নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পূর্ণ নীতিকথা চূর্ণ নৈতিকতা !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

সক্রেটিসকে যখন হেমলক বিষ খাওয়ানো হয় মরে যেতে যেতে সক্রেটিস তার বন্ধুকে বলেছিলেন 'ক্রিটো, অ্যাসক্লেপিয়াসের নিকট আমি একটি মোরগের ঋণে ঋণী রয়েছি ৷ তুমি দয়া করে ঋণটি পরিশোধ করে দিও ৷'
.
একজন সাধারণ এবং অসাধারণ মানুষের মধ্যে এখানেই পার্থক্য
.
একবার হাতেম তায়ীর বাসায় চোর ডুকে ধরা খেয়েছিল পরিণামে চোরটি হাতেম তায়ীর আদর্শে একজন ভালো লোক হয়ে গিয়েছিলেন
.
আমার ক্ষুদ্রজীবনে পড়া খুব খুব প্রিয় একটা উক্তি আছে, 'উত্তম চলে অধমের সাথে, মধ্যম চলে তফাতে ৷'
.
একজন উত্তম ব্যক্তি তার গুণাবলী দিয়ে অধমকে উত্তম হিসেবে তৈরী করতে পারে কিন্তু একজন মধ্যম অধমের সাথে চললে উল্টো অধম হয়ে যায়,
.
দিনে এক প্যাকেট সিগারেট খেয়ে অরেকজনকে সিগারেট খাওয়ানো থেকে বিরত থাকতে বলেন সে ও মনে মনে হাসে,
.
তেমনি পারমানবিক বোমা সুসজ্জিত করে রেখে অন্যদেশকে বলেন, 'ভাই তোমরা কেউ পারমানবিক বোমা তৈরী করবে না, আমরা পৃথিবীতে শান্তি বজিয়ে রাখতে চায় ৷' সেলুকাস!
.
সবচেয়ে বেশী যারা পরিবেশ দূষণ করে তারাই আবার আমাদেরকে সাসটেইনেবল ডেবলপমেন্টের বুলি আওড়ায়! সেলুকাস!
.
নিজের দেশে যারা প্রত্যন্ত অঞ্চলে শিল্প কারখানা স্থাপন করে তারাই আবার আমাদের ইঞ্চি ইঞ্চি দূরত্বে শিল্প কারখানা করার তাগিদ দেয়! সেলুকাস!
.
পাঁচ সেন্টে কাপড় কিনে চল্লিশ সেন্টে বিক্রী করে যারা পয়ত্রিশ সেন্ট লাভ করে অথচ দুই সেন্ট বাড়িয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যায় তারাই আবার কারখানার পরিবেশ নিয়ে লম্বা লম্বা কথা বলে জিএসপি কেড়ে নেয়! সেলুকাস!
.
বুজিয়া শুনিয়া ক্ষেপিয়া যাহা ইচ্ছে তাহা বলিতে চাহিলাম কিন্তু বলিলাম না !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.