নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সীমাবদ্ধতা কখনো সীমাহীনতা নয়!

১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৮

একজন মেঠো চাষা ক্রমওয়েল তার সাধনা দিয়ে ইংরেজ জাতীর শাসনতন্ত্রকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন!
.
দর্শন শাস্ত্র দার্শনিক ব্রাউন নামে একজন তাঁতীর কাছে কতটুকু ঋণী তা ইতিহাস পড়লে বুজা যায়!
.
জ্যোতির্বিদ পিকার্ড বাগানে মালীর কাজ করতে করতে নিজেই একজন জ্যোতি বিদ্যার পথিকৃত হয়ে গেছেন,
.
ভৃত্যে কাজ করতে করতে প্রাণিতত্ত্ববিদ হয়ে গিয়েছিলেন আলদ্রুভিনদা..
.
চা বিক্রী করতে করতে পাশের দেশে একজন হয়ে গেছেন নরেন্দ্র মোদি,
.
লাঙ্গল চাষা বার্নসের কথা আর কি বলবো, কীটস(keats) তো ঔষুধ বিক্রি করে জীবন চালাতেন,
.
পন্ডিত কার্লাইল বাবার সাথে মিস্ত্রীর কাজ করতেন,
.
পন্ডিতদের কথা বাদ দিয়ে তাদের বাবাদের কথায় আসি,
.
প্লেটোর বাবা অত্যন্ত গরীব ছিলেন, দার্শনিক ক্লিয়ানথাসের বাপ ছিলেন বাগানের মালী, জ্যোর্তিবিদ পিথাগোরাসের বাবা কামারের কাজ করতেন, ডিমসথেনিসের বাপ কামার ছিলেন, কবি ভার্জিলের বাপ ছিলেন কুম্ভকার, শেক্সপীয়ার, বেব জনসন, ওয়াট, জাসিয়া ওয়েজউড'সহ শত শত মনীষীদের সম্বদ্ধে পড়ে একজনের ও বাবা পেলাম না যার বাবা সেইইইই অবস্থান সম্পন্ন ছিলেন!
.
আমাদের প্রিয় নবী থেকে শুরু করে যত নবী আছে তাদের ছোটবেলার কষ্টের জীবনী পড়ে চোখে শুধু জল আসল কিন্তু সেইইই লেভেলের পরিবার থেকে উঠে এসেছে এমন কাউকে পেলাম না, পেলে জানাবেন কিন্তু!?

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৭

অরণ্যের কাব্যে পারিজাত বলেছেন: সঠিক বলেছেন জনাব "সীমাবদ্ধতা কখনো সীমাহীনতা নয়"

১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১০

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

২| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০৯

আবদুর রব শরীফ বলেছেন: জগতে যারা বড় হয়েছেন সীমাবদ্ধতাকে জয় করেই বড় হয়েছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.