নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
তুমি হারালে না কবিতার মলাটে,
তাই ভালবাসা নেই তোমার ললাটে
হারিয়ে গেছ রং চঙ্গা চার দেয়ালে-
ভরাট কোন মানি ব্যাগের আড়ালে ৷
ব্যথা দিয়ে গেছ প্রেমিকের দিলে
বেদনার বর্ণ রঙ্গিন হয় তাই নীলে
বুক জুড়ে তুমি! শুধু তুমিই ছিলে,
আজীবন কেন ওখানেই থেকে গেলে!!
স্বার্থ টানে জানি না কোথায় হারালে
জড়িয়ে গেছ ভুলে স্বার্থের বেড়াজালে
তোমার চোখ জুড়ে নেই নীল আভা,
আজ ওখানে কেবলি বাঘের থাবা
সেখানে খেলা করে একরাশ হতাশা
ভালবাসা নেই কেবলি নিরাশা ৷
তোমার পায়ের ছন্দ জড়িয়ে গেছে ভুলে
সেই এলোকেশ বাতাসে উঠে না দুলে,
সুখের আশায় সব ছেড়ে আছো কি সুখে
আমার সুখ মরে যায় তোমায় দেখে দুখে৷
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৭
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাই ৷
২| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫২
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লেগেছে ।
১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৫
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইয়ু
৩| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রেম ক্ষোভ মিলে অসাধারণ কবিতা।
১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৪
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৪
ভ্রমরের ডানা বলেছেন: তোমার চোখ জুড়ে নেই নীল আভা,
আজ ওখানে কেবলি বাঘের থাবা[/sb
অস্থির লাগলো।