নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ ফিরে এসো নিরব যত কষ্ট হোক না কেন!

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:২১

প্রথমে বলে রাখি, সরকারী হিসেবে বাংলাদেশে মাদকাসক্ত ৭ লাখ, জাতিসংঘের মতে ৬৮ লাখ, এবং বেসরকারী হিসেবে এক কোটি, গল্পটি তাদের একজনের
.
নিরব এলাকার সবচেয়ে মেধাবী ছেলে, খেলাধুলায় ও বেশ ভালো, এলাকার সামাজিক কাজেও সবার প্রথমে থাকত, এলাকার ছেলেদের সংঘটিত করে গড়ে তুলেছে 'তরুণ সংঘ ৷'
.
নিরবের মত ছেলে পেয়ে এলাকাবাসী খুশি, বিপদে আপদে সবার আগে যে এগিয়ে আসে সে, সম্প্রতি সে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এলাকাবাসী তাকে সংবর্ধনা দিয়ে বিদায় দিল,
.
বিশ্ববিদ্যালয়ে জীবন ভালই চলছিল, মেধাবী ছাত্র, ফাস্ট ইয়ারে ৩.৭৫ আউট অব ৪, হঠাৎ লক্ষ করল ক্লাসের সুন্দরী মেয়েটি তার সাথে ভাব করার চেষ্টা করছে, মেয়েটিকে মনে মনে পছন্দ করত নিরব, তো কথা থেকে মোবাইলে এসএমএস আস্তে আস্তে সম্পর্ক গড়ে উঠতে থাকে,
.
এভাবে বেশ চলছিল, সেকেন্ড ইয়ার পরীক্ষা সামনে, পড়ালেখার চেয়ে প্রেমের দিকে তার বেশী মনযোগ, সব নোট রেডি করে মেয়েটিকে দিত কিন্তু নিজে পড়ত না তেমন, মেয়েটি তার নোটগুলো খুব ভাল করে পড়ত, পরীক্ষা শেষ রেজাল্ট দিল, মেয়ে সেকেন্ড হলো, নিরবের এক বন্ধু ফাস্ট হলো, নীরব কোন রকম পাশ করল! তাতে নিরবের দুঃখ নেই! তার স্বপ্নে দিবা রাত্রি সেকেন্ড হওয়া মেয়েটি ঘুরে বেড়ায়, তাকে ফাস্ট বানানোর জন্য জীবন দিতে ও রাজি নিরব!
.
হঠাৎ একদিন সবকিছু উলট পালট করে সে জীবন সঙ্গিনি হিসেবে মেয়েটিকে কল্পনা করতে শুরু করলো, একদিন বলে ও দিল, মেয়েটির উত্তর, আমরা বেস্ট ফ্রেন্ড! সেইম এইজের কোন ছেলের সাথে তার সম্পর্ক করার কোন ইচ্ছে নেই! নিরব বললো তাহলে এতদিন!? মেয়েটি বললো, একসাথে চলতে গেলে একটু আধটু ঘনিষ্ঠতা বাড়ে, জান টান এগুলো বেস্ট ফ্রেন্ড কে আদর করে বলা যায় ৷ তার চেয়ে বড় কথা, মেয়েটি ক্লাসের ফাস্ট হওয়া ছেলেটির সাথে এখন ভাল সম্পর্ক,
.
নিরবের কোন কিছুই ভাল লাগছে না, শুনেছে সিগারেট খেলে এসব চিন্তা নরমেল হয়, সে থেকে তার সিগারেটের হাতেখড়ি! এক দিন তার এক বন্ধু বললো, সিগারেটের সুরকা বের করে এগুলো মিক্সার করে টেনে দেখ! কেমন লাগে..বন্ধুর কথা মত গাজায় টান দিয়ে তার মনে হলো, গাজার নৌকা পাহাড়তলী যায়..
.
এখন আর সিগারেট ভালো লাগে না তার, ডার্বি/নেবী কিনে সুরকা অর্ধেক ফেলে এক প্যাকেট স্টিক বানিয়ে পকেটে রাখে, সুযোগ বুজে আনাচে কানাচে গিয়ে সুখ টানের সাথে পাল্টে যেতে থাকে নীরবের জীবন, নেশার রাজ্যে হারিয়ে গেছে নিরব, বাবা/মা মোবাইল করলে বিরক্ত লাগে, থার্ড ইয়ার ড্রপ দিল, পাশাপাশি একটু আধটু হিরোইন খাওয়া শুরু করেছে সে,
.
নেশার রাজ্যে অনেক খরচ, খরচ মিটাতে গিয়ে বিকল্প পথ খুজছে! মাঝে মাঝে অতীতের কথা মনে করে তার চোখে জল আসে! ছোট ছোট ভাই বোনের কথা স্মরণ করে পণ করে এই জগত থেকে বেরিয়ে আসতে হবে! কোন রকমেই পারে না
.
এদিকে গুটিকয়েক বন্ধু ছাড়া বাকীরা তাকে এভোয়েড করে চলে! কারণ সে এখন পূর্ণ মাদকাসক্ত, বাতাসের টানে এলাকায় একদিন খবর পৌছে গেল, নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন ক্রাইম করে বেড়ায় নিরব! বাবা প্রথম প্রথম ফোন করে বুজাত! এখন আর বাবার ফোন রিসিভ করে না, নিরব ও বুজে গেছে সমাজের কাছে সে এখন কুলাঙ্গার / বাবার চোখের জল সে উপলব্দি করতে পারে তবুও ফিরে আসতে পারে না..জানি না কখন ফিরে আসতে পারবে! হয়ত সবার ভালবাসা একদিন নিরবকে ফিরিয়ে আনতে পারবে আর তা না হলে হারিয়ে যাবে ইতিহাসের একটি নিরব অধ্যায় ! হারিয়ে যাবে একটি প্রতিভা..
আসুন মাদককে না বলি, মাদাকাসক্তকে পূর্বের জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করি..

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৬

সুমন কর বলেছেন: গল্প হিবেবে ভালো লাগেনি মেসেজ হিসেবে ভালো।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪২

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

২| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:১১

চাঁদগাজী বলেছেন:


মাদক অর্থনীতি, সমাজ ও রাজনীতির সাথে জড়িত।

মাদক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের আশ্রয়দাতারা আমাদের পার্লামেন্টের সদস্য; এসব শুকরের সাথে টিকে ওঠার মত মনোবল ও শক্তি থাকতে হবে।

১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৬

আবদুর রব শরীফ বলেছেন: এক কোটি মানুষ মাদকাসক্ত!! ভাবতেই ভয় লাগছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.