নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ভূমিকম্প নিয়ে এগুলো কেমন নিউজ!!! দেখার কি কেউ নেই!! :(

১৩ ই মে, ২০১৫ রাত ১২:২২

একটু আগে এম টি নিউজ নামক একটা নিউজ পোর্টাল
নিউজ করল, "আরো বত্রিশ গুন ভুমিকম্প নাকি অতি
শীঘ্রই আঘাত হানবে ৷"
নিউজ লিংকঃ http://www.dhakatimes24.com/2015/05/12/65726/

http://bangla.mtnews24.com/post.php?id=46821&page=2

সংবাদের দেখি কোন মা
বাবা নাই, নিজেই আতঙ্কিত হয়ে গেছিলাম,

মোবাইলের ভাইব্রেশনকে ও এখন ভুমিকম্প মনে হয়,

মূল কারণ ফেসবুক,

সেই কখন ভূমিকম্প হলো এখনো সেই রেশ রয়ে গেছে
ফেসবুক ওয়ালে, চিন্তা করতেছি ফেবু ওয়াল ভাইঙ্গা
পরে না কেন ওদের মাথার উপর!!?


হায়াত, মৌত(মৃত্যু), রিজিক এগুলা আল্লাহর হাতে,
একদিন মৃত্যু আসলে মরে যাবো, মরার আগে হাজার
বার মরার তো দরকার নাই!!


আরো অবাক লাগে বাংলাদেশে ভূমিকম্পে যে
কয়জন মারা গেছে সবাই ভূমিতাঙ্কে,


একজন কৃষক
খোলা মাঠে ধান কাটতেছিল, তার আশে পাশে
চৌদ্দ মাইল দূরে ও বিল্ডিং ছিল না, সে ভয়ে মারা
গেল!! আপনারাইতো অতঙ্ক ছড়ান,


এক মেয়ে বহুতল ছাদ থেকে লাফ দিল, তাড়াতাড়ি
হুরোহুরি করতে গিয়ে অনেকে আহত হলো, সব তো
বেচে থাকার জন্য, অথচ আতঙ্কটা জলাতঙ্ক হয়ে মরার
আগেই ওনারা মরে গেলেন,


ভূমিকম্পের প্রধান সতর্কতা, আতঙ্কিত হওয়া যাবে
না, যথাসম্ভব নিরাপদ আশ্রয় নিতে হবে, বাকীটা
আল্লাহর হাতে, তবে পূর্ব সতর্কতা মেনে চলতে হবে,
বিল্ডিং কোড মেনে চলা ইত্যাদি ৷

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৫ রাত ১২:২৫

আবদুর রব শরীফ বলেছেন: Click This Link

২| ১৩ ই মে, ২০১৫ রাত ১২:২৭

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: ভাইরে আইজ বেপক ভয় পাইছি। :(( বিল্ডিং এ ক্র্যাক দেখলাম। :-& বাড়িওয়ালারে দেখাইতে হইবেক। :(

১৩ ই মে, ২০১৫ রাত ১২:৩৮

আবদুর রব শরীফ বলেছেন: বাড়িওয়ালা না দেখিয়ে একটা আর্কিটেক্ট দেখান, বিল্ডিংটা নিরাপদ কিনা জানার জন্য, বাড়িওয়ালা তার বাড়ি ক্রাক কেন অর্ধেক ধ্বসে পড়লে ও বলবে চমৎকার স্ট্রং বিল্ডিং...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.