নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

একটা অস্ত্র হবেএএএ? অস্ত্র!

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১১

একটা অস্ত্র দরকার, ফাহিমা নামক একটা মেয়েকে শুট করতে হবে, সারাদিন মন খারাপ করে বসে থাকে মেয়েটি, পৃথিবীতে নাকি তার বেঁচে থাকার আর ইচ্ছে নেই!
.
পাখি/কিরণমালা ড্রেস কিনতে না পেরে জরিনার কাছে নাকি জীবন অর্থহীন তাকে ও মারতে হবে
.
আইফোন না পেয়ে গলায় দড়ি দিতে গিয়ে ফিরে আসা সেলিনাকেও পুশ করে মারতে হবে!
.
এক একটা বুলেটে যারা যারা বেঁচে থেকে ও সামান্য কারণে মরে গেলে ভালো হতো ভাবে তাদের মাথার খুলি উড়িয়ে দিতে হবে,
.
সত্যি বলছি বেঁচে থাকার অধিকার তাদের নেই, অধিকার তাদেরই আছে যারা লড়াই করে বাঁচতে চায়....
.
ক্যান্সারের সাথে লড়াই করে আরো একটি দিন পৃথিবীর বুকে শ্বাস নেওয়া উদ্যমী ছেলেটির একমাত্র অধিকার আছে বেঁচে থাকার,
.
দুই হাত/পা অপারেশন করে ফেলে দেওয়ার পরও মানুষটি কত সুন্দর করে হাসছে! হাউ কিউট! বেঁচে থাকা তারি অধিকার ,
.
তিন দিন পানি ছাড়া কিছু না খাওয়ার পরও দুমুঠো অন্নের আশায় পথে বেরিয়েছে বর্ষীয়ান ফকির মেহের আলী, তুমি আরো বেঁচে থাকো সেই কামনা করি...
.
উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে একটু ভাল থাকার আশায় যারা মালয়েশিয়া,ইন্দোনেশিয়া, থাইল্যান্ড পাড়ি দেয়ে তাদের বাঁচিয়ে রাখা দরকার সেলিনা, জরিনা, কারিনা, মর্জিনা, মদন,আবুল, কাবুলদের বিনিময়ে...
.
কয়দিন হলো সভ্য হয়েছি, হাজার বছর ধরে প্রকৃতির সাথে লড়াই করে মানুষ বেঁচে ছিল বলে আমি তুমি পৃথিবীর আলো দেখেছি
.
'টিয়ারস অব আমাজন' এপিসোডগুলো দেখেছেন? কিভাবে মানুষ প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে আছে তা আমার আপনার কল্পনারও অতীত!
.
সেখানে এখনো সভ্যতার কোন ছাপ নেই, এখনো শত মাইল জঙ্গলের ভিতর দিয়ে দৌড়ে শিকার ধরে ওরা পরিবার নিয়ে কত সুন্দর গাছের বল্কল পড়ে বেঁচে আছে, ভাবা যায়!
.
রাতে দুইশত ফিট গাছের ডগায় উঠে ওরা তীর টাইপের হাতল নিয়ে বসে থেকে তুড়ি মেরে পাখি শিকার করে!
.
এভাবে তুড়ি মেরে বেঁচে থাকতে হয়, একটু বেঁচে থাকার আশায় এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ আই.সি.ও তে লড়াই করছে, বেঁচে থাকা প্রথম স্বার্থকতা ৷

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৯

হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট।

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৯

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ, আপনার মূল্যবান কমেন্টের জন্য ৷: )

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.