নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তাবিজ সংস্কৃতি !!

১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৪:২৫

বিভিন্ন কারণে আমার গ্রামে যেতে ভালো লাগে না... তার একটি কারণ তাবিজ সংস্কৃতি
.
বোন তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য ভাইয়ের ছেলেকে তাবিজ করছে এমন ফালতু বিশ্বাসের জন্য ১৫ বছর ভাইয়ে বোনে কথা বলে না....
.
মামাতো বোনের ঘন ঘন পেট ব্যাথার কারণ চাচাতো বোনের তাবিজ...
.
আমার দেখা মতে বাংলাদেশের গ্রামাঞ্চলের ৭০% নিকট আত্নীয়দের সম্পর্ক নষ্ট হয় এই ফালতু বিশ্বাসের কারণে...
.
বছরের পর বছর তাবিজ করছে এই ধারণার বশবর্তী হয়ে কথা না বলতে বলতে এক পর্যায়ে তারা শত্রুতে পরিণত হয় এক পর্যায়ে খুনাখুনি...
.
এর পেছনে দায়ী এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা..যারা গ্রামের সহজ সরল মানুষের বিশ্বাসকে পুজি করে কামিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা...
.
আর একটি কারণ বাংলার মেয়েদের শিক্ষার অভাব...
'এই ধর্ম ব্যবসায়ী.. একটা তাবিজ বানায়া দে.. আমাকে বিসিএস ক্যাডার বানায়া দে..'
.
ক্যাটরিনার সাথে আমার প্রেম করায়া দে.. আমাকে আরিফ আর হোসাইন বনায়া দে..এত কিছু পারলে ভন্ড বাবা এগুলো পারবে না কেরে???
.
আমার জানা মতে ইসলামে ফু দিয়ে পানি খাওয়া নিষেধ...আপনারা কি বলেন?

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


আপনাদের গ্রাম কি আফ্রিকায়?

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৯

আবদুর রব শরীফ বলেছেন: না ভাই, এগুলো সব গ্রামেই কম বেশী বিদ্যমান ৷

২| ১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাবিজ-কবজ সত্য হলে দুই নেত্রী একে অপরকে বান মারতো বহু আগে
নাগো দাদা আফ্রিকায় না গ্রাম চট্টগ্রামে :)

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৪০

আবদুর রব শরীফ বলেছেন: আমারও চট্টগ্রাম...

৩| ১৫ ই জুলাই, ২০১৫ ভোর ৫:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বদ্দা কেন আছন?
হডে ওয়া?

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৩

আবদুর রব শরীফ বলেছেন: বদ্দা গম আছি, হাটহাজারী আছি দে.

৪| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৭:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পুরানো ঢাকার এক বন্ধুর মন্তব্য,
আবে হালা কইছনা তগো চাটগাঁইয়াগো কতা,এক হালায় ক্ষেতে কাম করতাছে,আমি কইলাম ও ভাই ধান কিমুন অইছে,হালায় কয় গম অইছে,মান্দার পো কইলডা কি?তার ছিরানি হালায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.