নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
শরীফ ভাই দেখছেন কারবার, ওমুক লোক বাংলা সাবান দিয়ে গোসল করে, কি কিপটার কিপটা!! একটা সাবানের কেইস পর্যন্ত কিনে না..
তারে কইলাম,আপনি কোন দিন ওনাকে একটা লাক্স সাবান কিনে দিছেন ভাই? মাত্র তো পনের/বিশ টাকা!!
আসলে কি জানেন ভাই, সমাজের রন্ধ্রে রন্ধ্রে কথার ছন্দে ছন্দে অনাবিল আনন্দে আমরা মৃত ভাইয়ের মাংস(পরনিন্দা) টোস্ট রোস্ট করে খাচ্ছি..(ইসলামের মতে)
আমি নিজে ও কি পারছি, এই ব্যাধি থেকে মুক্ত হতে? পারি নি..তবে চেষ্টা করতে দোষ কি! মানুষ মাত্রই তো ভুল..
একবার ভাবুন তো ভাই, আপনার পিছনে কতজন আপনার নিন্দা করছে, এগুলো যদি শুনতেন আপনার কি ভালো লাগত!?
আমি জানি, ওই লোকটা ভালো ইনকাম করে, বাংলা সাবান দিয়ে গোসল করে কিন্তু এটা হয়তো জানেন না, সে দুটা এতিম শিশুকে নিজ খরচে পড়ালেখা করায়..আমি জানি, সে আমার কাছে মহাপুরুষ.. ভালো কাজ না জানিয়ে করতে হয় ওনার মত..
স্টেজের পিছন দিক দেখে কখনো সামনের দিক কল্পনা করে দেখেছেন? কতই না সুন্দর ফুলে মনোরম সাজে সজ্জিত..
পরনিন্দা মহা পাপ, মহানবী (স) বলছেন, পরনিন্দা করা মানে নিজের আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া এবং ওরা জান্নাতে প্রবেশ করবে না..
ভুল কিছু যদি বলে থাকি মাফ করে দিয়েন..
©somewhere in net ltd.