নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ব্যক্তিগত ক্ষোভ!!!

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৭

তোদের কি কখনো পেট ফেটে ক্ষুধা লাগে নি?! তোরা কি রোজা রাখস নাই কখনো? তোদের বাপ মা সন্তান যদি অনাহারে থাকে তখন একটা মানুষ গাড়ি নিয়ে বের হতেই পারে.. তোরা গাড়ি পুড়াইছস, কিছু বলবো না, বলি নি, যখন পেট্রোল দিয়ে ওই মানুষটাকে জ্বালিয়ে দিস, তোদের বুকটা কি একটু ও কাঁপে না!?

সাধারণ খেটে খাওয়া মানুষের সিএনজি জ্বালিয়ে দিয়ে কি এমন আন্দোলন হয়েছে আমাকে কেউ একটু বুজায় বলো? হয়ত ওই মানুষটা বিএনপি করে..তা ও কি পেট্রোল মারার আগে কখনো জানার চেষ্টা করেছিস?

ওই যে শিশুটা কি আওয়ামী লীগ করত? কারা আন্দোলনের নেতৃত্ব দেন আমি জানি না তবে একটা কথা হলো, এই সাধারণ মানুষদের হাতে কিন্তু শেষ রক্ষা হয় একটি দলের..একজন মানুষের একটি ভোট..কিন্তু সব ভোট মিলে হয় কয়েক কোটি...

পরিশেষে, মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি ও যে নির্বাচনে ভোট দিতে পারেন নি, সেই নির্বাচন ভেঙ্গে কেন নতুন নির্বাচন দেওয়া হবে না?

আর যদি সংবিধানের কথা বলেন আমি বলবো..

'সকল নাগরিক আইনের দৃষ্টি সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী"---বাংলাদেশ সংবিধানের ২৭ নং অনুচ্ছেদ ৷

"প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ"--- বাংলাদেশ সংবিধানের ৭ নং অনুচ্ছেদ ৷

আপনি কি মনে করেন, সংবিধানের এই দুটি অনুচ্ছেদ কখনো যথাযত ভাবে প্রয়োগ হয়েছে.. ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.