নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আসলে তা কি আসল কি নকল সোনা!?

২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২০

দেড় বছর আগে চট্টগ্রামের জিইসি মোড়ে একটি স্কুলে চাকরি করার সময় তার সাথে পরিচয় হয় রফিকের এবং ফলস্বরূপ পরকীয়ায় জড়িয়ে পরেন রেশমা
.
সে এড়িয়ে যায় সে বিবাহিত, এক পর্যায়ে রেশমা তার প্রেমিকাকে দা কিনে দিয়ে একটি ছবি দেখিয়ে বলে, ছেলেটি তাকে ডিস্টার্ব করে..
.
অন্যদিকে বন্ধুকে মোটর সাইকেলে নিয়ে ঐ দা দিয়ে কুপিয়ে নিজের স্বামীকে হত্যা কারালো রেশমা!
.
দৈনিক পূর্ব দেশে 'সদর ঘাটে আজিজ হত্যার রহস্য উদঘাটন' শিরোনাম নামক প্রথম পাতার খবরটি এখন যেন প্রতিদিনকার এক একটি চিত্র!
.
আপনি প্রেম করবেন! খুব ভালো কথা! একটু দেখেশুনে প্রেম/বিয়ে করুন, বিশ্বায়নের এই যুগে যত সহজে সবকিছু হাতের নাগালে পাচ্ছেন তত সহজ না বিষয়টি,
.
এক সুন্দরীর ঘটনা জানি যে শুধুমাত্র কাবিনের লোভে দুটি বিয়ে করে তাদের মধ্যে একজন ব্যাংকার! দুইজন স্বামীকে ব্লেকমেইল করেছে...
.
প্রেমের এমন ফাঁদে পরে এক ছোট ভাই কিছুদিন আগে মাইর খেয়ে টাকা খুয়ে এসে কেঁদে কেঁদে ঘটনা শেয়ার করতেছিল আমাকে
.
এক চেয়ার ম্যানের ছেলে ফান্দে পরে বগা কান্দে টাইপের কাহিনী শুনে অনেক হেসেছিলাম
.
কিছুদিন আগে চ্যানেল টুয়েন্টি ফোরে এমন বিয়ে/প্রেম নিয়ে এক প্রতারক চক্রের চাচা/মা/বাবা/মেয়ে ধরা খাওয়ার প্রতিবেদন দেখছিলাম, সব নকল বাবা মা...
.
ফেসবুক/মোবাইলকে কাজে লাগিয়ে প্রতারক চক্ররা কাজ করে থাকে মূলত এমন কি পরকীয়ার ঘটনাগুলো জন্য তথ্য প্রযুক্তি মন্দ ব্যবহার অনেকাংশে দায়ী
.
আগুন দেখলে পিপীলিকা যেমন আগুনে লাফিয়ে পরে নিজের জীবনটা খুয়ে দেয় তার চেয়ে বড় উদাহরণ খুঁজে পাচ্ছি না, বোকার মত সবকিছু বিশ্বাস না করে চোখ/কান/মস্তিষ্ক খুলে পথ চলুন!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৯

মিতক্ষরা বলেছেন: কি অবস্থা !!!!

২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৭

আবদুর রব শরীফ বলেছেন: খুবই করুণ!!!

২| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০২

নতুন বলেছেন: জামানা বদলে গেছে।

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৩

আবদুর রব শরীফ বলেছেন: জমানা বেশী বদলায় গেছে ভাই ৷

৩| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৫

নতুন বলেছেন: হুম জামানা বেশিই বদলাইয়া গেছে :|

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৩

আবদুর রব শরীফ বলেছেন: জমানা কিভাবে ঠিক করা যাবে কে জানে! :(

৪| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৬

ইকরাম বাপ্পী বলেছেন: মজাই মজা B-)) B-)) B-)) =p~ =p~

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৩

আবদুর রব শরীফ বলেছেন: মজা না ভাই উদ্বিগ্নতা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.