নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সামু'র প্রেমে অন্ধ হয়ে পাগলামির ভাব-সম্প্রসারন করেছি!!

২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৭

একটি স্বপ্ন ছিল অনেকদিনের..সামহোয়ার ইন ব্লগে 'নিরাপদ' ব্লগার হওয়ার ৷ অনেক জায়গায় ব্লগিং করলে ও স্বপ্নের প্লাটফর্মটিতে ভয়ে আইডি খুলা হয় নি, গুগলে চার্চ দিয়ে দেখি এক রাশ হাহাকার, নিরাপদ ব্লগার মডারেশন পেতে অনেকের দু তিন বছর ও লেগে যায়, হায়! এ কেমন কারবালা! এ কেমন ধৈর্য পরীক্ষা!

অবশেষে লুঙ্গির গিট্টু ভালো মত দিয়ে ব্লগিং করতে নেমেছি, দু দিনে চোখের নিচে একরাশ কালো দাগ!!! আমি কি পারব! এভাবে এগারো দিনে ৫৯ টা পোস্ট করে পেললাম(কি পাগলা আমি !!), এদের মধ্যে অনেকগুলো পোস্ট নিজ নামে বিভিন্ন অনলাইন পোর্টাল পত্রিকায় প্রকাশিত, যে লিংকগুলো খুজে পেলাম লেখার নিচে কমেন্ট করে দিলাম,

ক্লাস সিক্স থেকে যে কলম হাতে নিয়েছি, তা কত পত্রিকায় কত দেওয়ালিকায় লেপটেছে এত আনন্দ কি হয়েছে কখনো!! প্রাণপ্রিয় সামু কথা দিলাম, 'নিরাপদ ব্লগার' মান রক্ষার্থে জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও চেষ্টা করে যাবো ৷

এতো এতো ভাল ব্লগার সামুতে ম্যাক্সিমাম পোস্টগুলো প্রিয় পোস্ট করে রাখতে ইচ্ছে হয়, জানেন! অনেক আগে একবার কি যেন সার্চ দিতে গিয়ে "বাঁধ ভাঙার আওয়াজ" টাইটেলের প্রেমে পড়ে গিয়েছিলাম, কত রাত স্বপ্নে জাগরনে জপেছি এই নাম! এ যেন এক কথার এক শিল্প! সেদিন কোন এক প্রিয় মানুষকে বলেছিলাম, তোমার জন্য আমার বুকে সৃষ্টি হয় বাঁধ ভাঙার আওয়াজ, তুমি কি বুজতে পারো?

কলেজে উপস্থিত বক্তব্যে বলেছিলাম, " বাঁধ ভাঙার আওয়াজের মত এই প্রিয় স্বদেশ থেকে একদিন ধুয়ে মুছে যাবে সকল অন্যায় অবিচার!"

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্সে রেজাল্ট যখন খারাপ করলাম, বাবাকে বলেছিলাম, "বাঁধ ভাঙ্গার আওয়াজের মত ভেঙ্গে যাচ্ছে আমার আপনার স্বপ্ন !"

মাস্টার্সে যখন একটু ভালো করলাম, তখন পুনরায় বললাম, "বাঁধ ভাঙ্গা আনন্দে ভেসে যেতে ইচ্ছে করছে আজিকে .. "

সবার কাছে দোআ কামনা করছি, কখনো কোন ভুল ত্রুটি করলে ধরিয়ে দিবেন,
আজ আমার প্রিয় রবি ঠাকুরের একটি কবিতায় সকালে বারবার মনে পড়তেছিল,

আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!
না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
জাগিয়া উঠেছে প্রাণ,
ওরে উথলি উঠেছে বারি,
ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি.........

সেই আবেগ রুধিয়া রাখিতে না পারিয়ে এই লেখাটি লিখলাম, কত মধুর অনুভূতি একজন নিরাপদ ব্লগার হওয়ার, সেই আনন্দে এই সপ্তাহকে 'মিষ্টি সপ্তাহ' ঘোষণা করলাম ৷

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৩

উল্টা দূরবীন বলেছেন: মাত্র তের দিনের মাথায় নিরাপদ ব্লগার হয়েছিলাম :)

আপনাকে অভিনন্দন।

২| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৮

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা দারুন লিখছেন
ব্লগে স্বাগতম

৩| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৮

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ দূরবীন ভাই.... ভাবতে পারি নি কখনো তের দিনের মাথায় নিরাপদ হবো....

৪| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৯

ব্লগার মাসুদ বলেছেন: অভিনন্দন।

৫| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩১

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ সুলতানা আপু অনুপ্রেরণা দেওয়ার জন্য....

৬| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩১

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই.....

৭| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: নিরাপদ ব্লগার হয়েছেন জেনে ভাল লাগলো । আপনার সামনের দিনগুলো হোক আনন্দমুখর । হ্যাপী ব্লগিং ।

৮| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৮

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই...... ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.