নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

NO means next opportunity, উল্টো করলে ON

১২ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৪

একজন ভাসমান চা বিক্রেতার কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, সে প্রতিদিন চায়ের ফ্লাস্ক হাতে নিয়ে একে একে জিঙ্গেস করতে থাকে, ভাই চা খাবেন? এভাবে না শুনতে শুনতে একজন বলে হ্যাঁ ভাই দেন খাবো, এভাবে না না না না....এর মাঝে সে হ্যাঁ খুজে নেয়,
.
কেউ আপনার সাথে বন্ধুত্ব করলো না, কেউ চলার পথকে মসৃণ করলো, কেউ আপনাকে কষ্ট দিলো এর মানে এই না যে সবাই আপনার সাথে একই আচরণ করবে, কেউ হয়ত হাত বাড়িয়ে দাড়িয়ে আছে, হ্যাঁ আপনার জন্য, এই যে না কে এভোয়েড করছেন না বলে হয়ত তার কাছে আপনি পৌঁছতে পারছেন না!
.
কে কি ভাবল/বলল এই ভাবনা নিয়ে বসে থাকলে জীবনে কেউ কখনো সফল হতে পারে নি! আপনাকে নিজের বিবেক'কে প্রশ্ন করতে হবে, আপনি যা করতেছেন তা সঠিক কি না!? যদি সঠিক হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ুন, লক্ষ্য একটাই ঐ পাড়ে পৌঁছতে হবে, লক্ষ্য ওটা নয়, ডাঙ্গায় কে দাড়িয়ে আছে তার দিকে তাকিয়ে থাকা হয়ত তখনি একটি কুমির তেড়ে আসছে আপনার খেয়াল ডাঙ্গায় দাড়িয়ে থাকা মানুষটির দিকে,
.
আব্রাহাম লিংকন তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে একটি কথা বলেছিলেন, তুমি সবার কথা শুনবে, খারাপ/ভাল যাচাই করাটা তোমার কাজ, তোমাকে মানতেই হবে জগতের সকল মানুষ ভাল না আবার সকল মানুষ খারাপ না,
.
না মানে সব কিছু শেষ হয়ে যাওয়া না, একবার একটি ট্রেনিংয়ে শুনেছিলাম, N=next O=opportunity, no means next opportunity কিভাবে একটি না একটি নতুন সুযোগ তৈরী করে দিবে হয়ত কল্পনা ও করতে পারবেন না,
.
কোন এক মনীষী বলেছিলেন, কেউ তোমাকে সাহায্য করল না এর মানে এই না যে তুমি একা হয়ে গেলে, এর মানে এই যে তুমি নিজে কাজটি করতে শিখে গেলে, সে তোমার উপকারি করেছে, আর একটা কথা বট গাছের ছায়ায় কোন ছোট গাছ বড় হতে পারে না ৷

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৫ রাত ২:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: সুন্দর একটা কথা শেয়র করলেন
খুব ভালো লাগলো
ধন্যবাদ

১২ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪৮

আবদুর রব শরীফ বলেছেন: আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ

২| ১২ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: NO means next opportunity, উল্টো করলে ON
বাহ চমৎকার বলেছেন,উদ্দীপ্ত হলাম

১২ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১০

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.