নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদুর!

২০ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৫

ঈদ আড্ডায় অনন্ত জলিল এবং বর্ষাকে উপস্থাপিকা জিঙ্গেস করল, " আপনার সন্তানকে ব্যবসায়ী/নায়ক কি বানাতে চান ?"
.
অনন্ত জলিল উত্তর দিল, " অবশ্যই ব্যবসায়ী তার চেয়ে বড় কথা ওকে ইসলামী শিক্ষায় ভালো ভাবে শিক্ষিত করে দেশের গন্ডি পেরিয়ে যেন পুরো বিশ্বে ইসলাম প্রচার করতে পারে সেভাবে গড়ে তুলতে চাই ৷"
.
উপস্থাপিকা তো থ হয়ে গেল! একটা বেপার কি আল্লাহ কার মনে কি রাখছেন তা বলা যায় না, তবে এই কথাটার উছিলায় আল্লাহ তাকে বেহশত নসিব করুন সেই দোআ করি!
.
ছোট বেলায় ধর্ম বইয়ে পড়েছিলাম, এক কুকুর পানির পিপাসায় কাতর, মরণ প্রায় অবস্থা, ধর্ম কর্ম কম করে এমন এক মহিলার তা দেখে দয়া হয়, সে পানি তোলার কোন পাত্র না পেয়ে নিজে শাড়ি কুপে পেলে পানি ভিজিয়ে তা কুকুরকে পান করিয়ে একটি প্রাণীর জীবন রক্ষা করেছিল, বিনিময়ে বেহশত কুরিয়ে নিল,
.
নিজাম আউলিয়া ১০১ টি মানুষ খুন করে ও আউলিয়া হয়েছিল একটি ভাল কাজের জন্য, কখন কোন ভাল কাজ যে কার জন্য কি পুরস্কার নিয়ে আসে বলা যায় না, তাই আমাদের উচিত, ভাল কাজ যত ছোট হোক না কেন তা করে যাওয়া এবং সাপোর্ট দিয়ে অনুপ্রাণিত করা,
.
শুনেছি আল্লামা ইকবালকে অনেকে কাফের উপাধি দিয়েছিল, আবার তারা তাকে আল্লামা উপাধি দিয়েছে যখন সে সকল প্রশ্নের জবাব দিয়ে একটি বই লিখেছিল, তেমনি নজরুলকে ও, সেই নজরুল রচনা করেছে, 'মসজিদের পাশে আমার কবর দিও ভাই'...... 'রমজানের রোজার শেষে এলো খুঁশির ঈদ' সহ হাজারো গজল,
.
ধর্মে কর্মে চরম উদাসীন আল মাহমুদ হঠাৎ পাল্টে গিয়ে বলেছিল, 'আমার বুকের ভিতর ধর্মের কল বাতাসে নড়ে ৷'
.
কে কখন কিভাবে আল্লাহর অনুগ্রহ লাভ করে বলা যায় না, হাশরের ময়দানে সবাই যখন একসাথে হবে কেউ কারো দিকে তাকানোর অবসর পাবে না, সবাই নিজের আমল নিয়ে ইয়া নবসি! ইয়া নবসি করবে! কিন্তু দুনিয়াতে আমরা নিজেদের আমলের কথা না ভেবে অন্যের দোষ ত্রুটি খুজে তর্ক বাড়াবাড়ি বিতর্কে লিপ্ত,
.
মসজিদে মিলাদে কে দাড়াল, কে দাড়াল না, কে মোনাজাত ধরল কে ধরল না এসব ব্যাপারগুলো নিয়ে আমরা যত সিরিয়াস মানুষকে ঈমান/নামাজ/রোজা/হজ্ব/যাকাতের মত ফরজের দাওয়াত দিতে তত সিরিয়াস কিনা প্রশ্নটি রেখে গেলাম!

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বলিউডি মুসলিম নায়কদের মত এখানে এসব চলবে না। তবে হয়তো সত্যি সত্যি তাদের ছেলেকে মাদ্রাসায় পড়ায়, একদিন হয়তো সেই ছেলেই তাদের ইসলামের পথে ফেরাবে।

২২ শে জুলাই, ২০১৫ রাত ১১:১০

আবদুর রব শরীফ বলেছেন: Setai..।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.