিভ ইনকাম বলি।
আর ইনকামের এমাউন্ট ও কিন্তু মাশা-আল্লাহ কম না। সব থেকে বড় বিষয় আমি হালাল ইনকামের কথা বলছি।
আপনি কি জানেন, একজন এক মিলিয়ন সাবস্ক্রাইবারের মাসিক ইনকাম ৫ থেকে ১০ লক্ষ টাকা মিনিমাম।
কিন্তু সেই পর্যায়ে যেতে অন্তর ৩ থেকে ৬ বছর লেগে যায়।
সেই ধৈর্য টা কি আপনার আছে। যদি থাকে তাহলে আমার বা যে কোন ভালো ইউটিউবারের গাইডলাইন ফলো করলে ইনশাআল্লাহ সফলতা দেখবেন।
আপনাকে কি করতে হবে;
আপাতত কাজ তেমন কিছুই না।
আপনাকে মার্কেট গ্রো করতে হবে। কারণ মার্কেটিং-ই আজকের যুগে সাকসেস পাবার সব থেকে বড় ফ্যাক্টর।
মার্কেট তো অনেক ভাবে গ্রো করা যায়। কিন্তু আমরা এখানে শুধু কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে মার্কেট গ্রো করবো।
আমরা নানা ধরণের কন্টেন্ট তৈরি করবো অথবা অন্যের (ফ্রি তৈরি করা) কন্টেন্ট ব্যবহার করে মার্কেট বানাবো।
আপনি একটা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুলে আপাতত নিয়ম করে প্রতিদিন ২-৩টা ভিডিও আপলোড দিন।
এভাবে দিতে থাকুন। দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ও পেজের ফলোয়ার ও সাবস্ক্রাইবার বাড়ছে।
মনে রাখবেন,
শুরুর দিকে আপনার কন্টেন্টের ভিউ ১ থেকে ১০ টা ও হবে না। কিন্তু হঠাত দেখবেন একদিন একটা ভিডিও ভালো ভিউ পাচ্ছে এবং সেই সাথে আপনার চ্যানেল গ্রো করা শুরু করেছে।
এখন প্রশ্ন হচ্ছে, কন্টেন্ট কি বানাবেন।
এটা আপনার মনে জিজ্ঞেস করুন। আপনি কি বিষয়ে ভালো পারদর্শী এবং সেই বিষয়টার মার্কেটে কতটা চাহিদা আছে।
থাক! আপাতত অত প্রেশার নেওয়ার দরকার নেই। আপাতত কাজ করতে থাকুন। পরে সময় করে এসব নিয়ে ভেবে একদিন নিজেই নিজের কন্টেন্ট তৈরি করা সজুরু করে দিয়েন।
শর্টকাট পদ্ধতিঃ
অনেকেই ফ্রিল্যান্সিং শিখতে চান বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান
কিন্তু ভালো কোন (বড় ভাই) গাইডলাইন না পাওয়ার কারণে
বা লজ্জার কারণে
বা ভিউ কম হবার কারণে আর ভিডিও তৈরি করেন না।
অথবা হালাল - হারামের ভয়ে কাজ বন্ধ করে রাখেন।
এই সমস্যার সমাধান হিসাবে আমি আজ আপনাদের সামনে একটা শর্টকাট নিয়ে এসেছি।
সেটা হচ্ছে, আপনারা জানেন আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহঃ স্যারের ইসলামিক ভিডিও আমার চ্যানেলে আপলোড করি।
আমার কালেকশনে অনেক ভিডিও আছে। চাইলে যা আপনারাও আপনাদের চ্যানেলে আপলোড করতে পারেন। এক্ষেত্রে আপনাদের কিছুই করতে হবে না। যেহেতু সব-ই আমি আগে থেকে এডিট করে রেখেছি। আপনারা জাস্ট সেগুলো আপনাদের চ্যানেল ও পেজে আপলোড দিবেন। লেখার শুরুতেই লিংক দিয়েছি।
এতে করে আপনারা যেমন দাওয়াতের সাওয়াব লাভ করবেন; তেমনি করে আপনার পেজ ও চ্যানেল গ্রো করতে থাকলে সেটা কে আপনার ইনকামের মাধ্যম হিসাবে ব্যবহার ও করতে পারবেন। (হারাম অ্যাড দেখানো ছাড়াই) এছাড়া অনলাইনে আরও অনেক ইসলামিক ভিডিও আছে যা কপিরাইট মুক্ত। চাইলে আপনি সেগুলো ও ব্যবহার করতে পারেন।
এটা হচ্ছে, প্রাথমিক পর্যায়ের কাজ। কাজ ও খুব অল্প। মাত্র এক দিন সময় দিয়ে, চাইলে আপনার চ্যানেলের এক মাসের ভিডিও আপলোড করে আপনি শিডিউল করে রাখতে পারেন। সুতরাং ১ বছরের ভিডিও আপলোড করতে আপনার ১২ দিন লাগবে মাত্র। চিন্তা করা যায় কত সর্ট কাট।
আচ্ছা ইনকাম কিভাবে হবে।
খুব সহজঃ
এক একজন সাবস্ক্রাইবার বা ফলোয়ার আপনার একেকজন অডিয়েন্স। আপনি যা প্রচার করেন তারা তাই-ই দেখে। সুতরাং আপনার যত অডিয়েন্স, আপনার মার্কেট ও কিন্তু তত বড়। এখন এই অডিয়েন্সেকে কাজে লাগিয়ে অনেক ভাবে ইনকাম করা যায়।
আরও জানতে চাইলে;
এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমি সম্প্রতি একটা চ্যানেল খুলেছি.
