নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জীবনের অলিগলিতে দেখা ব্যর্থতা....

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩১

-ক ভালোবাসে খ কে
-খ ভালোবাসে গ কে
-গ ভালোবাসে ঘ কে
-ঘ ভালোবাসে ঙ কে
-ঙ ভালোবাসে চ কে
-চ ভালোবাসে ছ কে

আহারে!! আমার এই থিওরি প্রমাণ করে সবার
জীবনে প্রেম আসে ৷

আসছে ১৪ ফেব্রুয়ারী , ২০০৮ সালের ১৪ তারিখ চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের জুপড়িতে বসে চা খাচ্ছিলাম ৷

হাঠাৎ দেখলাম এক ছেলে হাতে ফুল নিয়ে সেই রকম
গেট আপ নিয়ে আরো আট দশ জন বন্ধু
সাথে জুপড়িতে দাড়িয়ে আছে ৷

মেয়েটি রিক্সা করে আসল,ছেলেটি ফুল
নিয়ে দাড়িয়ে,বন্ধুরা সাহস দিতে লাগল,ছেলেটি ও
এগিয়ে গেল মেয়েটির কাছে,কি বলল জানি না কিন্তু
ফুলটা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু মেয়ে নিচ্ছে না ৷

আমি সহ তার বন্ধুরা তাকিয়ে আছি উৎসুক হয়ে কি হয়
তা দেখার জন্য ৷

ছেলেটি মলিন মুখে ফিরে আসল,সেই
মুহূর্তে আরেকটি রিক্সা আসল,চিকনা টাইপের সান
গ্লাস পড়া একটি ছেলে রিক্সায় ৷
মেয়েটি ছেলেটির রিক্সায়
উঠল,পাশাপাশি বসে চলে গেল
বুজতে দেরী হলো না ওটা তার বয় ফ্রেন্ড ৷

মেয়েটি চলে যাওয়ার পর ছেলিটি কাদতে ছিল আর
বন্ধুরা সান্তনা দিচ্ছিল ৷
বন্ধুরা আসলে বাদাইম্মা আগে ও থাকে পরে ও থাকে ৷

বন্ধুদের ভালোবাসা আসলেই পিওর ৷
তোরা আছিস তোরা ছিলি তোরাই
থাকবি দুনিয়া উল্টে গেছে দেখব তোদের কারো হাত
ধরে দাড়িয়ে আছি ৷

অনেক দিন পর জুপড়িতে গেলাম দেখলাম সিগারেট
একটা নিয়ে বন্ধু দাড়ায় আছে বলে অনেক দিন পর
জুপড়িতে আসছি একটা সিগারেট তিন জন শেয়ার
করে খাবো,ওয়াহিদের এই কথাটা খুব ভালো লাগছে ৷

একটা বেনসন তিন জন খাওয়ার এত
মজা আগে চিন্তা করি নি,ওয়াহিদ বিল
পে করতে করতে আমি টানতেছিলাম,এটাই আনন্দ
লেখে সব কিছু প্রকাশ করা যায় না ৷

আসলে জীবনটা অনেক সুন্দর, তার চেয়ে সুন্দর
যদি মনের মত কাওকে পাওয়া যায় ৷

(স্মৃতি কেবলই মধুময়...চঃবিঃ থেকে অলিগলিতে লুপে নেওয়া একরাশ স্মৃতি )

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৭

আবদুর রব শরীফ বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.