নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মানুষের হৃদয়ে যাদের বাড়ি!

১৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৮

আজ চৌদ্দগ্রামের একজন সিনিয়র ডাক্তারের গল্প বলবো, দুনিয়াতে এখনো অনেক ভাল মানুষ আছে বলেই দুনিয়া টিকে আছে!
.
শবে বরাতের রাত! আমার প্রতিবেশীর স্ত্রী অসুস্থ, ডেলিভারী কেস! প্রসব বেদনা উঠেছে রাতে, মেডিকেলে কোন মহিলা ডাক্তার নেই, অন্যান্য কেইসের কিছু ডাক্তার আছে, সুতরাং তারা বললো ভাই কিছু করার নেই! আপনি দ্রুত প্রাইভেট মেডিকেলে নিয়ে যান, বেচারা গরিব মানুষ!
.
শেষে একজন বললো অমুক সিনিয়র ডাক্তারের কাছে গিয়ে দেখেন কি বলে! বুড়ো টাইপের একজন ডাক্তার বসে আছে রুমে! সবকিছু খুলে বলার পর ডাক্তার বলল, অস্থির হবেন না! আমি দেখি কি করতে পারি,
.
ডাক্তার ওয়ার্ডে গেল, সিনিয়র ডাক্তার হওয়াতে নার্স অন্যান্য ডাক্তারদের জটলা বেঁধে গেল, বুজতে বাকী রইল না হাসপাতাল প্রধান টাইপের কিছু হবে! ওনি একজন মহিলা ডাক্তারকে ফোন করলেন, মহিলা ডাক্তার ছুটিতে, ওনাকে বললেন, আপনি এখনি একটি গাড়ি ভাড়া করে বিশ মিনিটের মধ্যে মেডিকেল চলে আসবেন,
.
মহিলা ডাক্তার ফোন পেয়ে দ্রুত চল্লিশ মিনিটের মধ্যে চলে আসল, এবার উনি মহিলা ডাক্তারকে নির্দেশ দিলেন, 'আপনি এই রোগীর ডেলিভারি কেস শেষ না হওয়া পর্যন্ত এখানে থাকবেন,কোথাও যাবেন না, রাত যত হোক না কেন! কাজ শেষ করে যাবেন, বিনিময়ে কাল বোর্ড সভায় আপনার প্রমোশন হবে ৷'
.
আলহামদুলিল্লাহ! অবশেষে সন্তান প্রসব হলো, প্রতিবেশী ভাইটি এবার সিনিয়র ডাক্তারকে গিয়ে কিভাবে ধন্যবাদ দিবে ভাষা খুজে পাচ্ছে না! তবুও মিনমিন করে বললো কাকে কত দিতে হবে?
.
ডাক্তার বলল নার্সকে পাঁচশ টাকা দিবেন, মহিলা ডাক্তারকে এক হাজার দিবেন, আর আমি সরকারি এম্বুলেন্স দিচ্ছে বাচ্চাসহ মা কে আপনার বাসায় পৌছে দেওয়ার জন্য তাকে খুশি করে দুইশত টাকা দিবেন,
.
স্যার আপনি না থাকলে আমার কি যে হতো! আপনাকে একটু খুশি করতে পারলে আমারও খুশি লাগতো, এবার ডাক্তার উওর দিলেন, "ফজলু সাহেব! আমি বিপদে উপকার করে টাকা নিই না, আপনি আমার জন্য মন থেকে দোআ করে দিবেন, আর যদি টাকা নিতাম ঢাকা শহরে দুই চারটা বাড়ি থাকতো এতদিনে ৷"

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.