নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বুড়ো বিড়ালের ঘাড়ে বাঘ !

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮

অস্ট্রেলিয়া টিম 'অদ্ভুত নিরাপত্তাহীনতায় ভুগছি' এই কারণে বাংলাদেশে আসবে না, খুব ভালো!
.
নিশ্চল ট্যাংক ম্যাশ, বুম বুম তামিম, অতর্কিত মিসাইল সাকিব আল হাসান, গ্রেনেড মোস্তাফিজ, পেট্রোয়েট মিসাইল মাহমুদ উল্লাহ, ক্লাস্টার সোম্য, একে ফোরটি সেভেন রুবেলসহ এত এত আগ্নেয়াস্ত্র থাকলে কে না নিরাপত্তাহীনতায় ভুগবে?
.
তার মধ্যে সম্প্রতি পাকিস্তানকে জঙ্গি স্টাইলে বাংলা ওয়াশ, ভারতের সাথে রেম্বো স্টাইলে সিরিজ জয়, সাউথ আফ্রিকাকে সুপার ম্যান স্টাইলে ধোলাই সাথে বিশ্বকাপে বাঘের গর্জন,
.
এত কিছু দেখার পর ও কোন দল পৃথিবীতে আছে যে বাংলাদেশে আসার আগে নিরাপত্তাহীনতায় ভুগবে না?
.
অস্ট্রেলিয়া তো বিড়ালের মতো কাচুমুচো তো আগেই শুরু করেছে, আমরা একটু টেস্টে নবীন তাই টেস্ট খেলবে কিন্তু ভুলে ও ওয়ানডে খেলবে না ! ওরিইইই বাবা ! বাংলাদেশ বলে কথা!
.
বাঘের এলাকা পেরুতে হলে যত বড় প্রাণি হোক না কেন দেখে শুনে বুঝে সুঝে পথ চলতে হয়, অস্ট্রেলিয়া তাই করছে, এতে বিন্দুমাত্র অবাক হওয়ার কিছু নেই!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

ভীতু২২ বলেছেন: আমাদের দেশের ইমেজটা খারাপ করে দিচ্ছে তারা। এতে করে বাকি কোন দল ও আসতে একই আপত্তি জানালে ক্রিকেট ও দেশের জন্য দুঃখজনক হবে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক বলছেন :(

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

গেম চেঞ্জার বলেছেন: এইটা কোনো কথা হইলো ??

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

আবদুর রব শরীফ বলেছেন: অস্ট্রেলিয়া না আসার তো কোন কারণ দেখি না এটা ছাড়া তাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.