নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মিস ইয়ু "শামীম মামা"

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৩

মনটা খারাপ হয়ে গেল !!! ধ্যাত, কল লিস্ট থেকে 'শামীম' মামার নাম্বারটা ডিলিট করলাম কারণ Whats app এ ডুকলে নাম্বারটা দেখলে রাতে ভয় লাগে..

মামা আমার সমবয়সী ছিল..বড়লোকের ছেলে হলে ও অসম্ভব ভালো ছিল..সব সময় টক শো + পত্রিকা পড়ত আর রাজনীতির জ্ঞান-গর্ভ সমালোচনা করত..

বাবা ভাই দু জনে আমেরিকা থাকায় এতটুকু পুচকে ছেলে নিজ তত্ত্বাবধানে হালিশহরে দু তলা বাড়ী করছে মাত্র বছরখানেক হবে..

হঠাৎ রক্তে হিমোগ্লোবিন সংকট ধরা পড়ল...আরেকটা ডাক্তার দেখালো সে বলল আগের ডাক্তারের সঠিক রিপোর্ট মে বি ভুল ছিল.. পা'য়ে দুর্বল অনুভব করলে মনে করত ক্লান্তির কারণে এমন হচ্ছে হয়ত..

মাত্র এক মাস আগে মধ্যরাতে তরতাজা এতো কিউট মামাটা পৃথিবী থেকে চির বিদায় নিল..

"কিছু কিছু নাম্বার থেকে আর অাসবে না কোন ফোন, কিছু কিছু এসএমএস পড়ে আর হাসবে না এই মন..কিছু কিছু ঠিকানায় আর লিখবো না কেন চিঠি............."

তবুও চোখ ভিজে .. কেউ গেলে আর ফিরে না কেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.