নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

Rip Martin Guptill, ১৬৩ বলে ২৩৭ রানের কাব্যিক ইনিংস...৷

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০৬

মার্টিনের ছয়ে ভেঙ্গে গেল আমার চায়ের কাপ...গেইলের রেকর্ড...শেবাগের গর্ব...কোয়ার্টার ফাইনালের সম্মান... ওয়েস্ট ইন্ডিজের ইজ্জত...

এটা কি শিল্প না কল্প না গল্প!! ১৬৩ বলে ২৩৭ রান তা ও অপরাজিত তা ও আবার বিশ্বকাপের নক আউট পর্বে, কিভাবে এমন একটি রূপ কথাকে বাস্তব করা সম্ভব!?

ইদানিং ছন্দের দন্ধে ক্রিকেট গদ্য না পদ্য এই যুদ্ধ যেন গেইলের সুবাদে চম্পূ উপাধিতে শেষ হয়ে গেল,

চৈত্রের খরতাপে ফ্যানের নিচে বসে ও উত্তেজনায় ঘেমে একাকার, আবোল তাবোল নাচের বাহার, আহা! খেলাতে যেন স্বর্গসুখ তবে যুদ্ধ কেন!

হার জিত চিরদিন থাকবে, তবুও মাঝ থেকে আনন্দ লুটিয়ে নিতে হবে, জীবন তো এটাই, মৃত্যু জীবনের সন্ধিক্ষণে যত ভালো কিছু দুমুঠো ভরে লুটিয়ে নেওয়া,

যত সম্রাট রাজা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চ্যান্সলর, তারাই টিকে আছে যারা ভালো বিলিয়ে দিয়েছে আপনকে করে পর, তাদের নিয়ে ভর্তি মহাকালের ভালো মার্কা নির্বাচনী ট্রেন ৷

এরমাঝে ৩৯৩ রানের টার্গেটে অনেকটা এগিয়ে গেল ওয়েস্টইন্ডিজ, এ যেন সেয়ানে সেয়ানে লড়াই, বলতে গিয়ে চক্ষু তুলিয়া দেখি আরো এক উইকেট, ভালোই তো চলছিল ছক্কা মারামারি,
এভাবে মাঝে মাঝে কি থেমে যায় মহাকালের ট্রেন!?

এই কেমন উল্টা পাল্টা লেখা, মূল উদ্দেশ্য অনাগত নাতীদের তরে আজকের দিনের দিনপন্ঞ্জিটা লিখে রাখা ৷

#Rip_Martin_Guptill

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.