নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আইসিসির কর্তাদের 'কুকুর' বললেন আইরিশ ক্যাপ্টেন ৷

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৭

ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির উপর একের পর
ক্ষোভ জমছেই ক্রিকেট খেলুরে দেশগুলোর। এই
সংগঠনটি বাংলাদেশকে নিয়ে রীতিমত
ছেলেখেলা খেলেছে।

এতে করে আইসিসিকে নিয়ে
সমালোচনা হচ্ছে বিশ্বজুড়েই।
এবার আগামী বিশ্বকাপে দশ দল নিয়ে খেলার জন্য
আইসিসির সিদ্ধান্তকে মোটা মাথার পরিকল্পনা
আখ্যা দিয়ে একহাত নিলেন আয়ারল্যান্ডের
অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।

সংস্থার
কতিপয় কর্মকর্তাকে কুকুর বলেও উপাধি দিলেন
তিনি!

এক সংবাদ সম্মেলনে এই ক্রিকেটার মুখ খুলে বললেন,
‘গেলো বিশ্বকাপে আয়ারল্যান্ডের হারের জন্য
প্রার্থনা করেছে আইসিসির বেশ কয়েকজন উর্ধ্বত্বন
‘কুকুর’।

আইরিশ অধিনায়ক বলছেন, ‘আমরা যেন শেষ আটে না
আসতে পারি এজন্য রীতিমত এই কাণ্ড করেছে তারা।

আমরা শেষ আটে আসলে আইসিসির দশ দলের
বিশ্বকাপ থিউরি বানাতে ঝামেলা হতো।’ খবর
স্পোর্টিংলাইফডটকমের।

আইরিশ অধিনায়ক আরো বলেন, ‘আমরা জানতাম
ভালো খেলার বিকল্প নেই এবং আমাদের সেরাটাই
আমরা খেলেছি। আমরা বিশ্বকাপে দেখিয়ে
দিয়েছি আইরিশরা ক্রিকেটে কী করে দেখাতে
পারে। কিন্তু আমাদের শঙ্কা ছিল, হয়তো সামনের
খেলাগুলো আমাদের নাও খেলা হতে পারে। কারণ
আইসিসি যেন বন্দুক তাক করে রেখেছিল আমাদের
বিশ্বকাপ থেকে বিদায় করতে।’

আইসিসি বলছে, সবার জন্য নাকি সামনের
বিশ্বকাপে সমান সুযোগ থাকছে। আসলে এটা
ভাওতাবাজি,’ এমনটাই মনে করছেন পোর্টারফিল্ড।

গেল বিশ্বকাপে গ্রুপ পর্বে থেকে বাদ পড়ে
আয়ারল্যান্ড। তবে গ্রুপ পর্বে ছয়টির তিনটিতে জয়
পেয়েছে তারা। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
৩শ’র উপরে রান তাড়া করে ম্যাচ জিতে
বিশ্বকাপের উদীয়মান তারকা দলে পরিণত হয়
আইরিশরা।

উল্লেখ্য, ২০১৯ সালে আইসিসির সদস্য আট দল
সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। দলগুলো
হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ
আফ্রিকা, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও ওয়েস্ট
ইন্ডিজ। বাকি দুটি স্থানের জন্য লড়বে বাংলাদেশ,
স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের মতো
সহযোগী দেশগুলো।

উৎসঃ জাগো নিউজ

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১০

মামুন ইসলাম বলেছেন: কুকুর বললেও ওদের কুকুরকে অপমান করা হবে । কুকুরের চেয়ে নিম্ন কিছু থাকলে ওরা তাই ।

পোস্টে ++++

০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০০

আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক ৷

২| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১:২১

মুজিব আলম বলেছেন: ওরা কুকুরের চেয়েও অধম।

০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০০

আবদুর রব শরীফ বলেছেন: হুম ৷

৩| ০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫২

সুফিয়া বলেছেন: কুকুরেরও বোধহয় বিবেক-মনুষত্ব বলে কিছু আছে। ওদের তাগ নেই। কাজেই কুকুর বললেও কম বরা হয়েছে ওদেরকে।

০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০১

আবদুর রব শরীফ বলেছেন: হুম ৷

৪| ০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৪

নীল আকাশ ২০১৪ বলেছেন: আইসিসি সবচেয়ে বেশি ভয় পায় ইউরোপীয় দেশগুলিকে। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডের মত দেশগুলো যেভাবে তাদেরকে খুব বেশি খেলার সুযোগ না দেওয়া সত্ত্বেও উঠে আসছে, তাতে আইসিসির সর্বময় ক্ষমতা ইন্ডিয়ার হাতছাড়া হয়ে যাবার বিরাট সম্ভাবনা আছে।

ফিটনেসে ইন্ডিয়া-পাকিস্তান-শ্রীলঙ্কা ঐসব ইউরোপিয়ান দেশের কাছে একসময় পাত্তাই পাবেনা - এখন যেরকম হকিতে, ভবিষ্যতে একসময় ডমিনেট করার আশংকা ঐসব ইউরোপিয়ান দেশে। এজন্যেই ১০ দলের বিশ্বকাপ মূলত ইউরোপিয়ান আগ্রাসন ঠেকানোরই একটা কৌশল।

০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০২

আবদুর রব শরীফ বলেছেন: আসলে ওরা চমৎকার খেলছে ৷

৫| ০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৭

মিঞা ভাই বলেছেন: কুকুর খুবই বিশ্বস্ত প্রানী, আইসিসিকে কুকুর বললে কুকুরের অপমান হয়।

০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০২

আবদুর রব শরীফ বলেছেন: সেটাই ৷

৬| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৬

কলমের কালি শেষ বলেছেন: যথার্থই বলেছেন । তবে প্রাণীটা কুকুর না হলে ভাল হতো । কুকুর অনেক উঁচুমানের প্রাণী ।

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৪

আবদুর রব শরীফ বলেছেন: হাহা ঠিক বলছেন ৷

৭| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৩

বিলোয় বলেছেন: আইসিসি কে কুকুর কেন বলা হল? এতে কি কুকুরের অপমান হয় নি?

০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৫

আবদুর রব শরীফ বলেছেন: হাহা ঠিক ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.