নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সত্যি খুনটা করেই ফেললাম! :(

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০২

অবশেষে তাকে খুন করে ফেললাম, অদ্ভুতভাবে জ্বালা যাতনা দিতেছিল, তারও তো একটি জীবন ছিল!
.
থাক না জীবন! সে শান্তিতে তার জীবন নিয়ে বেঁচে থাকলে তাকে খুন করতে হতো না, আমাকে অশান্তিতে রেখে সে বেঁচে থাকতে চেয়েছিল!
.
আমি তা হতে দিলাম না, রক্তমাখা হাতটি বেসিনে এই মাত্র ধুয়ে আসলাম, আমি জানি, তাকে খুন করার জন্য আমাকে জেলে যেতে হবে না! কোন প্রমাণ রাখি নি...রাখলেও জেল হবে না তা আমি শিওর,
.
তবে তার একটি ভালো গুণ ছিল, জোর করে গান শুনাতো, তার এই বেসুরা বিভৎস গান আমি শুনতে চায় না, পরকালে তুমি সুখে থেকো বন্ধু!
.
মনে পড়ে! প্রিয় মানুষের সাথে চ্যাট করা অবস্থায় তোমার কারণে 'তোমাকে ভালবাসি' লিখতে গিয়ে পা চুলকাতে গিয়ে দ্রুত লিখে ফেলেছিলাম, 'তমা'কে ভালবাসি', দুর্ভাগ্যবশত তমা ছিল পূর্ব প্রেমিকার নাম!
.
তোমাকে তাই খুন না করে পারলাম না, চিন্তা করতেছি তোমার রক্ত দিয়ে একটি লাভ লেটার লিখবো! ও শিট! হাতটা তো ধুয়ে এসেছি!
.
রক্তশূন্যতার কারণে ডাক্তার আমাকে খাওয়ার ইয়া বড় লিস্ট সাথে এক ঠোঙ্গা ঔষুধ দিয়েছিল, সেই রক্ত তুমি খেয়েছ! তাই তোমাকে ক্ষমা করতে পারলাম না! তোমরা মশা'রা আসলে থাপ্পর খেয়ে মরার যোগ্য!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৬

শতদ্রু একটি নদী... বলেছেন: আপনারে যতটূকু চিনছি পড়োতে পড়তে, শুরুটা পইড়াই বুঝছি মশা ছাড়া আর কোন কিছু খুন হওয়ার সম্ভাবনা শুন্য। ;)

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৯

আবদুর রব শরীফ বলেছেন: কেন ভাই! আমি কি অন্য কিছু খুন করতে পারি না! :P

২| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৬

প্রামানিক বলেছেন: মানুষরে চমকাইয়া দিয়া শেষমেশ মশা খুন। চমৎকার কাহিনী।

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৩

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইজান আপনার চমৎকার কমেন্টের জন্য.... :)

৩| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩২

হাসান মাহবুব বলেছেন: প্রেডিকটেবল ছিলো। একটা মশা মরার কারণে "রক্তমাখা হাত", এতই রক্তাক্ত হবার কথা নাকি? এটা মানানসই লাগে নাই।

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৪

আবদুর রব শরীফ বলেছেন: সেটাও ঠিক! ধন্যবাদ ভাই! :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.