নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কোন পথে চলছে হায়!! আধুনিক নারী সমাজ!?

২০ শে মে, ২০১৫ রাত ৯:১০

ইউটিউবে কিছু সচিত্র প্রতিবেদন দেখলাম, একজন মেয়ে তার মডেলিং করার ইচ্ছা, সুতরাং মডেল জগতের এক বড় ভাইকে তার অভিলাষের কথা বলল,

বড় ভাই তাকে এক ডাইরেক্টরের সাথে পরিচয় করিয়ে দিল, এবং মেয়েটাকে একটা ব্রিফিং দিল এই যে, " নাটকে একটা দৃশ্য ফুটিয়ে তুলতে হলে সবার আগে প্রয়োজন ডাইরেক্টরের সাথে গ্যাপ কমানো, তাতে কাজ করতে সুবিধা হয়, গ্যাপ কমাতে হলে একটাই মাধ্যম ডাইরক্টরের সাথে ফিজিকেল রিলেশন! "

মেয়েটি ভাগ্যক্রমে যদিও রঙ্গিন দুনিয়া থেকে ফিরে এসেছিল কিন্তু কয়টি মেয়ে পারে তা!! মডেলিংয়ের নামে সহজ সরল মেয়েদের বুজিয়ে সুজিয়ে যে রমরমা ব্যবসা বাংলাদেশে চলছে তার শেষ কোথায়!?

আরেকটি গল্প বলি, মেয়েটির নিজ মুখের, খোজ পর্বের একটি প্রতিবেদন,
মেয়েটি প্রেম করত একটি ছেলের সাথে নয় বছর, ছেলেটি কৌশলে মেয়েটিকে দেহ ব্যবসায় জড়িত করে পেলল, এক পর্যায়ে মেয়েটি সব বুজতে পারল, তখন অনেক দেরী হয়ে গেল, কিছুদিন পর মেয়েটির বিয়ে হয়, সংসারে অভাব অনটন দেখা দিল, হাসবেন্ড সকাল নয়টায় চাকরি করতে বের হয় বিকেল পাঁচটায় আসে, এই সুযোগ নিয়ে পুরাতন অভ্যাসবশত মেয়েটি চালায় দেহ ব্যবসা,


জীবনের পিছনেতো অনেক দৌড়াচ্ছেন, সবতো আপনার সন্তান পরিবার পরিজনের জন্য, খবর নিয়ে দেখা কি প্রয়োজন নয়? আপানার মেয়ে/বোন/বউটি কি করছে? কোন অসৎ পাল্লায় পড়েছে কি না!? নিজেকে আধুনিক করার তাগিদে মডেলিং নামক বেড়াজালে আটকে গিয়ে অবৈধ পথে পা বাড়াচ্ছে কি না!? কলেজ/ বান্ধবীর বাসার নাম করে সে কোথায় যাচ্ছে একটু খবর নেওয়ার অবসরটুকু অভিভাবক হিসেবে রাখা আপনার জীবন সম্মানের জন্য আজ বড় প্রয়োজন,


বিঃদ্রঃ বন্ধ সিমে রবি ২৯টাকায় ২ জিবি খরচ করার তাগিদে অনেকগুলো প্রতিবেদন,ক্রাইম ফিকশন দেখার পর এই লেখাটা লেখার প্রয়োজন উপলব্দি থেকে না লিখে পারলাম না, কোথায় যাচ্ছে আজকের আধুনিকতা/জনপ্রিয়তার মোহে নামে বিবেকহীন তরুণীরা প্রশ্নটা রেখে গেলাম !?

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৫ সকাল ১১:৪৮

আবদুর রব শরীফ বলেছেন: ফেসবুক লিংক Click This Link

২| ২১ শে মে, ২০১৫ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:
প্রশ্নটা মেয়েদেরকেতো অবশ্যই করা উচিত সাথে
প্রশ্নটা একই সাথে ছেলেদেরকেও রাখা উচিত ।

সচেতনতা সকল ক্ষেত্রেই কাম্য ।

২২ শে মে, ২০১৫ রাত ১১:৫০

আবদুর রব শরীফ বলেছেন: সেটাই, তবে বেপারটা খুব ভয়ঙ্কর এবং চিন্তার বিষয়ও বটে ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.