নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বিজয়ের বেশে বীর দর্পে সোনার বাংলার দামাল ছেলেরা জয় জয় রাজটিকা পড়ে মায়ের কোলে ফিরে আসছে আগামীকাল, এপ্রিলে পাকিস্তানের সাথে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি, বিশ্রামের সুযোগ নেই, পুরো দেশ যেন ধরে ওরা এগারো জন,সাথে বত্রিশ কোটি হাত,
সবাস বাঘের বাচ্ছা সাবাস, পুরো জাতীকে ক্ষনিকের জন্য ভুলিয়ে দিলি কে আওয়ামীলীগ কে বা বিএনপি, এ যেন ষোল কোটি মানুষের লাল রক্তে সাদা অশ্রু জল, এই যেন অদ্ভূত এক দেশপ্রেম কোথায় যেন লুকিয়ে আছে,লুকিয়ে থাকে,
এ যেন হেরে যাওয়া নয়, বাংলাদেশর প্রকৃত রূপ খুজে পাওয়া, এ যেন হাতে হাত রেখে একাত্তরের স্মৃতিতে ফিরে যাওয়া,এ যেন চরম মানবতাবোধ পরম মিত্রবোধ,এ যেন একসুতোয় একটি মালা,
এই দেশ, এই মাটি, এই সংগ্রাম সবি তো এক, তবে কেন এত বিভেদ!! আমরা সুখে থাকতে চাই না, বিশ্বাস কর, আমরা এভাবে চিরকাল কাধে কাধ রেখে কাঁদতে চাই, একসাথে একসুরে একদেশে .....!
আসুন পুরো দেশ মিলে ওদের বরণ করে নিবো, বুকে তুলে নিবো রাজটিকা সমেত...আসুন ওদের নিয়ে আরেকবার লুঙ্গি ডেন্স দিবো, আরেকবার আনন্দে ভেসে যাবো, এই আনন্দ যেন শেষ না হয় কোনদিন!
©somewhere in net ltd.