নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ক্লান্তি আমাদের ক্ষমা করো প্রভু!!

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫২

লিউনার্ড ডি ভিনসী একসাথে এত বেশী কাজ করতেন তবুও কেন ক্লান্ত হতো না জানেন? কারণ পছন্দের কাজ করে কেউ কখনো ক্লান্ত হয় না,
.
স্কুল জীবনে সেই সকালে উঠে আটঘন্টা ক্লাস করার পরও বিকেলের খেলা যখন শুরু হয় এত দৌড়াদৌড়ি লাফালাফি দাপাদাপি করার পর সন্ধ্যে হলে আফসোস হতো, ইশ! সময়টা দ্রুত শেষ হয়ে গেল কিন্তু যখন টেবিলে পড়তে যেতাম বসে ও রাজ্যের ঘুম চোখে!
.
সারাক্ষণ কাজের মধ্যে ডুবে থাকা সারা জসুয়া রেনল্ডকে একদিন বন্ধুরা গ্রামে ধরে নিয়ে যায়, কিন্তু সে পালিয়ে এসে আবার কাজ করা শুরু করে,কারণ সে যে কাজটা করত আনন্দ তা নিয়ে,
.
বাবার মুখ থেকে শুনা, বাড়িতে এক পডুয়া বন্ধুকে কোলে করে এনে ফুটবল খেলার গোল কিপার হিসেবে দাড় করিয়ে রাখত আর সে ইচ্ছে করে বল ছেড়ে দিত, আর খেলা থেকে বের করে দিলে বাসায় গিয়ে বসে বসে পড়ত,
.
ভার্জিল তার জীবনের এগারটি বছর কাটিয়েছিলেন বিখ্যাত ইনিদ কাব্যখানি লেখার জন্য,পরে তা ভালো হয়নি ভেবে পোড়াতে চেয়েছিলেন, 'পদ্মা নদীর মাঝি' লেখার জন্য মানিক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন জেলে পাড়ায় কাটিয়েছেন,
.
যাকে আমরা পল্লী কবি বলি সেই জসীম উদ্দীন তার সারা জীবন পল্লীর মানুষের সুখ দুঃখ শুনে কাটিয়েছেন, তার নকশী কাথার মাঠের রূপাইয়ের কথা তো সকলি জানি,
.
বিখ্যাত ভলটেয়ার কখনো কোন বই লিখে লেখন ভাবা তো দূরের কথা তৃপ্তি ও লাভ করেন নি, শুধু ছিল আরো ভালো লেখার অতৃপ্তি,
.
সবচেয়ে বড় কথা যে কাজ করে অল্পতে আপনি টায়ার্ড হয়ে যাবেন সে কাজ আসলে মনের বিপক্ষে করা হয়, জগতের কোন ভালো সৃষ্টি অল্প পরিশ্রমে সৃষ্টি হয়নি,
.
আইয়ুব বাচ্চু, কুমার শানুসহ উপমহাদেশের অনেক শিল্পী গানের টানে পালিয়ে বেড়িয়েছেন, জেমস কুকসহ অনেকে বড় বড় নাবিকরা ঘর ছেড়েছিলেন সমুদ্রের টানে,
.
আর মানুষের সেবার অদম্য ইচ্ছে নিয়ে নিজ দেশ ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন মাদার তেরেসা, ফ্লোরেন্স নাইটিঙ্গেলসহ অনেকে...
.
ন্যালসন ম্যান্ডেলাকে সাংবাদিকরা জিঙ্গেস করেছিলেন দুই যুগ কারাগারে থাকার পরও তার উদ্যম কেন একটু ও কমেনি! জবাবে বলেছিলেন বর্ণবাদ নিরসনে তার যে কাজ আর স্বপ্ন ছিল তা যদি না থাকত একদিনও কারাগারে টিকে থাকা সম্ভব হতো না!

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৫ ভোর ৬:৪৯

প্লাবন২০০৩ বলেছেন: এত সুন্দর একটা পোষ্ট এত দেরীতে পড়লাম, খারাপই লাগল।
এরকম পোষ্ট আরও আসা উচিত, ধন্যবাদ। সেই সাথে লাইক আর প্লাস +++

২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১৮

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ প্লাবন ভাইজান...। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.