নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা কি মধ্য রাতে রক্তের টগবগিয়ে বের হতে চাওয়া?

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৩

স্বাধীনতা কি ঘুম থেকে হয়ে যাওয়া গুম?

স্বাধীনতা কি বাসে পেট্রোল মারার ধুম?

স্বাধীনতা কি ফেলানীর কাঁটা তারে ঝুলে থাকা?

স্বাধীনতা কি পিলখানা অস্ত্রের গর্জনে কেঁপে উঠা?

স্বাধীনতা কি সাগর-রুনির না ফুরানো চব্বিশ ঘন্টা?

স্বাধীনতা কি হায়দার হোসেনের ত্রিশ বছর খুজে ফেরা?

স্বাধীনতা কি স্বৈর-শাসকের পুনরায় ক্ষমতায় আসা,

স্বাধীনতা কি যুদ্ধপরাধীদের বুক ফুলিয়ে হাটা?

স্বাধীনতা কি ভোট না দিতে পারার দুঃখ?

স্বাধীনতা কি বাক স্বাধীনতা হয়ে যাওয়া রুদ্ধ?

স্বাধীনতা কি আমলাদের আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া?

স্বাধীনতা কি ট্যাক্স ফাঁকি দিয়ে কোটিপতি বনে যাওয়া?

স্বাধীনতা কি তাজরিন ফ্যাশনে ধ্বসে যাওয়া মনবতা?

স্বাধীনতা কি বার বার গনতন্ত্র লাঞ্চিত হওয়া?

স্বাধীনতা কি আমার সন্দ্বীপকে অবহেলিত জনপদ করে রাখা?

স্বাধীনতা কি যানজটে দেওয়া ধৈর্য পরীক্ষা?

স্বাধীনতা কি ইচ্ছে মত ছিনতাই হত্যা রাহজানি?

স্বাধীনতা কি জোড় করে মুল্লুক কেড়ে নেওয়া?

স্বাধীনতা কি সংখ্যা লঘুদের ঘরে উপসনায় দেওয়া আগুন?

স্বাধীনতা কি প্রকৃতি ধ্বংস করে চুরি হয়ে যাওয়া ফাল্গুন?

স্বাধীনতা কি ইংলিশ মিডিয়ামের বাংলা ভুলে যাওয়া?

স্বাধীনতা কি সিরিয়ালের পিছনে দেশীয় মেয়ের ধাওয়া?

স্বাধীনতা কি কৃষকের মুনাফা মধ্যসত্ত্বভোগীর লুটে নেওয়া?

স্বাধীনতা কি খাওয়া মনে করে ফরমালিন গিলে যাওয়া?

স্বাধীনতা কি শ্রেণিভেদে চারস্তরের শিক্ষা ব্যবস্থা?

স্বাধীনতা কি হাসপাতালের বারান্দায় শুয়ে থাকা অনুক্ষণ?

স্বাধীনতা কি আবর্জনা থেকে পথশিশুর কুড়িয়ে খাওয়া বন?

স্বাধীনতা কি শুধুই চারদিকে একরাশ বৈষম্য?

স্বাধীনতা কি কাজের মেয়ের সাথে হয়ে যাওয়া বন্য?

স্বাধীনতা কি ফাইভ স্টার হোটেলের বাঁধ ভাঙ্গা অপচয়?

স্বাধীনতা কি বস্তিবাসীর জীবন যেন দুর্দশাময়,

স্বাধীনতা কি লিটনের ফ্লাটে মেয়ে নিয়ে হোলি খেলা?

স্বাধীনতা কি আমার বোনের এসিডে ঝ্বলসে যাওয়া?

স্বাধীনতা কি দুর্নীতি'তে দেশ লুটে-পুটে খাওয়া?

কোটি টাকা ব্যয়ে সমাবেশে মিথ্যে আশ্বাস শুনা,

স্বাধীনতা কি ধর্ষিত মেয়ের চিৎকার আহাজারি?

স্বাধীনতা কি নর পিশাচের উল্লাসিত চেঞ্চুরি?

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৩

কলাবাগান১ বলেছেন: "Freedom is when nobody owns it"

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৫

আবদুর রব শরীফ বলেছেন: স্বাধীনতা কি তা চিন্তা করতেছি দু দিন ধরে ভাইয়া!!

২| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৪

কলাবাগান১ বলেছেন: একটা জিনিস বুঝি যে স্বাধীনতা মানে রাজাকারের গাড়ীতে পতাকা উঠানো না

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৬

আবদুর রব শরীফ বলেছেন: স্বাধীনতা কি যুদ্ধপরাধীদের বুক ফুলিয়ে হাটা?

৩| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:২০

কলাবাগান১ বলেছেন: যারা বলেন যে এখন দেশে স্বাধীনতা নাই.... @মনিরা সুলতানা,

তারা কোথায় ছিলেন যখন রাজাকারের গাড়ীতে বাংলাদেশের রক্তস্নাত পতাকা উড়েছিল?

৪| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:২০

আবদুর রব শরীফ বলেছেন: প্রকৃত স্বাধীনতার স্বাদ লাভ করতে চাই...

৫| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:২২

কাউন্টার নিশাচর বলেছেন: https://www.youtube.com/watch?v=OYZ3DU7TobM

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৬

আবদুর রব শরীফ বলেছেন: ভিডিও টা দেখছি...ধন্যবাদ শেয়ার করার জন্য ৷

৬| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪০

মাসূদ রানা বলেছেন: সুন্দর কবিতা :)

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪২

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাই.....

৭| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৭

সেলু বলেছেন: স্বাধীনতা মানে বৃদ্ধ মাকে লাইনে দাড়িয়ে নানা হয়রান

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৮

আবদুর রব শরীফ বলেছেন: আসলে স্বাধীনতা কি?

৮| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫২

আবদুর রব শরীফ বলেছেন: অমর্ত্য সেন এর মতে, স্বাধীনতা মানে রাজনৈতিক, অর্থনেতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মত প্রকাশের স্বাধীনতাকে স্বাধীনতা বলে... অর্থনীতিবিদ মঈনুল ইসলাম স্যার যখন পড়াতেন তখন মনে হতো পূর্ণ স্বাধীনতা কতই না মধুর...!!

৯| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লিখেছেন , শুভকামনা ।

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৬

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইয়া...

১০| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ভালো লেগেছে পড়ে...

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২৭

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.