নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সেশন দু-হাজার সাত-আটের সেই আড্ডাটা আজ আর নেই..আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই! আজ আর নেই..লালা ল্লা ল্লা লা লা...
#বশির দা চকবাজারে, #শাহীন ঢাকা তে, নেই তারা আজ এই ক্যাম্পাসে.. ব্যান্ডের গিটারিস্ট #সৈকত ডিজু দা, পরে আছে কোথায় কে জানে? কাকে যেন ভালবেসে আঘাত পেয়েছে শেষে, একা কাটাচ্ছে জীবন #ইমাম হায়! #করিমটা ধুকছে দুরন্ত স্লিম রোগে..স্বাস্থ্য কেন করে নি তাকে ক্ষমা হায়!!?
সেশন দু-হাজার সাত আটের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই..
#মনোজ আজ সবচেয়ে সুখী আছে, শুনেছি তো অনেক বেশী বেতন তার, ব্যাংকের কেড়ে নেওয়া সময়ে আগা গোড়া মুড়া #রিয়াজুল দে,বাড়ি গাড়ি সব কিছু দামী তার..
আর্ট পাগল ছেলে, #রূপক কর্মকার, ক্লাশে মডেলিং করত, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে সবাই #বশিরের গল্প শুনত..ও ও ও
সেশন সাত-আটের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই..
এক সাথে নিমেষেই, তিন চার ঘন্টা, মাইক্রো মেকরো ক্লাশ চলত, কখনো বুজি নাই, কখনো জামিন নাই, এই নিয়ে তর্কটা জমত..
রোদ জড় বৃষ্টিতে যেখানে যে থাকুক, #মইনুল স্যার ক্লাশে ঠিক বার টায় এসে ডুকত,বারটা থেকে ক্লাশ করে জমিয়ে লেকচার দিয়ে, ঠিক দুটাই উঠত..আআআ
সেশন সাত আটের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই..কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই..
কবি কবি চেহারা, কাধেতে ঝুলানো ব্যাগ, মুচে যাবে #ওয়াহিদের নামটা, একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পাবে কিনা জানি না প্রতিভার দামটা ..
অফিসের করিডোরে, #পিন্টু দা পরিচালিত নাটকে #সাদেকুজ্জামান অভিনয় করত, টিউশনির মাস্টার #সাঈদ এসে রোজ #সাদেক কি নোট করেছে তাই শুধু পড়ত..ও ও
দু-হাজার সাত আটের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই..কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো হায় আজ আর নেই..
সেই সবার বসা ক্লাশ রুমটা কবু আছে, একটা বেঞ্চ ও আজ খালি নেই, একই সে ক্লাশে আজ এসেছে নতুন সেশন, শুধু সেই সেদিনের সাত আট নেই..
কত স্বপ্নের রোদ উঠে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে..কত স্বপ্ন ইয়ার #ক্রাশে ঝড়ে যায়, কত ছাত্র এলো গেলো, কত ছাত্র আসবে, বিশ্ববিদ্যালয়টা শুধু রয়ে যায়...
সেশন দু-হাজার সাত-আটের সেই আড্ডাটা আজ আর নেই..আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই! আজ আর নেই..লালা ল্লা ল্লা লা লা...
স্মৃতির আড়ালে ডেকে যাওয়া বিশ্ববিদ্যালয় জীবনের কিছু স্বর্ণালি মুহূর্ত.. #মওদূদ #রুবেল #মধু #জুয়েল #মুনির #নেওয়াজ #তৈয়ব #জাবেদ #ফারুক #জামাল #তানজীল #স্কাউট ফারুক সহ দু হাজাস সাত-আট সেশনের সব ছাত্র-ছাত্রীদের উৎসর্গকৃত..
২| ২৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
চাঁদগাজী বলেছেন:
সময়ের সাথে সবকিছু বদলে যাবে।
আপনার ব্লগের বীরদের নাম দেখে খুবই খুশী হলাম।
২৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
আবদুর রব শরীফ বলেছেন: আসলে এভাবে জীবনটা এক সময় স্মৃতি হয়ে যায়...স্মৃতি হাতড়িয়ে বেঁচে থাকা ছাড়া কোন উপায় থাকে না ৷
৩| ২৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
মনিরা সুলতানা বলেছেন: ভাল লিখছেন সব ব্যাচেই এই গান গাওয়ার যোগ্য কিছু বন্ধু থাকে
নস্টালজিয়া মোবারক ...
২৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
আবদুর রব শরীফ বলেছেন: এ যেন আমার জীবনের বাস্তব কফি হাউজ...
৪| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৬
তুষার কাব্য বলেছেন: স্মৃতি বড্ড জ্বালায় মাঝে মাঝেই !
৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৯
আবদুর রব শরীফ বলেছেন: আসলে ভাই, বেদনাদায়ক হয়ে পীড়া দেয় সুখস্মৃতিগুলো...
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৪
আবদুর রব শরীফ বলেছেন: Click This Link