নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সেহেরী vs রং নাম্বার

২৭ শে জুন, ২০১৫ রাত ২:৩৭

রং নাম্বার থেকে একদিন সেহেরির সময় একটা ফোন আসল, রিসিভ করে কথা বলতে যাবো এমন সময়,(মিষ্টি কন্ঠে) সরি ভাইয়া! আমার এক বন্ধুকে ফোন দিতে গিয়ে ভুলে আপনার নাম্বারে চলে গেছে!
.
না না,সরি বলার কিছু হয় নি! আমি এমনে ও সেহেরিতে যথাযথ সময় উঠতে পারি না, অনেক সময় উঠে দেখি দুই মিনিট আছে তাড়াতাড়ি করে দুইটা খেজুর এক গ্লাস পানি খেয়ে রোজা রাখতে হয়, রং নাম্বার হোক আর যায় হোক রিং দিয়ে আপনি আমার উপকার করেছেন, সুতরাং আপনাকে ধন্যবাদ ৷
.
ওকে ভাইয়া! তা হলে প্রতিদিন আমি আপনাকে ফোন করে জাগিয়ে দিবো, আপনি ফোন রিসিভ না করে কেটে দিবেন.....
.
এভাবে প্রতিদিন সে ফোন করে জাগিয়ে দিতো, সেই রং নাম্বার থেকে ফোন এসে রিং না বাজলে যেন ঘুম থেকে উঠতে ইচ্ছে করত না! মনে হতো কেউ যেন! রিং টোনের সুরে সুরে বলছে, 'এই ছেলে আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে, উঠো বলছি, না হলে এক বালতি পানি ঢেলে দিবো কিন্তু!'
.
এরপর রোজা শেষ,রিং দেওয়া শেষ, ব্যক্তিত্ব বজায় রেখে কেউ কাউকে আর রিং দেওয়া হয় নি, কালের বিবর্তনে মোবাইল সেট পরিবর্তনের কারণে নাম্বার ও হারিয়ে গেছে!
.
মিনমিন বৃষ্টির দিনে এখন তাকে আজ বেশী প্রয়োজন! বড্ড বেশী প্রয়োজন! খুব মিস করি তাকে! তার একটি রিং! কারণ বৃষ্টির রাতে প্রায় সময় ঘুম থেকে উঠে দেখি সেহরীর টাইম শেষ ৷

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৫ রাত ২:৪৬

উর্বি বলেছেন: হাহাহাহা।
বেশ তো। আননোন নাম্বার হলেও বেশ হেল্পফুল তিনি। ভালো লাগল

২৭ শে জুন, ২০১৫ রাত ৩:১১

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ, আসলে ফিলিংসগুলো অসাধারণ ৷

২| ২৭ শে জুন, ২০১৫ রাত ৩:১৩

উর্বি বলেছেন: এগুলা মুহূর্ত র নাম "হঠাৎ মুহূর্ত "

২৭ শে জুন, ২০১৫ সকাল ১১:২৯

আবদুর রব শরীফ বলেছেন: ঠিক ... হঠাৎ বৃষ্টি ..।

৩| ২৭ শে জুন, ২০১৫ রাত ৩:১৬

নতুনের আগমন বলেছেন: অমন মিষ্টি করে রিং বাজলে আবার ঘুম থেকে না উঠে পারা যায় !



একটি অসাধারণ বই (The Biggest Secret-by David Icke) জেনে নিন এই পৃথিবীর হাজার বছরের অজানা ইতিহাস |
বইটি ডাউনলোড করতে ও বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

২৭ শে জুন, ২০১৫ সকাল ১১:৩১

আবদুর রব শরীফ বলেছেন: হাহা সেটাই .. এই ডাক উপেক্ষা করা বড়ই কঠিন ...।

৪| ২৭ শে জুন, ২০১৫ ভোর ৫:১০

মশিকুর বলেছেন:
আপনার ফোন নাম্বারটা প্রকাশ করেন; মসজিদের ইমাম সাহেবকে দিবো; সেহরি একটাও মিস হবে না ইনশাআল্লাহ্‌...

=p~

শুভকামনা।।

২৭ শে জুন, ২০১৫ সকাল ১১:৩৩

আবদুর রব শরীফ বলেছেন: মসজিদের ইমাম সাহেবে রিং এ কি এতো মিষ্টি/রহস্য থাকবে....?

৫| ২৭ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৬

মশিকুর বলেছেন:
সেই গ্যারান্টি কেমনে দেই বলেন? সেহরি মিস না হয়ার গ্যারান্টিতো দিলাম। বাকিটা আপনাকেই করতে হবে। ওনারে না হয় একটু রিকুয়েস্ট করলেন যে, মিষ্টি-মিষ্টি-রহস্য মাখা সুরে কথা কইতে =p~

২৭ শে জুন, ২০১৫ দুপুর ১২:০৪

আবদুর রব শরীফ বলেছেন: হাহা ভাই হাসি আর থামাতে পারলাম না , আমাদের দেশে একটা প্রবাদ আছে, দুধের স্বাদ ঘোলে মিটে না ..। :)

৬| ২৮ শে জুন, ২০১৫ রাত ১:০৮

চটপট ক বলেছেন: লেখাটা ভাল লাগলো।মশিকুর ভাইয়ের কমেন্টগুলা এপিক :)

২৮ শে জুন, ২০১৫ রাত ১:৩৫

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৭| ২৮ শে জুন, ২০১৫ রাত ২:১১

আশরাফুল করিম খান বলেছেন: ভাই 'নতুনের আগমন' আপনার এই বই এর marketing দেখতে দেখতে পাগল হইয়া গেলাম। প্রতিটা পোস্টে এই লিংক।

২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৩৭

আবদুর রব শরীফ বলেছেন: বইটা তাহলে না কিনলে নয় ...। :p

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.