Free Freelancing Course and Online Income Tutorial
এখানে নিয়মিত ভাবে আগামী মাস থেকে ফ্রিল্যান্সিং এর উপরে ভিডিও টিউটোরিয়াল পাবেন।
সেগুলো দেখতে ও শিখতে পারেন।
আমি শিক্ষক হিসাবে একেবারে মন্দ না।
এছাড়া আমার নিজের একটি চ্যানেল রয়েছে। যেখানেও আমি নানা বিষয়ের ভিডিও আপলোড করে থাকি। সময় হলে একবার দেখে আসতে পারেন।
Abdullah Ether
আমার আরেকটি চ্যানেলের লিংকঃ
Dr. Abdullah Jahangir RH
স্যারের ১০০ ভিডিওর লিংকঃ Click This Link
আস্তে আস্তে আরও কয়েক কয়েকশো ভিডিও এই লিংকে আপলোড করা হবে। এই লিংকটি সেভ করে রাখুন।
আজ থেকেই ফ্রিল্যান্সিং শুরু করে দিন, আমি আপনাদের পাশে আছি। থাকবো ইনশাআল্লাহ। এছাড়া নানা ধরণের আপডেট জানতে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন।
আমার ফেসবুক আইডি - Abdullah Ether
ধন্যবাদ, ভালো থাকবেন। কোথাও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন।
২| ২২ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২৭
আব্দুল্লাহ ইথার খান বলেছেন: এই লিখাটি সর্ব প্রথম যেখানে পোস্ট করেছিঃ Click This Link
৩| ২২ শে জুলাই, ২০২২ রাত ৯:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
Thank you M Abdullah Eather for your very interesting and lucrative offee but one thing 100 viewers read your post but they did not give their valuable coments! It is really very sad!
May be they are thingking it is an advertisement for your Channel.
Anyway, wishing your best success.
২২ শে জুলাই, ২০২২ রাত ১১:২৪
আব্দুল্লাহ ইথার খান বলেছেন: You are right, Actually most of the people or company gives this type of offer for money or any king of course. That's why people just avoid this type of posts... They think; this is also an Advertise.
৪| ২৩ শে জুলাই, ২০২২ রাত ১২:১৭
রেজাউল৯০ বলেছেন: ইউটিউব চ্যানেল মনিটাইজ না করলে কি ভাবে ইনকাম হবে জানাতে অনুরোধ করছি।
ভিডিও কিভাবে ক্রিয়েট করবো?
আপনি যে ধরনের ভিডিও আপলোড করতে চান এ ধরনের অনেক কপি রাইট বিহীন ভিডিও হয়তো বাজারে আছে যা আপলোড করা সম্ভব। কিন্তু আমি অন্য ধরনের ভিডিও আপলোড করতে চাই। যেমন ধরা যাক একটা ওষুধ খাবার পরে শরীরে তা কি ভাবে কাজ করে এই বিষয়ে ভিডিও। এই ধরনের ভিডিও কি ভাবে তৈরি করবো?
আগ্রহ উদ্দিপক পোস্ট।
২৩ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৭
আব্দুল্লাহ ইথার খান বলেছেন: ধন্যবাদ ভাইয়া,
types of income from youtube without monetization
https://www.youtube.com/watch?v=MlAfOdHcqTo
আপনার ভিডিও গুলো মুখে বলে তৈরি করতে চাচ্ছেন নাকি এনিমেশন এর মাধ্যমে ?
সেটা ক্লিয়ার না। ফোনে করলে বিস্তারিত বলতে পারবো ইনশাআল্লাহ।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২৬
আব্দুল্লাহ ইথার খান বলেছেন: Freelancing Tutorials Announcement
নিয়মিত ফ্রিল্যান্সিং শিখতে এই চ্যানেলের সাথেই থাকুন
https://www.youtube.com/watch?v=yCSaNIz01SE