নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তুমি অন্যরকম বলনি বলে কবিতা হয়নি কতদিন!! :)

১৫ ই মে, ২০১৫ বিকাল ৩:৪৩

যুগ যুগ পেরিয়ে গেলে আমরা বুজতে পেরেছি অনুকরণ অনুসরণ নয়, সৃজনশীল হতে হবে,

কাকের বাসায় কোকিল যেমন তার সুরেলা কন্ঠ ভুলে যায়, চিড়িয়াখানার হাতিরা যেমন করে নিজের শক্তিমত্তা চেয়ারের খুটির চেয়ে দুর্বল ভাবে, বনের বাঘ বাসায় যেমন বিড়ালের আচরণ করে তেমনি অতিরিক্ত অনুকরণ/অনুসরণ আপনাকে ভুলিয়ে দিবে আপনি কে!?


ঐ দেখা যায় তালগাছ মুখস্ত করতে করতে ভুলেই গেছিলাম এমন একটি কবিতা আমি/আপনি লিখতে পারি, যখন ভাবি 'ঐ দেখা যায় সুপারি গাছ' মনে হয় হতেই পারে না!! দেখা যাওয়ার অধিকার একমাত্র তাল গাছেরই আছে,


অমুকের ছেলে ডাক্তার/ইঞ্জিনিয়ার সুতরাং তোমাকেও হতে হবে, মেসি/নেইমার হেয়ার স্টাইলে দুটা দাগ দিলে আমাকেও দিতে হবে, এমনকি হতে পারে না!! তেমনি করে দু এক জন আমাকে ফলো করবে, হোক না সে আমার বাসার কাজের ছেলে, তার হৃদয়ে আমি হতে পারি অন্য কেউ, একটি কবিতার লাইন মনে পড়েছে, "তুমি অন্যরকম বলো নি বলে কবিতা হয়নি কতদিন ৷"


অন্যরকম ভালো কিছু একটা করতে হবে, হতে পারে পলান সরকারের মত সেন্ডেল পরে বই বিক্রি, হতে পারে পাড়ায় পাড়ায় গাছের সারি, হতে পারে গল্প বলা/লেখা, হতে পারে কত কিছু, হতে পারেন আরিফ আর হোসাইনের মত আমরাই নিবো বাংলাদেশের পিছু,


হতে পারেন একজন ভালো প্রেমিক, ভালো বাবা, ভালো বন্ধু, কিছু একটা হতে হবে, রকমারি কিছু, অন্যরকম কিছু, সৃজনশীল হতে হবে, খুজে বের করতে হবে আমার ভিতরে কে আমি খেলা করে,

ইচ্ছের বিরুদ্ধে কাজ করে জগতে কেউ কখনো কিছু করতে পারে নি, যা করেছে শুধু 'কাজ', আপনি হয়ত যেটি হাসি খেলে পারবেন, অন্যজন তা কখনো সাধনা করে পারবে না, নাইলে বাংলায় পড়ে সবাই নজরুল/রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যেত, নিজের ভালো লাগা বলে ক্রিয়েটিভ কিছু একটা আছে সবার মাঝে, যার শক্তির নিঃশেষ নেই...

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৫ বিকাল ৪:২৩

আবদুর রব শরীফ বলেছেন: ফেসবুক লিংকঃ Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.