নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বাজরঙ্গি ভাইজান vs রাজন

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৭

বাজরঙ্গি ভাইজান যে দেখে সে কাঁদে, কারণ সালমান খান এবং একটি ছোট শিশু হারশালি মালহোত্রা'র (মুন্নী) অসাধারণ রসায়ন! কি অপূর্ব!
.
শিশুটির নিষ্পাপ সরল চাহনিতে যেমন মুগ্ধ দর্শক তেমনি রাজনের মায়া ভরা সরল চাহনিতে বাকরুদ্ধ হয়েছিল বাংলাদেশ,কিন্তু ফিল্মটির বিপরীতে অবস্থান শিশু রাজনের, দুই শিশুর দুই নিয়তি!
.
আবেগপ্রবণ দৃশ্যে কাজ করার অভিজ্ঞতা জানাতে গিয়ে হারশালি বলেছিল, ‘সালমান চাচ্চুর চোখে জল দেখলেই আমি কেঁদে ফেলতাম। তিনি যতোবার কেঁদেছে, আমিও ততোবার কান্না করেছি। তাকে মারামারি করতে দেখলেও মন খারাপ হতো! তখনও কেঁদে দিতাম।’
আর রাজনের চোখে যখন কান্না,মুখে আর্তনাদ তখন আরো নতুন উদ্যমে হায়ানার স্টিম রোলার তার দিকে তেড়ে আসছিল, ভিডিও ধারণকারী উল্লাস করে বলতেছিল, ফেসবুকে ভিডিও ছেড়ে দিয়েছি এখন সবাই দেখবে....
.
একটা নাটক/ফ্লিম হোক না সেটা অভিনয়, সদ্য স্কুলে যাওয়া বাচ্চা ছেলেটাও জানে এটি অভিনয় বৈকী কিছু নয়, তবুও এরি মাঝে হাসি কাঁদি ইত্যাদি,
.
মানুষ এমনি আবেগী যে মাঝে মধ্যে যুক্তি তর্ক মানে না, হৃদয় আসলেই অনেক কোমল, সে কোমল হৃদয়টি একদিন পাষাণ হয়ে উঠে, সামান্য একটি শিশুর অভিনয়ের দুঃখ যে মানুষটির চোখে জল আনে সে মানুষ নামক অন্য কেউ একটি শিশু রাজনকে পিটিয়ে মেরে পেলে কিভাবে?
.
শিশু জিহাদ যখন গর্তে পড়ে গেছিল, মনে হচ্ছিল পুরো বাংলাদেশ নলকূপে পড়ে গেছিল, সমগ্র দেশ জুড়ে চলছিল পার্থনা, সেই বাংলাদেশে আবার প্রায় আধাঘন্টা ভিডিও করে হৈ হৈল্লর করতে করতে এত সুন্দর কিউট একটি শিশুকে জ্যান্ত মেরে পেলল! আবার বলল পানির বদলে ঘাম খা!
.
বিশ্বাস করুন আর নাইবা করুন! রাস্তা ঘাটে কিছু সভ্য মানুষ প্রতিনিয়ত শিশুদের দিয়ে ফুটবল প্যাকটিস করে, কারণে অকারণে লাথি,চড়, থাপ্পড় দিয়ে পৈশাচিক আনন্দ নেয়,দানবের মার খেয়ে ও অসহায় শিশুগুলো হাসে, কারণ তারা পথশিশু, তাদের কাঁদতে নেই, তাদের উদরে ক্ষুধা....
.
প্রতিদিন কত খবর আসে পত্রিকার পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে, মুখে আমরা নিজেদের যত বাজরঙ্গি ভাইজানের ভাব দেখায় না কেন, আমাদের পাশের শিশুটির প্রতি আমাদের আচরণ প্রমাণ করবে আমরা কি বাজরঙ্গি ভাইজান অথবা রাজন হত্যাকারীর দলে!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৮

সাহসী সন্তান বলেছেন: "প্রতিদিন কত খবর আসে পত্রিকার পাতা
ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায়
অগোচরে, মুখে আমরা নিজেদের যত
বাজরঙ্গি ভাইজানের ভাব দেখায় না কেন,
আমাদের পাশের শিশুটির প্রতি আমাদের
আচরণ প্রমাণ করবে আমরা কি বাজরঙ্গি
ভাইজান অথবা রাজন হত্যাকারীর দলে!"

খুবই সুন্দর এবং সাবলিল ভাবে পুরো বিষয়টি বর্ননা করেছেন। অনেক অনেক ধন্যবাদ শুধু আপনার জন্য!!

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১:১১

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ সাহসী সন্তান ভাই, আসলে এখন মিডিয়ার টাইম লাইনে না আসলে ঘটনাকে ঘটনা মনে হয় না :(

২| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৬

নতুন বলেছেন: কয়েকদিন আগে মায়ের জঠরে থাকা অবস্হায় গুলিবিদ্ধ শিশুর জন্য প্রতিবাদ দেখলাম না। যারা গুলি করেছে তাদের গ্রেপ্তার করেছে কিনা তাও জানতে পারলাম না এখন পযন্ত?

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১:১৪

আবদুর রব শরীফ বলেছেন: সুন্দর বলেছেন ভাই, হাজারো ধর্ষণ ঘটনা ঘটে কিন্তু ভারতে বাসে ধর্ষণটি মনে হয় একমাত্র ধর্ষণ কিন্তু কিছুদিন আগে টাঙ্গাইলে চলন্ত নৌকায় বাবার সামনে ধর্ষণ নিয়ে সবাই দেখে ও দেখল না!!

৩| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৯

মামুন আকন বলেছেন: এতো সুন্দার লেখার জন্য আপনাকে ধন্যবাদ

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১:১৫

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ আপনাকেও আপনার সুন্দর মন্তব্যের জন্য..

৪| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:১০

নতুন বলেছেন: কিছুই বলার নাই। এখনো আমরা দলীয়/ধমিয় চিন্তু থেকে বেরহয়ে খারাপ কাজের সমালচনা করতে শিখি নাই।

এখন যারা আয়ামীলীগ সমথন করে তারা চুপ হয়ে যাবে। ( দেশের প্রায় অধেকের বেশি মানুষ এটা নিয়ে কথা বলবেনা)

প্রথমআলোতে এই নিয়ে আজও লিখেছে কিন্তু দোষীদের কি হয়েছে তার কোন খবর নাই। :(

যেটা অন্যায় সেটার প্রতিবাদ করতে হবে। তা নিজের দলের বা পরিবারের কেউ করুক। এই বোধ না থাকলে সমাজে ভাল কিছু হবেনা।

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৩:২১

আবদুর রব শরীফ বলেছেন: সুন্দর বলেছেন +++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.