নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জার্নি বাই বাস ইজ সো ইনজয়েবল!!!

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২০

জার্নি বাই বাস/ট্রেন/প্লেন যে কোন একটা সিলেবাসে থাকবে না, সেটা কি ভাবা যায়!?
.
তবে দিক দর্শন সাজেশন গাইডে একটা শিখে তিনটার উত্তর দেওয়ার অদ্ভুত এক ফর্মুলা ছিল, শূন্যস্থানে শুধু বাস/ট্রেন/অথবা প্লেন লাগিয়ে দিলেই হলো!
.
তবে "জার্নি বাই বাস" আমার দেখা মতে শ্রেষ্ট রচনা, বাস্তব জীবনে যা হারে হারে টের পাওয়া যায়, কারণ প্রথম লাইনে যা থাকে তার বাংলা, বাস ভ্রমণ খুবই উপভোগ্য/স্মরণীয়/চমকপ্রদ!
.
ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থেকে কিভাবে সেটাকে উপভোগ করতে হয় ছোটবেলা থেকে আমরা তা শিখে আসছি,
.
কত সুন্দর কেউ হেডফোন দিয়ে গান শুনছে!
.
কেউবা বসে বসে A টু Z পত্রিকা পড়া শেষে জানালা দিয়ে আনমনা হয়ে কি যেন দেখছে!
.
কেউ রাজনীতির ইতিবৃত্ত বলে সেই কবে শেষ করে বসে কলার ঠিক করছে!
.
মসজিদের সামনে বাস জেমে পড়াতে একজন জুম্মার নামাজ পড়ে আবার সেই গাড়িতে উঠে মিষ্টি হাসি দিচ্ছে!
.
ত্রিশটাকা রিচার্জ করে পঁয়তাল্লিশ মিনিট বোনাস পাওয়া ছেলেটি কি আনন্দে মিনিট কাজে লাগানোর অভিব্যক্তি প্রকাশ করছে!
.
না জানি কত ক্ষোভ জমা ছিল তার মনে! সব বাস কন্টাকদারের উপর প্রকাশ করে কি যেন বিড়বিড় করে বলেই যাচ্ছে!
.
অন্যজন কিছুক্ষণ পর পর সুরের তালে চিৎকার করে উঠছে! 'ফিরিয়ে দাও! আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও! ইয়া ইয়া আ..! '
.
জার্নি বাই বাস লিখে কে কত পেয়েছিল জানি না, তবে বাস্তব জীবনে সবাই দশে দশ! জার্নি বাই বাস ইজ সো ইনজয়এবল....! লাইফ ইজ জার্নি বাই বাস, ইউ কেন নেবার ইগনোর!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.