নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রতিভা সৃষ্টির কারিগর তুমি নারী !

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

"বৃক্ষতলে শুয়ে,
তোমার দুঃখ ছুঁয়ে,
ঘুম আসে না, ঘুমও স্বার্থপর....! "
.
এমন সুন্দর লাইন ও মানুষের মাথা থেকে বের হয় ! পৃথিবীতে এখনো অনেক শৈল্পিক মানুষ লুকিয়ে আছে ৷
.
নারীদের উপর ক্রাশ খাওয়ার চেয়ে কবিতা/গানের উপর ক্রাশ খেয়ে উপুড় হয়ে পরে থাকার মধ্যে নস্টালজিয়া বেশী কাজ করে,
.
সুখবোধ নাকি দুঃখবোধক গানের মধ্যে অন্তনির্হিত থাকে, কর্দমাক্ত মাটিতে যত মূল্যবান পদার্থ, গোবর কন্টক ছোঁয়া ফেরিয়ে পদ্মফুল, যুদ্ধ পেরিয়ে শান্তি...পৃথিবীর নিয়মটি আসলে বড়ই অদ্ভুত সেলুকাস মিরাকলে পরিপূর্ণ,
.
মাঝে মাঝে নারীকূলকে সাধুবাদ জানিয়ে শ্রদ্ধায় নুয়ে পড়তে হয় চ্যাকা দেওয়া/ক্রাশ খাওয়ানোর জন্য, সত্যি তা না হলে সাহিত্য,গান,কবিতার এত সুন্দর সুন্দর লাইনগুলো সৃষ্টি না হয় অধরায় থেকে যেতো
.
অখ্যাত এক সাহিত্যিকের কিছু বছর পর সাহিত্যে খ্যাতি অসংখ্য পুরস্কার পাওয়া এক লেখকের প্রিয়তমা লেখকের জীবনে ফিরে আসতে চেয়েছিল একবার, তিনি খুব সুন্দর করে উত্তর দিলেন, 'তুমি ফিরে এসো না তুমি ফিরে আসলে আমি আমাকে হারিয়ে ফেলবো ৷'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.