নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমি যখন বেকার....

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৭

18+ ছয়ের কান্না,
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, " তের চৌদ্দ বছরের ছেলেদের মত এমন বালাই আর নেই" সরি টু সে রবী ঠাকুর, " পড়ালেখা শেষ করে বেকার থেকে চাকরি পাওয়া পর্যন্ত বালকদের মত এমন বালাই আর নেই"

ওই যে ছেলেটা যারা বাবার মাসিক ইনকাম দশ হাজার টাকা সে কিভাবে মাসে দু চারটা ব্যাংকের পরীক্ষা দেয়?! প্রশ্ন ফাঁস হওয়ার পর তার অনুভূতি কে কখন জানতে চাই?

সাংবাদিকতায় পড়া বন্ধুটা অলরেডি দশ হাজার টাকা কর্জ করে পেলছে ঢাকায় যাওয়া আসাতে করতে করতে জানি না তার সংগ্রামের শেষ পরিণতি কখন কিভাবে হবে?

বিসিএস ক্যাডারের সেই স্বপ্নটাকে পরিবারের পিছুটানে বলি দিয়ে ইংরেজী পড়া সেই ছেলেটি আজ প্রাইমারী স্কুলের শিক্ষক ৷

ওই যে বড় ভাইটা আজ ভাইভা দিতে গেল, সোনার স্বপ্ন চিকচিক করছিল তার চোখে মুখে সে যখন বুজল যে, অদৃশ্য ফোনের দৌরাত্বে তার স্বপ্ন আকাশ মহাকাশ নক্ষত্রপুঞ্জ গ্যালাক্সি পেরিয়ে আরো দূরে বহুদূরে হারিয়ে গেল সে কি ভাবছে তা কি কখনো কেউ ভেবেছে?

সেদিন এক বড় ভাইয়ের সাথে দেখা হলো, কেমন আছেন উওরে বলল, ভাই তোমার এক বছর আগে বের হয়ছি কেমন থাকি ভাই তুমি বলো?

লজ্জা ঘৃণা লাগে যখন এহেন অবস্থার তেহন কোটা ব্যবস্থা আর নিয়োগের নামে চলে রমরমা ব্যবসা তখন কলমও কোথায় যেন থেমে যায়, অভিশাপ দিয়ে ধ্বংস হয় কিছু অমূল্য মেধাবী, আমি মনে করি, ইসলামে যদি আত্নহনন নিষেধ না থাকতো, সুইসাইডে বিশ্বে বাংলাদেশ এক নং পজিশনে থাকতো ৷

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৭

আবদুর রব শরীফ বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.