নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মিস ইয়ু ম্যাডাম!!

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৭

আমার অর্থনীতির ভাইবা..
BST মেডামঃও তুমি..রোজ তো আমার ক্লাশ ফাকি দাও অার ক্লাশ শেষে একটা বই দিয়ে বল, মেডাম শুভেচ্ছা মূল্য তিনশত টাকা..
হতভাগাঃ মেডাম করি তো..যে দিন করতে পারি না নোট নিয়ে নিই..

প্রথম প্রশ্নঃ
মেডামঃ জানো ওই বইটা ভালো ছিলে সি এন জি তে রাখছিলাম হারায় ফেলছি..
হতভাগাঃ জ্বি মেডাম আমারটা দিয়ে দিবো..

দ্বিতীয় প্রশ্নঃ
মেডামঃদেখো ছেলে রোজ ক্লাশ করবে?
হতভাগাঃ জ্বি মেডাম

তৃতীয় প্রশ্নঃ ধরো তুমি আমার ক্লাশ পালিয়ে তোমার বান্ধুবিকে নিয়ে সিনেমা দেখতে গেলে, ওটার সুযোগ ব্যয় কি হবে?
হতাভাগাঃ না মেডাম, আমি ক্লাশ করি তো..

চতুর্থঃ ক্লাশ করো খুব ভালো, কল্পনা করো ফাকিবাজি করে গেছ..
হতভাগাঃ জ্বি মেডাম সুযোগ ব্যয় হবে সিনেমা দেখতে যাওয়া..কারণ দুটো সুযোগের মধ্যে প্রয়োজনীয় হলো ক্লাস করা..ধরেন মেডাম এক লোকের নিকট একশো টাকা আছে তার চশমা+ঘড়ি দরকার সে দুটি কিনতে পারবে না তাই চশমা বেশী প্রয়োজন তাই কিনবে..

পঞ্চমঃখুব ভালো খুব ভালো বাবা, ভালো করে চিন্তা করে মন থেকে বল..সিনেমা+ ক্লাশ কোনটা গুরুত্বপূর্ণ..
হতভাগাঃ মনে মনে কইলাম এক্সটারনাল তুমি প্রশ্ন না করে মেডামের প্রশ্ন দেখে হাসতেছ..বই যখন নিয়ে কমু আপনি না কিনলে হইবো না তখন বুজবা..সুযোগ ব্যয় কি..(ভাবতেছিলাম ধুত্তরি সিনেমা মিস করে আবার ক্লাশ হাহাহা)

না ক্লাশ হবে মেডাম..না বাবা সিনেমা হবে..না মেডাম..না বাবা, তোমার মন বলছে সিনেমা...তারপর হু হা করে তিনজনে মিলে যে হাসি দিলে..(মনের কথা কইল কেমনে!!)

সূচিপত্রঃ মনে করছিলাম ভাইবাতে ফেইল করায় দিবো পরে দেখলাম ১৯/২৫ !

উপসংহারঃ সেই রসিক মেডামটি অবসরে গেল অনেক দিন হয়..কিন্তু বেগম সৈয়দা তাহেরা মেডামকে আমার খুব ভালো লাগতো.. উনি যদি আমার ফেসবুকে থাকতেন মিটিমিটি হাসতেন..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.