নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
এখনো মন খারাপ বাংলাদেশের
হুশ নেই ষোল কোটি অনুভূতির,
সুবাস নেই সদ্য পুষ্পটিত ফুলের
জবাব নেই আম্পিয়ারের ভুলের!!
শুধু ফুপিয়ে কান্না পাচ্ছে বারবার
বর্ষা আগে বুক ভেসে গেছে বাংলার ৷
কোথাও কেউ নেই দেওয়ার সান্ত্বনা
টিকটিকি আজ ঠিকঠিক করছে না
ঝিঝি পোকা আজ কেন ডাকছে না
হাওয়ায় যেন প্রজাপতি ভাসছে না
ঘাসফরিং তিড়িং-বিড়িং লাফাচ্ছে না
এতো কষ্ট প্রাণে আর সইছে না
দম বন্ধ হয়েও যেন আর হচ্ছে না
মিছিলে স্লোগান ডুকরে আসছে না
কাঁপা গলা কোন মতেই থামছে না
প্রেয়সির কথা ভালো লাগছে না
কান্না পেয়েও কেন জল আসছে না?
আবেগ নিয়ে খেলতে ওদের বাধলো না
অন্যায় বিচারের আগে ভাবলো না
ইতিহাস চোরদের ক্ষমা করবে না
সময় এই রায় মানবে না না না না ৷
তোদের হারিয়ে প্রতিশোধ নিবো একদিন
কড়ায় গন্ডায় লুপে নিবে যত আছে ঋণ,
আকাশে বাতাসে উড়বে বিজয় নিশান
অন্যায়ের একদিন হবে নিশ্চয় অবসান ৷
মাথায় যেদিন ভেঙ্গে পড়বে আসমান
সেদিন বুজবে বন্ধু ব্যথার প্রতিদান ৷
২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪৩
আবদুর রব শরীফ বলেছেন: সেদিন রাতে ঘুমাতে পারি নি, অনেক কষ্ট নিয়ে সারা রাত বসে স্মৃতি মাখা কবিতাটি লিখেছিলাম ৷
২| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৯
মনিরা সুলতানা বলেছেন: হুম ভাল লিখেছেন ...
আজ অথবা কাল ওদের কে লজ্জা পেতেই হবে
২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪৪
আবদুর রব শরীফ বলেছেন: সে প্রতীক্ষায় আছি
......
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৭
আরজু মুন জারিন বলেছেন: হ্যা সবার খুব প্রত্যাশা ছিল বাংলাদেশ একটা ভালো কিছু করবে। তারপর হতাশা স্বত্যে ও আমরা ভাবতে পারি ভালো খেলেছি। মন খারাপ করনা। আমরা প্রার্থনা করি সামনে বাংলাদেশ আরো ভালো খেলুক।
তোমার কবিতায় অনেক ভালো লাগা রেখে গেলাম।
তার সাথে শুভেচ্ছা ও। ভালো থেক এবং লিখতে থাক এভাবে।