নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
রবীন্দ্রনাথের প্রথম রচনা নিয়ে অনেক তর্ক বিতর্ক মত-অনৈক্য আছে, কারণ, তার প্রথম 'ডায়রি' 'নীল খাতা' হারিয়ে গিয়েছিল,
'সেই হারিয়ে যাওয়া নীল খাতা'র মত কত 'লাল-নীল খাতা' মহাকালের অতল গহবরে হারিয়ে যায় তার খোজ কি কেউ পায়?
ওই যে সেই গানের মত, 'প্রতিদিন কত খবর আসে পত্রিকার পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে'
অথবা, সেই গান,
'কবি কবি চেহারায়, কাঁধেতে ঝুলানো ব্যাগ, মুচে যাবে অমলের নামটা, একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা!! '
তেমনি জীবনে চলার পথে কত প্রতিভাবান বন্ধুদের হারিয়ে যেতে দেখি, কত কবি পিছুটানে তার কবিত্ব হারায়, কত অখ্যাত গায়কের গানের সুরে বনের পাখিরা নিস্তব্দ হয়ে যায়, কত সুন্দরী অযত্ন অবহেলায় শ্রী হারায় তাদের নাম কি মহাকালে সোনালী খাতায় লেখা থাকে? থাকে না..
তেমনি কত অমূল্য ভালবাসা কিছু স্বার্থের কারণে অপাত্রে যত্র তত্র প্রয়োগের কারণে বিলীন হয়ে যায়, তা কি বেলা শেষে ফিরে পাওয়া যায়?
তেমনি ভাবে হারিয়ে ফেলেছি সেই ছোট্ট ছোট্ট লাল নীল খেলনাগুলো, সেই লাঠি লজেন্স, সেই কিল মারা মেয়েটি, সেই স্কুল, সেই কোমরা চেঙ্গি, সেই কলেজে বৃষ্টিতে ভিজা আর কিছুদিন আগে সেই বিশ্ববিদ্যালয় লাইফ...সেই পঁচিশ বছরের জীবন, কেউ আমাকে সেগুলো ফিরিয়ে দিবে! প্লিজ! প্লিজ !
©somewhere in net ltd.